পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে অষ্টম শ্রেণী পাশে চাকরি | বেতন ১২০০০ টাকা | অষ্টম শ্রেণী পাশে চাকরি

মাধ্যমিক পাশে চাকরির সুযোগ - ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে

8 pass jobs

নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের এই পোস্টে। যেখানে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। আজকের এই পোস্টে খাদ্য ভবনে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে।

পশ্চিমবঙ্গের 23টি জেলার যেকোনো চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবে আর এখানে আবেদন জানতে গেলে তোমাদের কোনো প্রকারের আবেদন ফিসের প্রয়োজন নেই। তোমাদের জন্য আরেকটি সুখবর হল এখানে চাকরির জন্যে আবেদন জানতে তোমাদের কোনো প্রকারের অভিজ্ঞতার প্রয়োজন নেই। 23 টি জেলার যেকোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে এখানে কোনো রকমের আবেদন ফিস ছাড়াই আবেদন জানতে পারবে।

তো অবশ্যই আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়বে। জানিয়ে দেব এই বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেমন কি কি ডকুমেন্টস লাগবে, শূন্যপদ কত রয়েছে, বেতন পরিকাঠামো কি রয়েছে, আবেদন কবে থেকে শুরু, আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি সমস্ত রকমের গুরুত্বপুর্ণ আপডেট জানিয়ে দেব। অবশ্যই এই পোস্টটি শেষ পর্যন্ত পড়বে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।

চাকরির আপডেট:- ITBP Recruitment 2022: বর্ডার পুলিশ ফোর্সের এর তরফ থেকে জারি হলো নতুন চাকরীর বিজ্ঞপ্তি, বেতন রয়েছে 1 লক্ষ টাকা প্রতি মাসে

আর এই ধরনের সরকারি চাকরির আপডেট সরাসরি পেতে আমাদের বাংলা সাজেশন ক্লাবের নোটিফিকেশন অবশ্যই Allow করে নেবে।

এবার সরাসরি আলোচনা করে নেব অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে তা নিয়ে। তাহলে চলুন প্রথম আলোচনা করেনি কি কি পোস্ট রয়েছে এবং সেই পোস্ট কি কি ভ্যাকেন্সি রয়েছে।

নতুন আপডেট:- হাইকোর্টে গ্রুপ সি, ডি পদে কর্মী নিয়োগ | বেতন ১৪৭০০ টাকা | ছেলে ও মেয়ে উভয়েই আবেদনযোগ্য

#১ পোষ্টের নাম:- Production Assistant

 

শূন্যপদ:- 2

এলিজিবিলিটি:- Class 8 Pass

এক্সপেরিয়েন্স:- NA

বেতন:- 84000/Annually

#২ পোষ্টের নাম:- Filing Manager

 

শূন্যপদ:- 1

এলিজিবিলিটি:- Class 10th Pass

এক্সপেরিয়েন্স:- NA

বেতন:- 96000/Annually

অন্যান্য বিজ্ঞপ্তি:- টাটা স্টিল ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট ২০২২ | ১৭, ৫০০ বেতনের টাটা স্টিলের নতুন চাকরির বিজ্ঞপ্তি

#৩ পোষ্টের নাম:- Accounts Manager

 

শূন্যপদ:- 1

এলিজিবিলিটি:- BA Pass

এক্সপেরিয়েন্স:- 1 Year

বেতন:- 144000/Annually

(নোট: তোমাদের বেতন কিন্তু বার্ষিক হিসেবে দেওয়া রয়েছে। যদি প্রতি মাসের স্যালারী বের করতে চাও তোমরা অবশ্যই ১২ দিয়ে ডিভাইড করে নেবে।)

অন্যান্য বিজ্ঞপ্তি:- কেন্দ্রীয় হাসপাতালে কর্মী নিয়োগ | মাধ্যমিক পাশে চাকরি | বেতন 18000 থেকে শুরু

এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ‘Foodies Agro’ – A Food Processing Unit নামক একটি বেসরকারি কোম্পানির তরফ থেকে। পশ্চিমবঙ্গের যে কোন ছেলে ও মেয়ে কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু তোমাদের মুর্শিদাবাদ জেলা থেকে প্রকাশ করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে ও মেয়ে এখানে আবেদন চালাতে পারবে।

ফুডিজ অগ্রো” কোম্পানি কিন্তু সম্পূর্ণ স্থায়ী সংস্থা এবং ভীষণ বড় একটি কোম্পানি যেখানে কিন্তু এই তিনটি পোস্টের জন্য কর্মী রিক্রুট করা হচ্ছে।

এখানে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া খুবই সহজ রয়েছে অর্থাৎ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়া রয়েছে। তোমরা তোমাদের নিজস্ব বায়োডাটা এবং তার সাথে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী রিলেটেড ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলের মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। তাদেরকে ভালোভাবে নিজেদের বায়োডাটা পাঠানো হয়ে গেলে কিন্তু তোমার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

বিজ্ঞপ্তিতে কিন্তু তোমাদের এই আবেদনের শেষ তারিখ ও দেওয়া রয়েছে যার পরে কিন্তু তোমরা আর এখানে আবেদন জানাতে পারবে না। 28 জুলাই 2022 তারিখের পরে কিন্তু তোমরা এখানে আবেদন জানাতে পারবে না।

তোমরা কিন্তু তোমাদের বায়োডাটা খুব সুন্দর করে বানাবে। সেখানে অবশ্যই তোমাদের একটি পাসপোর্ট সাইজ ছবি দেবে, তোমার বাবার নাম, তোমাদের মার্কশিটের পার্সেন্টেজ, ভ্যালিড ইমেইল, ভ্যালিড মোবাইল নাম্বার, কোনো এক্সপেরিয়েন্স থাকলে অবশ্যই ত উল্লেখ করবে ইত্যাদি এগুলিতে অবশ্যই তোমাদের বায়োডাটা সুন্দর করে বানিয়ে নেবে। বায়োডাটা বানানোর পরে তার সাথে কিন্তু তোমাদের যাবতীয় ডকুমেন্টসের স্ক্যান কপি তার সাথে অ্যাটাচ করে PDF ফাইল বানিয়ে তারপরেই কিন্তু তোমরা সেন্ড করবে।

অফিসিয়াল ইমেইল:- agrofoodies@gmail.com

অফিসিয়াল ফোন নম্বর:- 9735430560 / 9775186565

[su_note note_color=”#f2f2e6″ text_color=”#112cf9″ radius=”0″]এই ধরনের চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লগের নোটিফিকেশনটি Allow করে নেবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই পোস্টটিকে শেয়ার করবে।[/su_note]

Back to top button