কলকাতা পুলিশের জন্য স্পেশাল বাংলা জিকে প্রশ্ন | Kolkata Police Special Bangla GK Questions

Bangla GK

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

Kolkata Police Special Bangla GK Questions | কলকাতা পুলিশের জন্য স্পেশাল বাংলা জিকে প্রশ্ন

1. কেন্দ্ৰীয় চামড়া গবেষণা প্রতিষ্ঠান (Central Leather Research Institute ) কোথায় অবস্থিত?

(A) চেন্নাই
(B) কলকাতা
(C) আহমেদাবাদ
(D) মুম্বাই

উ: চেন্নাই।

2. ‘রানি কি ভাও’ নির্মাণ করেন কে ?

(A) রানি পদ্মাবতী
(B) রানি উদয়মতী
(C) রানি ভানুমতী
(D) রানি সীতা

উ: রানি উদয়মতী।

3. PETA কথার পুরো অর্থ কী?

(A) Pledge for the Ethical Treatment of Animals
(B) People for the Ethical Treatment of Animals
(C) People Eliminating Trafficking of Animals
(D) Pledge for Eliminating Trafficking of Animals

উ: People for the Ethical Treatment of Animals

4. TIN- এর পুরো অর্থ হল –

(A) Tax Information Network
(B) Tax Information Number
(C) Tax Index Number
(D) Taxpayer Identification Number

উ: Taxpayer Identification Number

5. শ্বেতকণিকা যে কোষ থেকে উৎপন্ন হয় তা হলো

(A) মায়েলোব্লাস্ট
(B) লিম্ফোব্লাস্ট
(C) মনোব্লাস্ট
(D) সবগুলি

উ: মায়েলোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট, মনোব্লাস্ট এই সবগুলি।

6. নিচের কোন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি ওড়িশাতে অবস্থিত ?

(A) পেঞ্চ জাতীয় উদ্যান
(B) দম্পা টাইগার রিজার্ভ
(C) কানহা টাইগার রিজার্ভ
(D) সাতকোশিয়া টাইগার রিজার্ভ

উ: সাতকোশিয়া টাইগার রিজার্ভ।

7. NASA- এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?

(A) নিউইয়র্ক
(B) ওয়াশিংটন ডিসি
(C) ক্যােিলার্নিয়া
(D) লস ভেগাস

উ: ওয়াশিংটন ডিসি।

8. মগধের হর্যঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন-

(A) অজাতশত্রু
(B) অশোক
(C) প্রসেনজিৎ
(D) বিম্বিসার

উ: বিম্বিসার।

অন্যান্য→ ভারতের বিভিন্ন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ও লোকনৃত্য সম্মন্ধিত বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions | GK Questions

→ স্পেশাল বাংলা জিকে প্রশ্ন |  বাংলা জিকে |  GK Test | Bangla GK Questions for KP, WBP

9. একজন গভর্নরকে তার পদ থেকে অপসারণের জন্য রাষ্ট্রপতি কার কাছ থেকে পরামর্শ চান ?

(A) মন্ত্রিপরিষদ
(B) সুপ্রিম কোর্ট
(C) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
(D) কোনোটিই নয়

উ: কোনোটিই নয়।

10. পৃথিবীর মাঝের স্তরটির সাধারণ নাম কী?

(A) ক্রাস্ট (Crust)
(B) ম্যান্টেল (Mantle )
(C) কোর (Core )
(D) CETTET (MOM)

উ: ম্যান্টেল (Mantle )।

11. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স -এর জনক কে ?

(A) ভিন্ট সার্ফ
(B) রে টমিলসন
(C) টিম বার্নাস লি
(D) জন ম্যাকার্থি

উ: জন ম্যাকার্থি।

12. মানবদেহের কোন অঙ্গ প্রধানত খাদ্যের পাচন ও শোষণ করে ?

(A) পাকস্থলী
(B) যকৃৎ
(C) কোলন
(D) ক্ষুদ্রান্ত্র

উ: ক্ষুদ্রান্ত্র।

13. গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল ?

(A) ১৯১৩
(B) ১৯১৮
(C) ১৯২১
(D) ১৯১৫

উ: ১৯১৩ সালে।

14. নিম্নলিখিত কে মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেছেন?

(A) জন মার্শাল
(B) জেমস প্রিন্সেপ
(C) আল্টিবোল্ড কার্লাইল
(D) আর ডি ব্যানার্জি

উ: আর ডি ব্যানার্জি।

15. প্রতি বছর বিশ্ব যক্ষ্মা দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ফেব্রুয়ারী ৪
(B) মার্চ ২৪
(C) মার্চ ২১
(D) মার্চ ২৭

উ: মার্চ ২৪।

অন্যান্য→ IIFA Awards Bangla GK | Bangla GK | Film Awards 2022 | Current Affairs 2022

16. বাতাসে কোন গ্যাসের জন্য পিতলের রং খারাপ হয়ে যায়?

(A) অক্সিজেন
(B) নাইট্রোজেন
(C) হাইড্রোজেন সালফাইড
(D) কার্বন

উ: হাইড্রোজেন সালফাইড।

17. পিত্ত ( Bile ) উৎপন্ন হয় কোথা থেকে?

(A) লিভার
(B) অগ্ন্যাশয়
(C) থাইরয়েড গ্রন্থি
(D) শুক্রাশয়

উ: লিভার।

18. ২০২৩ সালে মহিলাদের ফিফা ফুটবল বিশ্বকাপ (Senior) কোন দেশে অনুষ্ঠিত হবে?

(A) ভারত
(B) অস্ট্রেলিয়া ও নিজিল্যান্ড
(C) রাশিয়া
(D) আর্জেন্টিনা ও বলিভিয়া

উ: অস্ট্রেলিয়া ও নিজিল্যান্ড।

19. নিচের কোন নদীকে ‘বাংলার দুঃখ’ বলা হয় ?

(A) হুগলী
(B) দামোদর
(C) সুবর্ণরেখা
(D) মহানন্দা

উ: দামোদর।

20. কিতাব-উল-হিন্দ নামক বিখ্যাত বইটি কার লেখা ?

(A) ফিরদৌসী
(B) আবুল ফজল
(C) আমির খসরু,
(D) আল-বিরুনি

উ: আল-বিরুনি।

আপনাদের যদি আমাদের আজকের এই প্রশ্ন উত্তর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনার যদি মনে হয় এর মধ্যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে কিংবা কোন প্রশ্নের উত্তর নিয়ে মনে সংশয় আছে তাহলে সেটি ও কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সংশয় দূর করার এবং ভুল উত্তরটি সংশোধন করার।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো চাকরি সম্পর্কিত নতুন নতুন প্রশ্ন জানতে হলে ফলো করুন আমাদের বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]

Back to top button