ই শ্রম কার্ড নিয়ে চলে এল নতুন আপডেট – জেনে নিন কি কি বেনিফিটস্ রয়েছে

ই-শ্রম কার্ড নিয়ে নতুন আপডেট জানা গেল। যারা যারা এই ই শ্রম কার্ড করেছো যাদের এই কার্ড আছে তাদের জন্যে আজকের এই আপডেটটি

E shram card new update

ই-শ্রম কার্ড নিয়ে নতুন আপডেট জানা গেল। যারা যারা এই ই শ্রম কার্ড করেছো যাদের এই কার্ড আছে তাদের জন্যে আজকের এই আপডেটটি। তাই জন্য অবশ্যই শেষ পর্যন্ত পরো যাতে তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারো।

তো সবার প্রথমেই বলে দিতে চাই যে সমস্ত বন্ধুরা তোমাদের ই শ্রম কার্ড এখনো পর্যন্ত করোনি তোমরা অবশ্যই তোমাদের ই শ্রম কার্ড নিকটবর্তী সাইবার ক্যাফে তে গিয়ে করে আসবে।

সবাই হয়তো জানো যে এই ই-শ্রম কার্ড যেদিন থেকে আমরা করেছি সেদিন থেকে আজ পর্যন্ত কিন্তু কোনো রকমের সুবিধা বেনিফিটস্ আমরা পায়নি। তো এই বিষয়েই কিন্তু আজকের এই আপডেটটি রয়েছে। যেখানে জানানো হয়েছে এই কার্ড থেকে আমরা কি কি ধরনের সুবিধা পেতে পারি। কি কি ধরনের সুবিধা আমাদের দেওয়া হবে এই কার্ড এর দ্বারা। এই বেনিফিট শীঘ্রই আমরা পেতে পারি। তাই যে সমস্ত বন্ধুরা তোমাদের ই-শ্রম কার্ড এখনো পর্যন্ত করনি তারা অবশ্যই নিজেদের নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে ই-শ্রম কার্ড অর্থাৎ লেবার কার্ড অবশ্যই করে আসবে।

• পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে অষ্টম শ্রেণী পাশে চাকরি | বেতন ১২০০০ টাকা | অষ্টম শ্রেণী পাশে চাকরি

• জুলাই মাসে প্রকাশিত সেরা চাকরির খবর | July Month New Job Updates 2022

এই আপডেটটি উঠে এসেছে একটি টুইটারের টুইট থেকে। যেখানে কিন্তু তোমাদের ই-শ্রম কার্ডের বেনিফিটস হিসেবে কয়েকটি বিষয় বলা হয়েছে। সেখান থেকে জানা যায় যে এই শ্রম কার্ডের যে পেনশনের কথা বলা হয়েছিল সেই পেনশন কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। শুধুমাত্র পেনশনই নয় এর সাথেও কিন্তু যাদের যাদের এই কার্ড রয়েছে তারা তারা পেয়ে যাবে হেলথ বেনিফিটস এবং এরই সাথে এক্সিডেন্টাল কভারেজ ইন্সুরেন্সও কিন্তু পেয়ে যাবে।

এতদিন পর্যন্ত শুধুমাত্র এই ই-শ্রম কার্ডের বেনিফিটসের ব্যাপারে শুধুমাত্র শোনা গিয়েছে, এর ওপরে কোন রকমের অ্যাকশন কিন্তু নেওয়া হয়নি। সবাই মোটামুটি এই ই-শ্রম কার্ডের ব্যাপারে জানে এবং এই ই-শ্রম কার্ড সবার কাছেই মোটামুটি ভাবে রয়েছে।

তো তাদের জানিয়ে দিতে চাই যে এই কার্ডের যে যে বেনিফিটস গুলো রয়েছে তা কিন্তু খুবই শীঘ্রই দেওয়া শুরু হবে। তাই তোমরা কিন্তু তোমাদের নিকটবর্তী ইন্টারনেট সাইবার ক্যাফে বা তোমাদের যেখানে অনলাইনে ফর্ম ফিলাপ করা হয় সেখানে গিয়ে অবশ্যই তোমাদের কার্ডটি করে নেবে যাতে তোমরা এই বেনিফিটগুলো নিতে পারো।

• কোন কোন রোগের জন্যে কোন কোন টেস্ট | গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন (Science GK)

এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লগের নোটিফিকেশনটি Allow করে নেবে।

Back to top button