পরিবার পরিকল্পনা নিয়োগ (DGFP) পরীক্ষার সাজেশন | Family Planning Job Exam Suggestion (DGFP)
Family Planning Job Exam Suggestion:
নিচে পরিবার পরিকল্পনা দপ্তরের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিচে আলোচনা করা হল।
★ প্রশ্নঃ ০১. অর্থসহ বাক্যরচনা করুনঃ
=> ক) চাল না চুলো ঢেঁকি না কুলো (নিতান্ত নিঃস্ব)
* নাসিরের যে চাল না চুলো ঢেঁকি না কুলো অবস্থা; তার নিকট চাঁদা চেয়ে কি হবে?
=> খ) চোদ্দ বুড়ি (প্রচুর)
* তাকে যেই পরামর্শ দিতে গেলাম অমনি সে আমাকে চোদ্দবুড়ি কথা শুনিয়ে দিল।
=> গ) ছুঁচোর কেত্তন (অবিরাম কলহ)
* ও বাড়িতে সব সময় ছুঁচোর কেত্তন লেগেই আছে।
=> ঘ) ঝাঁকি দর্শন (ক্ষণিক দেখা)
* কুমিল্লায় বেড়াতে গিয়ে ঝাঁকি দর্শনের জন্য হলেও ময়নামতি যাব।
=> ঙ) ঘণ্টাগরুড় (অকর্মণ্য লোক)
* একটি পেয়াদা ঘন্টাগরুড়ের মতো চব্বিশ ঘণ্টা দরজার পাশে দাঁড়িয়ে থাকে।
★ প্রশ্নঃ ০২. শুদ্ধ করে লিখুনঃ
=> ক) চোখের দৃষ্টিশক্তি
=> খ) মহাত্মাগণ
=> গ) ব্যাকুলিত
=> ঘ) নিক্কন
=> ঙ) পক্ক
উঃ দৃষ্টিশক্তি
উঃ মহাত্মা
উঃ ব্যাকুল
উঃ নিক্বণ
উঃ পক্ক
★ প্রশ্নঃ ০৩. বঙ্গানুবাদ করুনঃ
=> Air surrounds the earth.
উঃ বায়ু পৃথিবীকে ঘিরে রেখেছে।
=> As fish and other watery animals
live in water, so we live on air.
উঃ মাছ এবং অন্যান্য জলজ প্রাণী যেমন
পানিতে বাস করে, তেমনি আমরা বাতাসের
মধ্যে বাস করি।
=> As air has no colour, it cannot be
seen and it cannot be felt unless it
moves.
উঃ যেহেতু বাতাসের কোন রং নেই, এটি দেখা যায় না এবং এটি চলাচল না করলে অনুভব করা যায় না।
=> The scholars opine that there is air
above the fifty miles of the earth.
উঃ বিশেষজ্ঞদের মতে পৃথিবীর পঞ্চাশ মাইল উপরে বাতাস রয়েছে।
★ প্রশ্নঃ ০৪. বিপরীত শব্দ লিখুনঃ
> ক) ঝটিতি
=> খ) চিন্ময়
=> গ) তামসিক
=> ঘ) তিমির
=> ঙ) নির্মল
উঃ বিলম্ব
উঃ মৃন্ময়
উঃ রাজসিক
উঃ আলো
উঃ পঙ্কিল
★ প্রশ্নঃ ০৫. রচনা লিখুনঃ ‘শুদ্ধাচার কৌশল’
নিজে নিজে চেষ্টা করুন
★★ English ★★
★ প্রশ্নঃ ০৬. Fill in the gap with
appropriate words:
=> a) Three-fourths of the work……….. finished.
Ans: has been
=> b) It was………..wanted to sing.
Ans: whom
=> c) There is………in milk in the glass.
Ans: little
=> d) I wish I.…………. a philosopher.
Ans: were
=> e) I shall adhere……….. my plan.
Ans: to
★ প্রশ্নঃ ০৭. Write down synonyms of
the following words:
=> a) Astute Ans: Clever
* Astute অর্থ বিচক্ষণ; চতুর।
* Clever অর্থ চালাক; চতুর; দক্ষ।
=> b) Diligent Ans: Industrious
Diligent অর্থ অধ্যাবসায়ী; পরিশ্রমী।
* Industrious অর্থ পরিশ্রমী; অধ্যাবসায়ী;
=> c) Tertiary Ans: Third in order or level
* Tertiary অর্থ তৃতীয় পর্যায়ভুক্ত; Third in
order or level.
★ প্রশ্নঃ ০৮. Write down antonyms of
the following words:
=> a) Illusive
Ans: Real
* Illusive অর্থ অলীক; ইন্দ্ৰজালিক।
* Real অর্থ বাস্তব; প্রকৃত; খাঁটি।
=> b) Tedious
Ans: Interesting
* Tedious অর্থ ক্লান্তিকর; অনাকর্ষণীয়;
বিরক্তিকর।
* Interesting অর্থ আকর্ষণীয়; চিত্তাকর্ষক।
প্রশ্নঃ ০৯. Make sentences with the।following phrases/idioms with meaning in Bangla:
=> a) Read between the lines (অন্তর্নিহিত অর্থ বুঝে পড়া; মর্মার্থ বোঝা)
* To understand it, read between the
lines.
=> mind
* I cannot call to mind your name.
=> b) Call to
Ans : Remember
=> c) Soft shop (তোষামোদ; মন ভুলানো
Ans: Never believe in other’s soft soap.
=> d) Watery grave (; a place where someone drowns)
* The stranger had saved him from a
watery grave.
=> e) Maiden speech ( the।first speech)
* It was her maiden speech to the
public; yet it was fascinating.
★ প্রশ্নঃ ১০.Translate into English:
=> ক) দাঁড়াও, আমি এখনই আসছি।
Ans: Wait, I am coming right now.
=> খ) আমার তিলমাত্র সময় নেই।
Ans: I have not a moment to spare.
=> গ) আমি হাসতে বাধ্য হলাম।
Ans: I could not help laughing.
=> ঘ) তারা আসতে রাজি হলো না।
Ans: They refused to come.
=> ঙ) কখনো হাল ছেড়ে দিও না।
Ans: Never give up.
★ প্রশ্নঃ ১১. Write a short note on “The
Golden Jubilee of Our Independence”
সাধারণ জ্ঞান
★ প্রশ্নঃ ১২. SPARRSO এর পূর্ণরূপ কী?
উঃ Space Research and Remote Sensing Organization
★ প্রশ্নঃ ১৩. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন?
উঃ জেমস রেনেল
★ প্রশ্নঃ ১৪. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
উঃ সৈয়দ আলী আহসান
★ প্রশ্নঃ ১৫. প্রিন্টিং এর ক্ষেত্রে Collate এর কাজ কি?
উঃ লেখা বা তথ্য সংগ্রহ ও একত্র করা।
★ প্রশ্নঃ ১৬. United Nations environment programme (UNEP)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ নাইরোবি, কেনিয়া
★ প্রশ্নঃ ১৭. অসলো শান্তি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?
উঃ প্রথম অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালে আর দ্বিতীয় অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৫ সালে।
★ প্রশ্নঃ ১৮. কোন দেশকে ‘রেইনবো নেশন বলা হয়?
উঃ দক্ষিণ আফ্রিকা
★ প্রশ্নঃ ১৯. UNODC এর পূর্ণরূপ লিখুন?
উ: United Nations Office on Drugs and Crime.
* এর সদর দপ্তর ভিয়েনা, অষ্ট্রিয়া।
★ প্রশ্নঃ ২০. INCB এর পূর্ণরূপ লিখুন।
উঃ International Narcotics Control Board
★ প্রশ্নঃ ২১. বৃটেনের অর্থমন্ত্রী কে কী বলা হয়?
উঃ চ্যান্সেলর অব এক্সচেকার
প্রশ্নঃ ২২. LAFTA এর পূর্ণরূপ লিখুন।
উঃ Latin American Free Trade Association.
★ প্রশ্নঃ ২৩. আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি কবে একত্রিত হয়?
উঃ ১৯৯০ সালের ৩ অক্টবর।
★ প্রশ্নঃ ২৪. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নাম কি?
উঃ রক্ত সোপান
★ প্রশ্নঃ ২৫. JPGE এর পূর্ণরূপ কী?
উঃ Joint Photographic Experts Group
★ প্রশ্নঃ ২৬. WIPO এর পূর্ণরূপ কী?
উঃ World Intellectual Property Organization.
★ প্রশ্নঃ ২৭. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমান অর্থ মঞ্জুর করেছে?
উঃ ১০০ বিলিয়ন ডলার।
★ প্রশ্নঃ ২৮. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
উঃ কোরীয় সং
★ প্রশ্নঃ ২৯. ‘Long Walk to Freedom’ কার আত্মজীবনী?
উ: নেলসন ম্যান্ডেলা
★ প্রশ্নঃ ৩০. CEDAW এর পূর্ণরূপ কী?
উঃ Convention on the Elimination of
All Forms of Discrimination Against
Women.
★ প্রশ্নঃ ৩১. পাবলো পিকাসো কোন ঘটনার প্রতিক্রিয়ায় ‘গোয়ের্নিকা’ ছবিটি আঁকেন?
উঃ স্পেনের গৃহ যুদ্ধ
* এটি স্পেনীয় গৃহযুদ্ধের সময় এপ্রিল ২৬,
১৯৩৮ সালে স্পেনীয় জাতীয়তাবাদী বাহিনীর নির্দেশে জার্মান এবং ইতালীয় যুদ্ধ বিমান কর্তৃক উত্তর স্পেনের বাস্ক কান্ট্রি গ্রাম গেয়ের্নিকায় বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় প্রকাশ হিসেবে তৈরি হয়েছে।
গণিত
প্রশ্নঃ ৩২. টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
উঃ ৪ টি।
★ প্রশ্নঃ ৩৩. ×2 – 3x + 1 = 0 হলে (x2 +
1/x2) এর মান কত?
উঃ 15
★ প্রশ্নঃ ৩৪. দুই অংক বিশিষ্ট একটি।সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
উঃ ৩৯