20 Geography Important GK in Bengali | ২০টি ভূগোল বিষয়ক গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন | WBP, Railway Group D

হ্যালো ফ্রেন্ডস আবারও আপনাদের সকলকে বাংলা সাজেশন সাইটে স্বাগত জানাই। আজ আমাদের সাইটের এই পোস্টে আলোচনা করব ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ GK প্রশ্ন এবং উত্তর নিয়ে। যে প্রশ্ন এবং উত্তর গুলি হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন এবং অনেকে জানেন না তো আপনারা জানেন যারা জানেন না সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমাদের এই আজকের এই লেখা।

Geography gk in Bengali

আশা করছি আমাদের আজকের এই লেখা টি আপনাদের অনেক ভাবে উপকার করবে এবং আপনাদের ভূগোলের নলেজকে আরো দ্বিগুণ করতে সাহায্য করবে এবং WBP, KP, Railway Group D, PSC, WBCS প্রভৃতি পরীক্ষাতে আপনাদেরকে অনেক সাহায্য করবে। তো চলুন আজকে আমাদের এই লেখাটি শুরু করা যাক। তো নিচে ভূগোলের গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হলো।

20 Important Geography Related GK Questions 2022 | ভূগোল বিষয়ক গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন

1. ভারতের সবচেয়ে বৃহত্তম বক্সাইট উৎপাদক রাজ্য কোনটি?

A. গুজরাট
B. রাজস্থান
C. ওড়িশা
D. মধ্যপ্রদেশ

উঃ ভারতের সবচেয়ে বৃহত্তম বক্সাইট উৎপাদক রাজ্য হল ওড়িশা।

2. দামােদর ঘাঁটি পরিযােজনা কোন প্রদেশে অবস্থিত?

A. ঝাড়খণ্ড
B. ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ
C. ঝাড়খণ্ড ও ওড়িশ
D. কোনােটিই নয়

উঃ দামােদর ঘাঁটি পরিযােজনা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ অবস্থিত।

3. ভারতের সবচেয়ে বড় কফি উৎপাদক রাজ্য কোনটি?

A. তামিলনাড়ু
B. অন্ধপ্রদেশ
C. কর্ণাটক
D. কেরল

উঃ ভারতের সবচেয়ে বড় কফি উৎপাদক রাজ্য হল কর্ণাটক।

4. কোন স্টিল প্ল্যান্টকে ভারতের প্রথম স্বদেশি স্টিল প্ল্যান্ট বলা হয়?

A. টিসকো
B. ইস্কো
C. বােকারাে স্টিল প্ল্যান্ট
D. কোনােটিই নয়

উঃ বােকারাে স্টিল প্ল্যান্টকে ভারতের প্রথম স্বদেশি স্টিল প্ল্যান্ট বলা হয়।

5. বিশ্বে সর্বাধিক থােরিয়ামের ভাণ্ডার কোন দেশে অবস্থিত?

A. ভারত
B. চীন
C. আমেরিকা
D. রুশ

উঃ বিশ্বে সর্বাধিক থােরিয়ামের ভাণ্ডার ভারতে অবস্থিত।

6. গম উৎপাদনে কোন রাজ্য প্রথম?

A. পশ্চিমবঙ্গ
B. অসম
C. কর্ণাটক
D. উত্তরপ্রদেশ

উঃ গম উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম।

7. গ্র্যান্ড ট্রাঙ্ক রােড কোন দেশে হয়ে যায়?

A. ভারত ও বাংলাদেশ
B. ভারত ও পাকিস্তান
C. বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান
D. ভারত ও ভুটান

উঃ গ্র্যান্ড ট্রাঙ্ক রােড বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান হয়ে যায়।

8. বাবা বুদানগিরি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

A. অন্ধ্রপ্রদেশ
B. তামিলনাড়ু
C. কর্ণাটক
D. গুজরাট

উঃ বাবা বুদানগিরি পাহাড় কর্ণাটকে অবস্থিত।

9. ক্যাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

A. ছত্রিশগড়
B. ঝাড়খণ্ড
C. ওড়িশা
D. পশ্চিমবঙ্গ

উঃ ক্যাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান ছত্রিশগড়ে অবস্থিত।

10. বিশ্বের সবচেয়ে দ্রুত বয়ে যাওয়া মহাসাগরীয় জলধারা কোনটি?

A. কুরাইল জলধারা
B. লেব্রোডাের জলধারা
C. গল্ক স্ট্রিম জলধারা
D. কোনােটিই নয়

উঃ বিশ্বের সবচেয়ে দ্রুত বয়ে যাওয়া মহাসাগরীয় জলধারা হল গল্ক স্ট্রিম জলধারা।

11. ভূমধ্যসাগরকে লােহিত মহাসাগরের সাথে কোন খাল যুক্ত করে?

A. পানামা খাল
B. সুয়েজ খাল
C. কেল খাল
D. গ্র্যান্ড খাল

উঃ ভূমধ্যসাগরকে লােহিত মহাসাগরের সাথে সুয়েজ খাল যুক্ত করে।

12. কোন প্রণালী ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগর এর সাথে যুক্ত করেছে?

A. জিব্রাল্টার প্রণালী
B. ডােভার প্রণালী
C. কোরিয়া প্রণালী
D. কোনােটিই নয়

উঃ জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগর এর সাথে যুক্ত করেছে।

13. নিম্নলিখিত আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত কোনটি?

A. মাউন্ট কিলিমাঞ্জারাে
B. মাউন্ট কেনিয়া
C. ম্যাকিনলি পর্বত
D. কোনােটিই নয়

উঃ মাউন্ট কিলিমাঞ্জারাে হল আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত।

14. কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?

A. নরওয়ে
B. সুইডেন
C. ফিনল্যান্ড
D. এস্তোনিয়া

উঃ ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়।

15. র্বিশ্বের সর্বাধিক আগ্নেয়গিরি কোন মহাসাগরে অবস্থিত?

A. প্রশান্ত মহাসাগর
B. আটলান্টিক মহাসাগর
C. হিন্দু মহাসাগর
D. আর্কটিক মহাসাগর

উঃ বিশ্বের সর্বাধিক আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

16. বিশ্বের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি কোনটি?

A. কোটোপ্যাক্সি (ইকুয়েডর)
B. ব্যারন
C. নারকোডােম
D. কোনােটিই নয়

উঃ বিশ্বের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি হল কোটোপ্যাক্সি (ইকুয়েডর)।

17.ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?

A. কোটোপ্যাক্সি
B. ব্যারন আগ্নেয়গিরি
C. নারকোডােম
D. কোনােটিই নয়

উঃ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল ব্যারন আগ্নেয়গিরি।

18. জাতীয় বীজ অনুসন্ধান এবং প্রশিক্ষণ কেন্দ্র কোন স্থানে অবস্থিত?

A. লখনৌ
B. পুনে।
C. বারাণসী
D. ভূপাল

উঃ জাতীয় বীজ অনুসন্ধান এবং প্রশিক্ষণ কেন্দ্র বারাণসীতে অবস্থিত।

19. U আকৃতির উপত্যকা কোথায় দেখা যায়?

A. পাথর উপত্যকায়
B. হিমবাহ উপত্যকায়
C. পরিপক্ক উপত্যকায়
D. কোনােটিই নয়

উঃ U আকৃতির উপত্যকা হিমবাহ উপত্যকায় দেখা যায়।

20. বিশ্বের সবচেয়ে শুষ্কতম মরুভূমি কোনটি?

A. আটাকামা মরুভূমি
8. সাহারা মরুভূমি
C. থর মরুভূমি
D. কোনােটিই নয়

উঃ বিশ্বের সবচেয়ে শুষ্কতম মরুভূমি হল আটাকামা মরুভূমি।

[su_note note_color=”#e2e2e0″ text_color=”#0e0e0d” radius=”0″]যদি আমাদের আজকের এই লেখা টি আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে আপনার অবশ্যই এ নিচে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দেবেন। আপনাদের একটি ছোট্ট কমেন্ট আমাদের লেখার উৎসাহটা আরো বাড়িয়ে দেয়।[/su_note]

আমাদের আজকের এই লেখাতে যদি আপনার মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে কিংবা আপনার মনে সংশয় রয়েছে কোন প্রশ্নের উত্তর নিয়ে তাহলে সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা যথাযথ চেষ্টা করব ভুল প্রশ্নের উত্তরটি কে ঠিক করার এবং আপনাদের মনে সংশয় দূর করার।

Back to top button