রাজ্যের জেলা আদালতে গ্রুপ ডি পদে নিয়োগ – বেতন ১৬০০০ টাকা – অষ্টম শ্রেণী পাশ চাকরি
রাজ্যে জেলা আদালতে গ্রুপ D নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 2022 | বেতন 16000 | Class 8 Pass Jobs
নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের বাংলা সাজেশন ব্লগে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সবাইকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তথ্য দিতে চলেছি। যেখানে আমি আপনাদের জানাব পশ্চিমবঙ্গের জেলা আদালতের গ্রুপ ডি পদে নিয়োগ নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে চলেছি।
পশ্চিমবঙ্গের জেলা আদালতে সম্পূর্ন স্থায়ী পোস্টে গ্রুপ ডি পদের জন্যে কর্মী রিক্রুট করা হচ্ছে। পশ্চিমবঙ্গের জেলা আদালতের সম্পূর্ণ স্থায়ী পোস্টে গ্রুপ ডি পদের জন্য যে কর্মী রিক্রুট করা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন ছেলে ও মেয়ে কিন্তু আবেদন জানাতে পারবে।
তো আজকে আমি এই বিষয়েই তথ্য দিতে চলেছি যে এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন বয়সসীমা কত প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু আমি দিয়ে দেব।
অন্যান্য→ ৭০০০০ হাজার কর্মী নিয়োগ এসএসসির নতুন বিজ্ঞপ্তি – SSC Job Recruitment 2022
→ 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs
চাকরি সংক্রান্ত এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব নোটিফিকেশনটি Allow করে দেবেন।
হুগলি জেলার জেলা আদালতে গ্রুপ ডি সুইপার পদের জন্য স্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে অথবা মেয়ে কিন্তু এখানে আবেদন জানাতে পারবে।
→টাটা স্টিল ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট ২০২২ | ১৭, ৫০০ বেতনের টাটা স্টিলের নতুন চাকরির বিজ্ঞপ্তি
পোষ্টের নাম – সুইপার (গ্রুপ ডি)
বেতনকাঠামো – ৪, ৯০০ টাকা থেকে শুরু করে ১৬, ২০০ টাকা পর্যন্ত/প্রতি মাস (গ্রেড পে – ১৭, ০০০/প্রতি মাস)
শূন্য পদ – ৩ টি (UR – 01, SC – 01, UR (EC) – 01)
বয়সসীমা – ১৮ বছরের কম নয় এবং ৪০ বছরের ঊর্ধ্বে নয় (এসসি দের জন্যে ৩ বছরের ছাড়)
শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী পাশ হতে হবে
পরীক্ষার সিস্টেম – ইন্টারভিউ ভাইভা মাধ্যমে নিয়োগ/ইন্টারভিউয়ের সময় বাংলা লেখা এবং পড়া
আবেদন ফিস – UR ও UR (EC) – ৩০০ টাকা এবং SC দের – ১০০ টাকা চার্জ (ব্যাঙ্ক চার্জ আলাদা)
কি কি ডকুমেন্টস প্রয়োজন – বয়স প্রমাণপত্র , এসসি//এসটি/ওবিসি সার্টিফিকেট, EC সার্টিফিকেট, নিজের স্বাক্ষরের স্ক্যান ফটো, পাসপোর্ট সাইজ ফটো
নতুন আপডেট:- হাইকোর্টে গ্রুপ সি, ডি পদে কর্মী নিয়োগ | বেতন ১৪৭০০ টাকা | ছেলে ও মেয়ে উভয়েই আবেদনযোগ্য
অফিসিয়াল ওয়েবসাইট – https://bit.ly/3Aoxh0J
আবেদন করুন – https://bit.ly/3NJgbOe
অফিসিয়াল নোটিফিকেশন – https://bit.ly/3OEIYoh