Current Affairs in Bengali | 1St August 2022 Current Affairs | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

1St August 2022 Current Affairs | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ | বাংলা সাজেশন 

1St August 2022 Current Affairs | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ | বাংলা সাজেশন

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। চলুন আজকের ব্লগটি শুরু করা যাক।

Current Affairs

1. Bloomberg Billionaires Index অনুযায়ী বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা কে?

(A) নীতা আম্বানি
(B) কৃষ্ণা গোদরেজ
(C) সাবিত্রী জিন্দাল
(D) কিরণ মজুমদার

উ: সাবিত্রী জিন্দাল।

ব্যাখ্যা:- • ১৮ বিলিয়ন ডলারের সম্পদের সাথে সাবিত্রী জিন্দাল চীনের ইয়াং হাইয়ানকে ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা হিসাবে আবির্ভূত হয়েছেন৷

• সাবিত্রী তার প্রয়াত স্বামী ওম প্রকাশ জিন্দাল কর্তৃক প্রতিষ্ঠিত ওপি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন।

• কোম্পানিটি ইস্পাত উৎপাদনের দিক থেকে ভারতে তৃতীয় বৃহত্তম৷

2. টি-টোয়েন্টির ইতিহাসে পরপর দুটি শতরানকারী প্রথম ক্রিকেটার হলেন কে?

(A)গুস্তাভ ম্যাককিওন
(B) বেন স্টোকস
(C) রোহিত শর্মা
(D) বিরাট কোহলি

উ: গুস্তাভ ম্যাককিওন।

ব্যাখ্যা:- • ফ্রান্সের ক্রিকেটার গুস্তাভ ম্যাককিওন তার আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি ব্যতিক্রমী সূচনা করেছেন৷

• তিনি টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর দুটি শতরান করেছেন।

• ২৭শে জুলাই ২০২২ এ নরওয়ের বিরুদ্ধে ‘2024 T20 World Cup Europe Qualifier’ ম্যাচে ৫৩ বলে ১০১ রান করে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন৷

• এছাড়াও এর আগে, তিনি ২৫শে জুলাই সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১০৯ রানের সাথে তার সেঞ্চুরি করেছিলেন এবং T20I তে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় (১৮ বছর) হয়েছিলেন৷

3. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘মুখ্যমন্ত্রী মহতারি ন্যায় রথ’ লঞ্চ করেছেন?

(A) মধ্য প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) মহারাষ্ট্র
((D) ছত্তিশগড়

উ: ছত্তিশগড়।

ব্যাখ্যা:- • ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল(২৮শে জুলাই ২০২২-এ রাজ্যের মহিলাদের তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে ‘মুখ্যমন্ত্রী মহতারি ন্যায় রথ’-লঞ্চ করেছেন৷

• এই রথটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের মাধ্যমে মহিলাদের অধিকার সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য রাজ্যজুড়ে ভ্রমণ করবে।

• রথটিতে একটি বড় LED স্ক্রিন থাকবে যার উপর ছত্তিশগড়ী এবং হিন্দি ভাষায় জাতীয়ভাবে পুরস্কৃত শিক্ষামূলক শর্ট ফিল্মগুলি দেখানো হবে৷

• প্রতিটি রথে দুজন আইনজীবী থাকবেন, যারা মহিলাদের অভিযোগ শুনবেন এবং তথ্য ও পরামর্শ দেবেন৷

• ‘হরেলী তিহার’ উপলক্ষে এই রথযাত্রা শুরু করা হয়েছে।

অন্যান্য→ গুরুত্বপূর্ন সব বই এবং লেখক | Book And Authors 2022 | Current Affairs

→ ৭টি আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স 2022| Current Affairs in Bangla 2022 | For WBP, WBCS, Railway Group D, Group C, WB Constable

4. সম্প্রতি কে কমনওয়েলথ গেমস ২০২২ এ ভারতের প্রথম স্বর্ণপদক জিতলেন?

(A) কুঞ্জরানি দেবী
(B) মীরাবাই চানু
(C) সতীশ শিবলিঙ্গম
(D) বিকাশ ঠাকুর

উ: মীরাবাই চানু।

ব্যাখ্যা:- • ভারতের ভারোত্তোলক মীরাবাই চান মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন বিভাগে কমনওয়েলথ গেমস ২০২২এ ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছেন৷

• তিনি মোট ২০১ কেজির (৮৮ কেজি ১১৩ কেজি) ভার উত্তোলন করেছেন।

• রৌপ্য পদক জিতেছেন মরিশাসের মারি হানিত্রা রোইলিয়া রানাইভোসো।

5. সম্প্রতি কে ভারোত্তোলনে মহিলাদের ৫৫ কেজিতে বিভাগে রৌপ্য জিতেছেন?

(A) বিন্দিয়ারানি দেবী
(B) কার্নাম মালেস্বরী
(C) স্বাতী সিং
(D) নিলম শেট্টি

উ: বিন্দিয়ারানি দেবী।

ব্যাখ্যা:- • ভারতের ভারোত্তোলক, বিন্দিয়ারানী দেবী মহিলাদের ৫৫ কেজি বিভাগে রৌপ্য জিতেছেন৷

• তিনি মোট ২০২ কেজির (৮৬ কেজি ও ১১৬ কেজি) ভারোত্তোলন করেছেন।

• নাইজেরিয়ার আদিজাত আদেনিকে ওলারিনয়ে এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন৷

6. সম্প্রতি কে বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ৬১ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন?

(A) প্রদীপ সিং
(B) সতীশ শিবলিঙ্গম
(C) গুরুরাজা পূজারি
(D) দীপক লাঠের

উ: গুরুরাজা পূজারি।

ব্যাখ্যা:- • ভারতীয় ভারোত্তোলক, গুরুরাজা পূজারি বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ৬১কেজি ফাইনালে একটি ব্রোঞ্জ পদক জিতেছেন৷

• তিনি ২৬৯ কেজির সম্মিলিত ভারোত্তোলন করেছেন (snatch-এ ১১৮ কেজি এবং ১৫১ কেজির ক্লিন অ্যান্ড জার্ক)।

7. প্রতিবছর কোন দিনটিতে বিশ্ব বনরক্ষী দিবস (World Ranger Day) পালিত হয়?

(A) ৩১শে জুলাই
(B) ৩০শে জুন
(C) ১৪ই আগস্ট
(D) ১লা আগস্ট

উ: ৩১শে জুলাই।

ব্যাখ্যা:- • প্রতি বছর ৩১শে জুলাই বিশ্ব রেঞ্জার দিবস পালন করা হয়৷

• প্রকৃতি সংরক্ষণে পার্ক রেঞ্জারদের (বনরক্ষীদের) অবদানকে সম্মান জানাতে ‘ইন্টারন্যাশনাল রেঞ্জার ফেডারেশন’ এই দিবসটি প্রতিষ্ঠা করেছে৷

• এই দিনটি সেই রেঞ্জারদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন, যারা দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন৷

8. প্রখ্যাত নির্মলা মিশ্র সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কি জন্য বিখ্যাত ছিলেন?

(A) অভিনেত্রী
(B) লেখিকা
(C) সাংবাদিক
(D) গায়িকা

উ: গায়িকা।

ব্যাখ্যা:- • তিনি প্রধানত ওড়িয়া এবং বাংলা ভাষার গায়িকা হিসাবে বিখ্যাত ছিলেন৷

• ওড়িয়া সঙ্গীতে তার আজীবন অবদানের জন্য তিনি ‘সঙ্গীত সুধাকর বালকৃষ্ণ দাস পুরস্কার’ পেয়েছিলেন।

আমরা আশা করছি যে আপনাদের আমাদের আজকের এই কারেন্ট আফেয়ারটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন এতে করে আমাদের লেখার উৎসাহ আরও বেড়ে যায়।

[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এইরকম নিত্যনতুন প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে ফলো করুন বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]

Back to top button