ভারতের বিভিন্ন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ও লোকনৃত্য সম্মন্ধিত বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions | GK Questions

Bangla GK

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

বিভিন্ন নৃত্য সম্মন্ধিত বাংলা জিকে প্রশ্ন | GK Questions in Bangla | GK Question

1. কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য?

A. কেরল
B. অন্ধ্রপ্রদেশ
C. তামিলনাড়ু
D. উত্তরপ্রদেশ

উ: অন্ধ্রপ্রদেশ।

2. রাসলীলা কোন রাজ্যের নৃত্য?

A. উত্তরপ্রদেশ
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. কেরল

উ: উত্তরপ্রদেশ।

3. ভাঙড়া কোন রাজ্যের নৃত্য?

A. উত্তরপ্রদেশ
B. তামিলনাড়ু
C. পাঞ্জাব
D. কেরল

উ: পাঞ্জাব।

4. শাস্ত্রীয় নৃত্য ওডিসি কোন রাজ্যের নৃত্য?

A. উড়িষ্যা
B. তামিলনাড়ু
C. পাঞ্জাব
D. কেরল

উ: উড়িষ্যা।

5. ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্য?

A. উড়িষ্যা
B. তামিলনাড়ু
C. পাঞ্জাব
D. গুজরাট

উ: গুজরাট।

6. নিম্নলিখিত কোনটি শাস্ত্রীয় নৃত্য?

A. মনিপুরী
B. গিদ্দা
C. ছাপেলি
D. রাউফ

উ: মনিপুরী।

7. বিহু কোন রাজ্যের নৃত্য?

A. হিমাচলপ্রদেশ
B. অসম
C. মধ্যপ্রদেশ
D. কেরল

উ: অসম।

8. নিম্নলিখিত গিদ্দা নৃত্য কোন রাজ্যের?

A. উড়িষ্যা
B. তামিলনাড়ু
C. পাঞ্জাব
D. কেরল

উ: পাঞ্জাব।

9. নিম্নলিখিত কোনটি সঠিক নয়?

A. গিদ্দা – পাঞ্জাব
B. কাজরি – উত্তরপ্রদেশ
C. ডান্ডিয়া – গুজরাট
D. চারকুলা – ঝাড়খণ্ড

উ: চারকুলা – ঝাড়খণ্ড।

অন্যান্য→ স্পেশাল বাংলা জিকে প্রশ্ন |  বাংলা জিকে |  GK Test | Bangla GK Questions for KP, WBP

→ ভারত সম্পর্কীত কিছু গুুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | Bangla Gk | KP, Railway, SSC, Group D | পার্ট ২

10. ঝুমর কোন রাজ্যের নৃত্য?

A. হিমাচলপ্রদেশ
B. হরিয়ানা
C. মধ্যপ্রদেশ
D. কেরল

উ: হরিয়ানা।

11. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের নৃত্য?

A. রাসলীলা
B. ছৌ
C. ঝোরা
D. দুমহল

উ: ছৌ।

12. পাভরি নৃত্য কোন রাজ্যের?

A. মহারাষ্ট্র
B. অসম
C. মধ্যপ্রদেশ
D. কেরল

উ: মহারাষ্ট্র।

13. ভরতনাট্যম কোন রাজ্যের নৃত্য?

A. কর্ণাটক
B. তামিলনাড়
C. অন্ধ্রপ্রদেশ
D. কেরল

উ: তামিলনাড়।

14. নিম্নলিখিত কোনটি উত্তরভারতের শাস্ত্রীয় নৃত্য?

A. কত্থক
B. কুচিপুড়ি
C. রউফ
D. যক্ষগন

উ: কত্থক।

15. নিম্নলিখিত কোনটি দেবনৃত্য?

A. কত্থক
B. কুচিপুরী
C. রউফ
D. যক্ষগণ

উ: কুচিপুরী।

16. মোহিনীঅট্টম কোন রাজ্যের নৃত্য?

A. কর্ণাটক
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. কেরল

উ: কেরল।

অন্যান্য→ কলকাতা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions for KP Constable Exam 2022 | KP & WBP

→ গুরুত্বপূর্ণ ২৭ টি বাংলা জিকে প্রশ্ন (Bangla Interesting GK) | বাংলা জিকে প্রশ্ন পার্ট ১ | বাংলা সাজেশন

17. সক্ষগণ কোন রাজ্যের নৃত্য?

A. কর্ণাটক
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. কেরল

উ: কর্ণাটক।

18. কাজরি কোন রাজ্যের নৃত্য?

A. উত্তরপ্রদেশ
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. কেরল

উ: উত্তরপ্রদেশ।

19. নিম্নলিখিত কোনটি জম্মু ও কাশ্মীরের নৃত্য?

A. পাইকা
B. গিদ্দা
C. ছাপেলি
D. রাউফ

উ: রাউফ।

20. চাপ্পলি কোন রাজ্যের মনৃত্য?

A. উত্তর প্রদেশ
B. তামিলনাড়ু
C. পাঞ্জাব
D. কেরল

উ: উত্তর প্রদেশ।

21. নিম্নলিখিত ঝাড়খণ্ডের নৃত্য কোনটি?

A. পাইকা
B. গিদ্দা
C. ছাপেলি
D. রাউফ

উ: পাইকা।

22. চারকুলা কোন রাজ্যের নৃত্য?

A. হিমাচলপ্রদেশ
B. অসম
C. মধ্যপ্রদেশ
D. কেরল

উ: মধ্যপ্রদেশ।

23. নিম্নলিখিত কোন নৃত্য রাজস্থান রাজ্যের সঙ্গে যুক্ত?

A. সুঁইসিনি
B. চারকুল
C. পাভরি নাচ
D. মনিপুরী

উ: সুঁইসিনি।

24. ছাপেলি কোন রাজ্যের নৃত্য?

A. হিমাচলপ্রদেশ
B. অসম
C. মধ্যপ্রদেশ
D. কেরল

উ: হিমাচলপ্রদেশ।

25. বুরা কথা কোন রাজ্যের নৃত্য?

A. কর্ণাটক
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. কেরল

উ: অন্ধ্রপ্রদেশ।

আপনাদের যদি আমাদের আজকের এই প্রশ্ন উত্তর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনার যদি মনে হয় এর মধ্যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে কিংবা কোন প্রশ্নের উত্তর নিয়ে মনে সংশয় আছে তাহলে সেটি ও কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সংশয় দূর করার এবং ভুল উত্তরটি সংশোধন করার।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো চাকরি সম্পর্কিত নতুন নতুন প্রশ্ন জানতে হলে ফলো করুন আমাদের বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]

Back to top button