রাষ্ট্রপতি সমন্ধিত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন | ২৫+ রাষ্ট্রপ্রতি সম্পর্কে প্রশ্ন উত্তর
ভারতের রাষ্ট্রপতি সমন্ধীত বাংলা জিকে | Bangla GK About Our President
ভারতের রাষ্ট্রপতি সমন্ধীত বাংলা জিকে | Bangla GK About Our President
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।
1. ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
a) সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
by রাজেন্দ্র প্রসাদ
c) প্রতিভা পার্টিল
d) জাকির হোসেন
উ: রাজেন্দ্র প্রসাদ।
2. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী?
a) দ্রৌপদী মুর্মু
b) ইন্দিরা গান্ধী
c) প্রতিভা পার্টিল
d) সোনিয়া গান্ধী
উ: প্রতিভা পার্টিল।
3. ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতির নাম কী?
১) দ্রৌপদী মুর্মু
b) ইন্দিরা গান্ধী
c) প্রতিভা পার্টিল
d) সোনিয়া গান্ধী
উ: দ্রৌপদী মুর্মু।
4. কোন দেশ থেকে ভারতের রাষ্ট্রপতির অভিশংসনের (Impeachment ) পদ্ধতি গৃহীত হয়?
a) আমেরিকা
b) যুক্তরাজ্য
c) রাশিয়া
d) ফ্রান্স
উ: আমেরিকা।
5. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কী?
a) হামিদ আনসারি
b) ফখরুদ্দিন আলি আহমেদ
e) জাকির হোসেন
d) কোনোটিই নয়
উ: জাকির হোসেন।
অন্যান্য→ স্পেশাল বাংলা জিকে প্রশ্ন | বাংলা জিকে | GK Test | Bangla GK Questions for KP, WBP
6. ভারতের দ্বিতীয় মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন?
a) হামিদ আনসারি
b) ফখরুদ্দিন আলি আহমেদ
c) জাকির হোসেন
d) কোনোটিই নয়
উ: ফখরুদ্দিন আলি আহমেদ।
7. ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি কে?
a) দ্রৌপদী মুর্মু
b) ইন্দিরা গান্ধী
c) প্রতিভা পার্টিল
d) সোনিয়া গান্ধী
উ: দ্রৌপদী মুর্মু।
8. ভারতের 14 তম রাষ্ট্রপতির নাম কী?
a) দ্রৌপদী মুর্মু
by রামনাথ কোবিন্দ
c) প্রতিভা পার্টিল
d) প্রণব মুখার্জি
উ: রামনাথ কোবিন্দ।
9. ভারতের 15 তম রাষ্ট্রপতির নাম কী?
a) দ্রৌপদী মুর্মু
b) রামনাথ কোবিন্দ
c) প্রতিভা পার্টিল
d) প্রণব মুখার্জি
উ: দ্রৌপদী মুর্মু।
10. ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির নাম কী?
a) সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
b) রাজেন্দ্র প্রসাদ
c) প্রতিভা পার্টিল
d) জাকির হোসেন
উ: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।
11. ভারতের রাষ্ট্রপতি কবে শপথ গ্রহণ করেন?
a) 26 জুলাই
b) 23 জুলাই
c) 24 জুলাই
d) 25 জুলাই
উ: 25 জুলাই।
12. ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন?
a) জাকির হোসেন
b) ভিভি গীরি
c) মোহাম্মদ হিদায়াতুল্লাহ
d) ফাত্ৰুদ্দিন আলি আহ্মেদ
উ: ভিভি গীরি।
13. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
a) রাজেন্দ্র প্রসাদ
b) জাকির হোসেন
c) সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
d) কেউই নন
উ: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।
14. কে সবচেয়ে বেশি সময় ধরে ভারতের রাষ্ট্রপতি ছিলেন?
a) প্রণব মুখার্জি
b) রাজেন্দ্র প্রসাদ
c) এপিজে আবদুল কালাম
d) সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
উ: রাজেন্দ্র প্রসাদ।
15. ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কী?
a) ভেঙ্কাইয়া নাইডু
b) গোপাল স্বরূপ পাঠক
c) হামিদ আনসারি
d) কেউই নন
উ: ভেঙ্কাইয়া নাইডু।
16. ভারতের প্রথম রাষ্ট্রপতি কবে শপথ গ্রহণ করেছিলেন?
a) 26 জানুয়ারি 1952
b) 26 জানুয়ারি 1949
c) 26 জানুয়ারি 1950
d) 15 আগস্ট 1947
উ: 26 জানুয়ারি 1950।
17. প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?
a) 2008
b) 2011
c) 2019
d) 2013
উ: 2019 সালে।
18. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীর সর্বনিম্ন বয়স কত?
a) 20 বছর
b) 25 বছর
c) 30 বছর
d) 35 বছর
উ: 35 বছর।
19. ভারতের রাষ্ট্রপতি কতবার পুনরায় নির্বাচিত হতে পারেন?
a) একবার
b) দুইবার
e) যেকোনো সংখ্যক বার
d) পাঁচবার
উ: যেকোনো সংখ্যক বার।
20. ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা?
a) সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি
b) ভারতের প্রধানমন্ত্রী
c) ভারতের রাষ্ট্রপতি
d) সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিরা
উ: ভারতের রাষ্ট্রপতি।
21. কে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার?
a) প্রধানমন্ত্রী
b) রাষ্ট্রপতি
c) প্রধান বিচারপতি
d) লোকসভা ও রাজ্যসভার সদস্য
উ: রাষ্ট্রপতি।
22. ভারতের পারমাণবিক কমান্ড কে নিয়ন্ত্রণ করেন?
(a) প্রধানমন্ত্রী
b) রাষ্ট্রপতি
c) প্রধান বিচারপতি
d) লোকসভা ও রাজ্যসভার সদস্য
উ: প্রধানমন্ত্রী।
23. প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কত সালে?
a) 1962
b) 1967
c) 1971
d) 1975
উ: 1962 সালে।
24. ভারতের রাষ্ট্রপতির বর্তমান বেতন কত?
a) 2 লক্ষ
b) 3 লক্ষ
c) 5 লক্ষ
d) 7 লক্ষ
উ: 5 লক্ষ।
25. ভারতের প্রথম নাগরিক কে?
a) রাষ্ট্রপতি
b) আইনসভার সদস্য
c) প্রধানমন্ত্রী
d) উপরাষ্ট্রপতি
উ: রাষ্ট্রপতি।
26. এখন পর্যন্ত কতজন প্রাক্তন রাষ্ট্রপতিকে “ভারতরত্ন” সম্মান দেওয়া হয়েছে?
a) 5
b) 6
c) 7
d) 4
উ: 6 জন।
বন্ধুরা তোমাদের যদি আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে এবং কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। যাতে আমরা তোমাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তরটা ঠিক করার চেষ্টা করতে পারি।
[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এরকম আরো নতুন নতুন প্রশ্ন পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]