স্পেশাল বাংলা জিকে প্রশ্ন | বাংলা জিকে | GK Test | Bangla GK Questions for KP, WBP
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।
বাংলা জিকে প্রশ্ন | Bangla special GK Question | GK in Bangla | KP, WBP
1. ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত?
A. অর্থনীতি
B. ধর্ম
C. বিচারব্যবস্থা
D. সৈন্যবাহিনী
উ: বিচারব্যবস্থা।
2. কোন রাজ্যটি দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খন্ড রাজ্য গঠিত হয় ?
A. উত্তর প্রদেশ
B. রাজস্থান
C. মহারাষ্ট্র
D. বিহার
উ: বিহার।
3. Sunny Days’ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী?
A. কপিল দেব
B. সুনীল গাভাস্কার
C. গুন্ডাপ্পা বিশ্বনাথ
D. মহেন্দ্র সিং ধোনি
উ: সুনীল গাভাস্কার।
4. নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই?
A. উত্তর প্রদেশ
B. রাজস্থান
C. মহারাষ্ট্র
D. বিহার
উ: রাজস্থান।
5. আমরকন্টক থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি?
A. নর্মদা
B. মাহি
C. সবরমতী
D. তাপি
উ: নর্মদা।
6. কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়?
A. বেলেডোনা
B. সর্পগন্ধা
C. পেনিসিলিয়াম
D. সিঙ্কোনা
উ: সিঙ্কোনা।
7. ‘Bull and Bear’ এই শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত?
A. অর্থনীতি
B. ধর্ম
C. বিচারব্যবস্থা
D. সৈন্যবাহিনী
উ: অর্থনীতি।
8. নাইট্রিক এসিডের রাসায়নিক সংকেত কি?
A. H2SO4
B. HNO3
C. C6H5OH
D. HCL
উ: HNO3
9. নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত?
A. উত্তরপ্রদেশ
B. রাজস্থান
C. মহারাষ্ট্র
D. বিহার
উ: মহারাষ্ট্র।
10. নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম-
A. উত্তরপ্রদেশ
B. রাজস্থান
C. মহারাষ্ট্র
D. বিহার
উ: রাজস্থান।
11. আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত?
A. কান
B. চোখ
C. নাক
D. হৃৎপিন্ড
উ: চোখ।
12.1853 সালে প্রথম রেলপথ নিম্নোক্ত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল?
A. উত্তরপ্রদেশ
B. রাজস্থান
C. মহারাষ্ট্র
D. বিহার
উ: মহারাষ্ট্র।
13. মহাত্মা গান্ধী চম্পারন নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নোক্ত কোন রাজ্যটিতে অবস্থিত ছিল?
A. রাজস্থান
B. মহারাষ্ট্র
C. বিহার
D. উত্তরপ্রদেশ
উ: বিহার।
14. ‘শিশু’ নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ?
A. ক্রান্তীয় চিরহরিৎ
B. লবণাম্বু
C. পার্বত্য
D. ক্রান্তীয় পর্ণমোচী
উ: ক্রান্তীয় পর্ণমোচী।
15. থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত?
A. উত্তরপ্রদেশ
B. মহারাষ্ট্র
C. বিহার
D. রাজস্থান
উ: রাজস্থান।
16. লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবে ফুটবল খেলেন?
A. বার্সেলোনা
B. প্যারিস সাঁ জাঁ
C. জুভেন্তাস
D. রিয়াল মাদ্রিদ
উ: প্যারিস সাঁ জাঁ।
17. মেঘনাদবধ কাব্য কে রচনা করেছিলেন?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. মাইকেল মধুসূদন দত্ত
C. জয় গোস্বামী
D. কবি জসীমউদ্দীন
উ: মাইকেল মধুসূদন দত্ত।
18. অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তাঁর অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
A. অর্থনীতি
B. ধর্ম
C. বিচারব্যবস্থা
D. সেনাবাহিনী
উ: অর্থনীতি।
19. মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত?
A. অর্থনীতি
B. ধর্ম
C. বিচারব্যবস্থা
D. সৈন্যবাহিনী
উ: সৈন্যবাহিনী।
20. কোন শহর ভারতের ম্যাঞ্চেস্টার নামে বিখ্যাত ছিল?
A. সুরাট
B. আমেদাবাদ
C. গান্ধীনগর
D. ভাদোদরা
উ: আমেদাবাদ।
21. নিচের কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোন সীমানা নেই?
A. উত্তরপ্রদেশ
B. রাজস্থান
C. মহারাষ্ট্র
D. বিহার
উ: বিহার।
22. বাংলার আকবর কাকে বলা হয়?
A. প্রতাপাদিত্য
B. ইলিয়াস শাহ
C. হোসেন শাহ
D. শশাঙ্ক
উ: হোসেন শাহ।
23. অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত?
A. বৌদ্ধ
B. হিন্দু
C. ইসলাম
D. জৈন
উ: বৌদ্ধ।
24. ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত?
A. ধর্ম
B. বিচারব্যাবস্থা
C. সৈন্যবাহিনী
D. অর্থনীতি
উ: অর্থনীতি।
অন্যান্য→ মজাদার বাংলা জিকে প্রশ্ন | Interesting Bangla GK Questions | Gk Questions for General Knowledge
→ জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন
25. ভারতের দীর্ঘতম হিমবাহ হল-
A. সিয়াচেন
B. জেমু
C. কোলহাই
D. পিণ্ডারী
উ: সিয়াচেন।
26. আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ-
A. মাউন্ট আবু
B. কাল সুরাই
C. গুরুশিখর
D. দোদাবেতা
উ: গুরুশিখর।
27. হাইড্রোপোনিক্স কথাটি কীসের সাথে যুক্ত?
(A) মাটি ছাড়া গাছের প্রতিপালন
(B) জল
(C) বংশ পরম্পরা
(D) হাইড্রোজেন যুক্ত যৌগ
উ: মাটি ছাড়া গাছের প্রতিপালন।
28. কে ‘খালসা’ প্রবর্তন করেন ?
A. গুরু তেগ বাহাদুর
B. গুরু নানক
C. গুরু গোবিন্দ সিংহ
D. গুরু হরগোবিন্দ
উ: গুরু গোবিন্দ সিংহ।
29. মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়?
(A) বাটা
(B) গ্যাম্বুসিয়া
(C) রুই
(D) দুটি
উ: গ্যাম্বুসিয়া।
30. রাজ্য সরকারের কার্যনির্বাহী প্রধান কে?
A. মুখ্যমন্ত্রী
B. রাজ্যপাল
C. মুখ্যমন্ত্রীর সচিব
D. মুখ্যসচিব
উ: রাজ্যপাল।
31. মানবদেহের কোষে থাকে_____________টি ক্রোমোজোম
A. 44 টি ক্রোমোজোম
B. 46 টি ক্রোমোজোম
C. 48 টি ক্রোমোজোম
D. 23 টি ক্রোমোজোম
উ: 46 টি ক্রোমোজোম।
32. পেনিসিলিন আবিস্কার কে করেন?
(A) এ.ফ্লেমিং
(B) এ.প্যাসকেল
(C) এ.রবার্টস
(D) জি.জোসেফ
উ: এ.ফ্লেমিং।
33.অর্জুন পুরস্কার দেওয়া হয়-
(A) যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য
(B) খেলায় কৃতিত্বের জন্য
(C) তীরন্দাজিতে কৃতিত্বের জন্য
(D) আপাতকালীন উপস্থিতিতে উৎকৃষ্ট পরিষেবার জন্য
উ: খেলায় কৃতিত্বের জন্য।
34. বিখ্যাত বাংলা গান ‘একলা চলো রে’ এর সুরকার হলেন-
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) দেবেন্দ্রনাথ ঠাকুর
(D) সত্যজিৎ রায়
উ: রবীন্দ্রনাথ ঠাকুর।
35. যামিনী রায় হলেন একজন বিখ্যাত –
(A) চিত্রকর
(B) নর্তক
(C) জাদুকর
(D) কার্টুনিস্ট
উ: চিত্রকর।
36. হ্যারি পটার সিরিজের লেখিকা হলেন-
(A) এ কে রাউলিং
(B) জে কে রাউলিং
(C) কে জি রাউলিং রাউলিং
(D) কে কে রাউলিং
উ: জে কে রাউলিং।
37. পুরী রথযাত্রা কোন হিন্দু দেবতার সম্মানে অনুষ্ঠিত হয় –
(A) রাম
(B) শিব
(C) জগন্নাথ
(D) বিষ্ণু
উ: জগন্নাথ।
38. রাওলাট আইন কত সালে প্রণীত হয়?
(A) 1917
(B) 1919
(C) 1921
(D) 1923
উ: 1919 সালে।
39. ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন?
(A) চট্টগ্রাম ষড়যন্ত্র মামলা
(B) কাকোরি ষড়যন্ত্র মামলা
(C) আইন অমান্য আন্দোলন
(D) হোমরুল আন্দোলন
উ: চট্টগ্রাম ষড়যন্ত্র মামলা।
40. দিল্লী সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(A) মহম্মদ ঘোরী
(B) ইলতুৎমিস
(C) কুতুবুদ্দিন আইবক
(D) গিয়াসুদ্দিন বলবন
উ: কুতুবুদ্দিন আইবক।
আপনাদের যদি আমাদের আজকের এই প্রশ্ন উত্তর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনার যদি মনে হয় এর মধ্যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে কিংবা কোন প্রশ্নের উত্তর নিয়ে মনে সংশয় আছে তাহলে সেটি ও কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সংশয় দূর করার এবং ভুল উত্তরটি সংশোধন করার।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো চাকরি সম্পর্কিত নতুন নতুন প্রশ্ন জানতে হলে ফলো করুন আমাদের বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]