Bengali GK questions | Father of different things in Bengali | WBP, WBP Main, Lady constable Exam 2022

Father of different things Bengali gk

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের Bengali GK টপিক বিভিন্ন বিষয়ের জনক নিয়ে যেমন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ঠিক তেমনই অনেক অনেক বিষয়ের জনক অনেক অনেক মানুষ হয়ে থাকে এবং সেগুলি নিয়ে আজ আমাদের এই ব্লগ পোস্ট।

অন্যান্য:- 20 Geography Important GK in Bengali | ২০টি ভূগোল বিষয়ক গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন | WBP, Railway Group D

তো আশা করছি আপনাদের এই ব্লগ পোস্ট বিভিন্নভাবে আপনাদের সাহায্য করবে এবং বিভিন্ন ডাব্লু বিপি মেইন এক্সাম আপনাদের এটা সাহায্য করবে। নিচে আমরা 42 টি ভিন্ন বিষয়ের জনক এর প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হলাম।

Father of different things Bengali gk questions |  বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর |

1. অর্থনীতির জনক কাকে বলে ?

A. অ্যাডাম স্মিথ
B. সুশ্রুত
C. হিপােক্রেটাস
D. চার্লস ব্যাবেজ

উঃ অর্থনীতির জনক হলন অ্যাডাম স্মিথ।

2. রেলওয়ের জনক কে ?

A. ল্যাভয়সিয়ের
B. লুই পাস্তুর
C. জর্জ স্টিফেনসন
D. মেন্ডেল

উঃ রেলওয়ের জনক হলন জর্জ স্টিফেনসন।

3. রসায়নের জনক কে ?

A. এডওয়ার্ড জেনার
B. ল্যাভয়সিয়ের
C. সুশ্রুত
D. ল্যান্ডস্টাইনার

উঃ রসায়নের জনক হলন ল্যাভয়সিয়ের।

4. ইংরেজি কাব্যের জনক কাকে বলে ?

A. জিওফ্রে চসার
B. ব্রহ্মপুত্র
C. কার্ল রিটার
D. হিপাকার্স

উঃ ইংরেজি কাব্যের জনক হলেন জিওফ্রে চসার।

5. বাংলা গদ্যের জনক কে ?

A. নন্দলাল বসু
B. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
C. হােমি জাহাঙ্গীর ভাবা
D. এরাটোস্থিনিস

উঃ বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

6. কম্পিউটারের জনক কাকে বলে ?

A. চার্লস ব্যাবেজ
B. বিক্রম সারাভাই
C. মাইকেল ফ্যারাডে
D. কোনােটিই নয়

উঃ কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ।

7. টিকাকরনের জনক কে ?

A. হােমি জাহাঙ্গীর ভাবা
B. লুই পাস্তুর
C. এডওয়ার্ড জেনার
D. কোনােটিই নয়

উঃ টিকাকরনের জনক হলেন এডওয়ার্ড জেনার।

8. চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলে ?

A. হিপােক্রেতাস
B. সুশ্রুত
C. হােমি জাহাঙ্গীর ভাবা
D. কোনােটিই নয়

উঃ চিকিৎসা শাস্ত্রের জনক হলেন হিপােক্রেতাস।

9. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলে ?

A. দাদাসাহেব ফালকে
B. কার্ল রিটার
C. ভিন্ট সার্ফ
D. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

উঃ ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন দাদাসাহেব ফালকে।

10. ভারতীয় নবজাগরণের জনক কে ?

A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. রাজা রামমােহন রায়
C. দাদাভাই নওরােজি
D. কোনােটিই নয়

উঃ ভারতীয় নবজাগরণের জনক হলেন রাজা রামমােহন রায়।

11. আধুনিক ভূগােলের জনক কাকে বলে ?

A. কার্ল রিটার
B. রেলফ বেয়ার
C. ইউক্লিড
D. হিপাকার্স

উঃ আধুনিক ভূগােলের জনক হলেন কার্ল রিটার।

12. ইতিহাসের জনক কাকে বলে ?

A. জর্জ স্টিফেনসন
B. জিওফ্রে চসার
C. হেরাডোটাস
D. ডিওফেনটাস

উঃ ইতিহাসের জনক হলেন হেরাডোটাস।

13. উপন্যাসের জনক কাকে বলে ?

A. জিওভান্নি বােকাচ্চিও
B. সুশ্রুত
C. মধুসূদন দত্ত
D. কোনােটিই নয়

উঃ উপন্যাসের জনক হলেন জিওভান্নি বােকাচ্চিও।

14. জ্যামিতির জনক কে ?

A. বিক্রম সারাভাই
B. আব্দুল কালাম
C. ইউক্লিড
D. ব্রহ্মপুত্র

উঃ জ্যামিতির জনক হলেন ইউক্লিড।

15. মহাকাশ প্রােগ্রামের জনক কে ?

A. বিক্রম সারাভাই
B. ইউক্লিড
C. হিপাকার্স
D. কোনােটিই নয়

উঃ মহাকাশ প্রােগ্রামের জনক হলেন বিক্রম সারাভাই।

16. ইন্টারনেটের জনক কে ?

A. রেলফ বেয়ার
B. স্যামুয়েল হ্যানিম্যান
C. ডিমিটি মেন্ডেলিভ
D. ভিন্ট সার্ফ

উঃ ইন্টারনেটের জনক হলেন ভিন্ট সার্ফ।

17. পারমাণবিক বােমার জনক কে ?

A. হােমি ভাবা
B. রবার্ট ওপেন হাইমার
C. হিপােক্রেটাস
D. কোনােটিই নয়

উঃ পারমাণবিক বােমার জনক হলেন রবার্ট ওপেন হাইমার।

18. ভারতীয় জাতির জনক কে ?

A. মহাত্মা গান্ধী
B. নজরুল
C. সুভাসচন্দ্র বসু
D. ক্ষুদিরাম বসু

উঃ ভারতীয় জাতির জনক হলেন মহাত্মা গান্ধী।

19. কমেডির জনক কাকে বলে ?

A. কার্ল রিটার
B. ল্যাভয়সিয়ের
C. এরিস্টোফেন্স
D. কোনােটিই নয়

উঃ কমেডির জনক হলেন এরিস্টোফেন্স।

20. টেলিফোনের জনক কাকে বলে ?

A. আলেকজান্ডার গ্রাহাম বেল
B. চার্লস ব্যাবেজ
C. ডিওফেনটাস
D. গ্যালিলিও গ্যালিলি

উঃ টেলিফোনের জনক হলেন আলেকজান্ডার গ্রাহাম বেল।

21. ভারতীয় অর্থনীতি ও রাজনীতির জনক কাকে বলে ?

A. হিরােডােটাস
B. জিওভান্নি বােকাচ্চিও
C. দাদাভাই নওরােজি
D. কোনােটিই নয়

উঃ ভারতীয় অর্থনীতি ও রাজনীতির জনক হলেন দাদাভাই নওরােজি।

22. কম্পিউটার এর জনক কে ?

A. সুশ্রুত
B. আর্কিমিডিস
C. চার্লস ব্যাবেজ
D. ফ্রাঙ্কলিন

উঃ কম্পিউটার এর জনক হলেন চার্লস ব্যাবেজ।

23. ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক কাকে বলে ?

A. হােমি জাহাঙ্গীর ভাবা
B. জর্জ স্টিফেনসন
C. এডাম স্মিথ
D. কোনােটিই নয়

উঃ ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক হলেন হােমি জাহাঙ্গীর ভাবা।

24. জিন তত্ত্বের জনক কে ?

A. ইউক্লিড
B. ভিন্ট সার্ফ
C. গ্রেগর জোহান মেন্ডেল
D. কোনােটিই নয়

উঃ জিন তত্ত্বের জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল।

25. এরিস্টটল কিসের জনক ?

A. গণিত
B. ভুগােল
C. রাষ্ট্রবিজ্ঞান
D. পাটিগণিত

উঃ এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞান এর জনক।

26. ড.এপিজে আব্দুল কালাম কিসের জনক ?

A. ভুগােল
B. ইতিহাস
C. মিশাইল
D. প্রােগ্রাম

উঃ ড.এপিজে আব্দুল কালাম মিশাইল এর জনক।

27. বীজগণিতের জনক কে ?

A. গ্যালিলিও গ্যালিলি
B. ডিওফেন্টাস
C. মাইকেল ফারাডে
D. কোনােটিই নয়

উঃ বীজগণিতের জনক হলেন ডিওফেন্টাস।

28. আধুনিক রসায়ন শাস্ত্রের জনক কে ?

A. রেলফ বেয়ার
B. বেঞ্জামিন
C. এন্টনি ল্যাভয়সিয়ের
D. কোনােটিই নয়

উঃ আধুনিক রসায়ন শাস্ত্রের জনক হলেন এন্টনি ল্যাভয়সিয়ের।

29. ভিডিও গেমসের জনক কাকে বলে ?

A. রালফ বেয়ার
B. হিপােক্রেটাস
C. আইনস্টাইন
D. গ্রাহাম বেল

উঃ ভিডিও গেমসের জনক রালফ বেয়ারকে বলে।

30. ভারতীয় চিত্রশিল্পের জনক কাকে বলে ?

A. ওপেন হাইমার
B. জর্জ স্টিফেনসন
C. নন্দলাল বসু
D. কোনােটিই নয়

উঃ ভারতীয় চিত্রশিল্পের জনক হলেন নন্দলাল বসু।

31. শল্য চিকিৎসার জনক কে ?

A. হিরােডটাস
B. জিওফ্রে চসার
C. সুশ্রুত
D. কোনােটিই নয়

উঃ শল্য চিকিৎসার জনক হলেন সুশ্রুত।

32. আধুনিক অনুজীববিদ্যার জনক কে ?

A. ব্রহ্মপুত্র
B. মাইকেল ফ্যারাডে
C. গ্রেগর জোহান মেন্ডেল
D. লুই পাস্তুর

উঃ আধুনিক অনুজীববিদ্যার জনক হলেন লুই পাস্তুর।

33. এরাটোস্থেনিস কিসের জনক ?

A. ইতিহাস
B. বিজ্ঞান
C. ভুগােল
D. দার্শনিক

উঃ এরাটোস্থেনিস ভুগােল এর জনক।

34. আধুনিক পদার্থ বিদ্যার জনক কে ?

A. আলবার্ট আইনস্টাইন
B. স্টিফেনসন
C. এরিস্টটল
D. এডাম স্মিথ

উঃ আধুনিক পদার্থ বিদ্যার জনক হলেন আলবার্ট আইনস্টাইন।

35. রক্তের শ্রেণীবিভাগের জনক কে ?

A. ল্যান্ডস্টেইনার
B. ডিমিট্রি মেন্ডেলিভ
C. হ্যানিম্যান
D. কোনােটিই নয়

উঃ রক্তের শ্রেণীবিভাগের জনক হলেন ল্যান্ডস্টেইনার।

36. স্যামুয়েল হ্যানিম্যানকে কিসের জনক বলা হয় ?

A. পদার্থবিদ্য
B. পরমাণু প্রােগ্রাম
C. হােমিওপ্যাথি
D. কোনােটিই নয়

উঃ স্যামুয়েল হ্যানিম্যানকে হােমিওপ্যাথি এর জনক বলা হয়।

37. গ্যালিলিও গ্যালিলিকে কিসের জনক বলা হয় ?

A. পদার্থবিদ্য
B. জ্যোতির্বিজ্ঞানী
C. হােমিওপ্যাথি
D. কোনােটিই নয়

উঃ গ্যালিলিও গ্যালিলিকে হােমিওপ্যাথি এর জনক বলা হয়।

38. ত্রিকোনােমিতির জনক কে ?

A. হিপাকার্স
B. মেন্ডেলিভ
C. ইউক্লিড
D. ভিন্টসার্ফ

উঃ ত্রিকোনােমিতির জনক হলেন হিপাকার্স।

39. গণিতশাস্ত্রের জনক কাকে বলে ?

A. হিপাকার্স
B. ইউক্লিড
C. ডিওফেনটাস
D. আর্কিমিডিস

উঃ গণিতশাস্ত্রের জনক আর্কিমিডিসকে বলে।

40. পাটিগণিত এর জনক কে ?

A. ব্রহ্মপুত্র
B. আর্কিমিডিস
C. হিপাকার্স
D. ইউক্লিড

উঃ পাটিগণিত এর জনক হলেন ব্রহ্মপুত্র।

41. ইলেকট্রনিক্স এর জনক কাকে বলে ?

A. মাইকেল ফ্যারাডে
B. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
C. হ্যানিম্যান
D. কোনােটিই নয়

উঃ ইলেকট্রনিক্স এর জনক মাইকেল ফ্যারাডেকে বলে।

42. প্রাণীবিদার জনক কে?

A. জিওফ্রে চসার
B. আইনস্টাইন
C. এরিস্টটল
D. সুশ্রু

উঃ প্রাণীবিদার জনক হলেন এরিস্টটল।

[su_note note_color=”#e2e2e0″ text_color=”#0e0e0d” radius=”0″]আমরা আশা করছি আমাদের এই বিভিন্ন বিষয়ের জনক নিয়ে প্রশ্ন এবং উত্তর আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যদি এই প্রশ্ন এবং উত্তর সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে জানান। এবং আপনাদের যদি এই প্রশ্নগুলির মধ্যে কোন একটি প্রশ্নের উত্তর যদি মনে হয় যে ভুল তাহলে সঠিক উত্তরটি আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যদি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মনে সংশয় দেখা দেয় তাহলে সেটিও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।[/su_note]

Back to top button