একাদশ শ্রেণিতে কোন সাবজেক্ট নিয়ে পড়বে | কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে তোমার সুবিধা হবে
মাধ্যমিকের রেজাল্ট তো বেরিয়ে গিয়েছে এখন একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পালা, কিন্তু ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার কথা বলতে গেলে প্রথমে আসে সাবজেক্ট চয়েস এর কথা। অর্থাৎ তুমি সাইন্স, আর্টস না কমার্স নিয়ে পড়বে। বন্ধুরা এখন আমরা আলোচনা করব কোন কোন সাবজেক্ট গুলো নিলে ভালো হয় এবং কোনগুলো রাখা বিপদজনক। একই সঙ্গে আমরা আলোচনা করব ফোর্থ সাবজেক্ট নেওয়া ভালো না খারাপ। এরকম একাধিক প্রশ্ন তোমাদের মাথায় রয়েছে।
ফোর্থ সাবজেক্ট রাখা ভালো না খারাপ?
তো বন্ধুরা তোমাদের একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি। এখানে আমরা প্রথমে আলোচনা করব ফোর্থ সাবজেক্ট এর বিষয়ে।
বন্ধুরা ফোর্থ সাবজেক্ট এর ভালো এবং খারাপ দুটি দিকই আছে। খারাপ দিকটি হলো এই যে ফোর্থ সাবজেক্ট এর জন্য তোমাকে একটা অতিরিক্ত বই পড়তে হবে এবং অতিরিক্ত বই কিনতে হবে। এবং ভালো দিকটি হলো এইযে ধরো তুমি সারা বছর বাংলা ইংরেজি সহ তিনটি সাবজেক্ট খুব ভালোভাবে পড়লে এবং ফোর্থ সাবজেক্ট নিয়ে পড়লে না। এবং পরীক্ষার সময় দেখা গেল যে তোমার তিনটি সাবজেক্টের মধ্যে কোন একটি সাবজেক্টের পরীক্ষা এতটাই খারাপ হলো যে তোমার মনে হল যে তুমি ওই সাবজেক্টে পাশ করতে পারবে না। ঠিক তখনই তোমার ফোর্থ সাবজেক্টটা কাজে লাগবে কারণ তখন ফোর্থ সাবজেক্ট পড়ার জন্য তোমার হয়তো হাতে অতিরিক্ত সময়ে থাকবে এবং ওই ফোর্থ সাবজেক্ট কিছু সাজেশন কিংবা কমন নিয়ে পড়ে মোটামুটি পাঁশ নম্বর টা তুলে নিতে পারবে। এই কারণেই বলব ফোর্থ সাবজেক্ট রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।
কাদের জন্য ফোর সাবজেক্ট রাখা জরুরি?
বন্ধুরা এখানে আমি বলবো যে যারা হয়তো পড়াশোনা একটু কমা তাদের ক্ষেত্রে ফোর সাবজেক্ট রাখাটা খুবই দরকার। এবং যারা পড়াশোনায় দুর্দান্ত এবং মনে করছ যে তিনটা সাবজেক্ট নিয়ে এগোবে তাদের ব্যাপারটা একটু আলাদা।
আর্টস নিলে কোন কোন সাবজেক্ট নেবে?
এখন আলোচনা করবো আর যারা আর্টস নিয়ে পড়তে চাও। এক্ষেত্রে আমার পরামর্শ যে ইতিহাস সাবজেক্টের রাখা ভালো কারণ এই সাবজেক্টটি বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কাজে লাগে। আর্টস গ্রুপের আরও একটি জনপ্রিয় সাবজেক্ট হলো এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান। বন্ধুরা আপনারা বড় দাদা কিংবা শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিয়ে শুনবে যে এই শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটা কিন্তু খুবই সহজ এবং তোমরা যে কেউ এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারো। বিশেষ করে যারা ভবিষ্যতে শিক্ষক হতে চাও তাদের বিএড কমপ্লিট করতে হয় এবং এই বিএডে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানে যা যা পড়ানো হয় ঠিক তাই তাই জিনিসগুলোই পড়ানো হয়।
তোমরা যদি শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট টা আগে থেকেই নিয়ে নাও অর্থাৎ একাদশ শ্রেণিতে নিয়ে পড়া শুরু করে দাও তাহলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা শিক্ষা বিজ্ঞান সম্পর্কে অনেকটা জ্ঞান অর্জন করে থাকবে এবং ভবিষ্যতে গিয়ে শিক্ষক হওয়ার জন্য যে বিএড কমপ্লিট করতে হয় তাতেও তোমরা এই একই জিনিস পড়বে তো তাতে তোমরা অনেক লাভবান হবে।
সাইন্সের কোন কোন সাবজেক্ট নেবে?
এবার বলব যারা সাইন্স নিয়ে পড়তে চাও। তো যারা সাইন্স নিয়ে পড়তে চাও তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে সাইন্স নিয়ে পড়তে গেলে কি গনিত নিতেই হয় । তো বন্ধুরা এখানে আমি তোমাদের বলে রাখি যে পর্ষদের নিয়ম অনুযায়ী কিন্তু তুমি অংক ছাড়াই সাইন্স নিতেই পারো অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়বে। কিন্তু আমার মতে এক্ষেত্রে তুমি পরে অনেক অসুবিধার সম্মুখীন হবে।
তোমাদের যদি অংক না থাকে তাহলে সে ক্ষেত্রে ফিজিক্সের যে সমস্ত অংক গুলি আছে সেগুলি করার ক্ষেত্রে তোমার অনেক অসুবিধা হবে এবং এর জন্য তোমার অনেক অভিজ্ঞতা থাকতে হবে এবং বেগ প্রবণ হতে হবে। এই কারণে বিভিন্ন বিভিন্ন শিক্ষকেরা পরামর্শ দেয় যে তুমি যদি পারো তো অংকটাকে ফোর্থ সাবজেক্ট নিয়ে রাখতে পারো। এবং তুমি যদি মনে করো যে আমি অংক সাবজেক্ট টাকে রাখবই না তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু তাতে তোমার ফিজিক্স সাবজেক্ট টাকে অনেক খেটে খেটে বুঝে বুঝে পড়তে হবে।
বায়োসাইন্স কি?
তোমাদের আর একটা প্রশ্ন বায়োসাইন্স কি?
এক্ষেত্রে তোমরা অনেকেই মনে করো যে বায়োলজি সাবজেক্ট থাকলে তাকে বায়োসাইন্স বলে। বন্ধুরা আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে তোমরা অনেকেই আর্টস এর বিভিন্ন সাবজেক্ট গুলোর মধ্যে বায়োলজি নিয়ে থাকো। বন্ধুরা আমি তোমাদের জানিয়ে রাখি যে এটা কিন্তু খুবই বিপদজনক।
বন্ধুরা তোমরা নবম এবং দশম শ্রেণীর বায়োলজি কিংবা জীবন বিজ্ঞান সাবজেক্ট এর সাথে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বায়োলজি কিংবা জীবন বিজ্ঞান সাবজেক্ট এর আকাশ-পাতাল তফাৎ। তাই যারা আর্টস নিচ্ছ এবং যারা সাইন্স নিচ্ছে তারা কখনোই মিলিয়ে মিশিয়ে সাবজেক্ট নেবে না অর্থাৎ আর্টস থেকে দুটো সাইন্স থেকে এইভাবে কখনো সাবজেক্ট নেবে না। এবং তোমাদের যেটা প্রশ্ন যে বায়ো সাইন্স কাকে বলে এখানে জানিয়ে রাখি যে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্ট মিলিয়ে যে সাবজেক্ট চয়েস হয় সেটাকে বায়োসাইন্স বলে।
35 পেলেই কি তুমি সাইন্স নেবে?
বন্ধুরা তোমাদের এখন একটা সতর্কবার্তা দিই তোমরা সবাই জানো হয়তো যে পর্ষদ থেকে এখন নিয়ম করেছে 35 পেলে যে কেউই যে কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারবে এর ফলে দেখা গেছে যে অনেক অভিভাবক অনেক কম নাম্বার পাওয়া ছাত্র ছাত্রীদের জোর করে সাইন্স নিয়ে পড়ার মতামত দিচ্ছেন। এক্ষেত্রে আমার একটা বক্তব্য যারা সাইন্স নিতে চাচ্ছো তারা অংকে কত পেয়েছ এবং জীবন বিজ্ঞানে কত পেয়েছ এটা দেখবে না।
সবার আগে দেখবে তুমি ভৌত বিজ্ঞানে কত পেয়েছ। তুমি যদি ভৌত বিজ্ঞানে আশি কিংবা তার বেশি পাও তাহলে তুমি চোখ বন্ধ করেই সাইন্স নিতে পারো এতে কোনো অসুবিধা নেই। এবং যদি 70 পেয়ে থাকো তুমি প্রচুর খাটতে রাজি আছো তাহলে তুমি সাইন্স নিতে পারো। এবং যারা ভৌত বিজ্ঞানে এর থেকেও কম নাম্বার পেয়েছো তাদের ক্ষেত্রে আমি বলব যে সাইন্স নেওয়ার ক্ষেত্রে একবার নয় বরং একাধিকবার ভাবা উচিত কারণ তুমি হয়তো উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য সাইন্স নিলে কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত তুমি সাইন্স সাবজেক্ট টা ভালোভাবে কমপ্লিট করতে পারলে না। কোনরকমে টেনেটুনে পাশ করলে বা তোমার সাইন্সের পার্সেন্টিস কমে গেল তাহলে সেটা কিন্তু তোমার ক্ষেত্রে বিপদজনক হবে। তোমরা সবাই মনে রাখবে আর্টস, সায়েন্স এবং কমার্স এই তিনটে সাবজেক্টের কিন্তু একই রকমের ভ্যালু দেওয়া হয়।
কমার্সের কোন কোন সাবজেক্ট নেবে?
বন্ধুরা এবার বলবো কমার্স সাবজেক্ট টা নিয়ে। বন্ধুরা এক্ষেত্রে আমি অনেক বিশেষজ্ঞ শিক্ষক কমার্স শিক্ষকদের সঙ্গে পরামর্শ নিয়ে কমার্সের সবথেকে ভালো চারটি সাবজেক্ট অর্থাৎ ফোর্থ সাবজেক্ট সহজ চারটি সাবজেক্ট যে সাবজেক্টে নিলে তোমরা অনেকটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। তো বন্ধুরা সবার আগে তোমাকে দেখতে হবে যে কমার্সের কোন কোন সাবজেক্ট তোমাদের স্কুলে দেওয়া হয়। তো বন্ধুরা এই চারটে সাবজেক্ট হলো একাউন্টান্সি, বিজনেস স্টাডি , কস্ট ট্যাক্সেশন, এই তিনটা সাবজেক্ট হলো কমার্স এর ক্ষেত্রে সবথেকে বেস্ট সাবজেক্ট। এই তিনটে সাবজেক্টে তোমাদের খুব ভালো নাম্বার ক্যারি হবে। এবং ফোর্থ সাবজেক্ট এর ক্ষেত্রে তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্ট টাকে রাখতে পারো।
কোনো কোনো স্কুলে কমার্সের সাবজেক্ট এর মধ্যে ইকোনমিক্স থাকে কমার্শিয়াল ল থাকে । স্যারদের মতে এই দুটো সাবজেক্টগুলো তুলনায় যে চারটি সাবজেক্ট তোমাদের আমি বলে দিলাম এই চারটি সাবজেক্ট কমার্স এর ক্ষেত্রে সবথেকে বেস্ট সাবজেক্ট হবে। বন্ধুরা সব শেষে আমি একটাই কথা বলব স্যারেরা ফোর্থ সাবজেক্ট সহ যে চারটি সাবজেক্টের কথা বলল এই চারটি সাবজেক্ট বাদে কমার্স এর ক্ষেত্রে যে সাবজেক্ট গুলি আছে সেগুলি কোন একটি সাবজেক্টে যদি মনে হয় যে তোমার ইন্টারেস্টিং আছে তাহলে তুমি সেই সাবজেক্টগুলো নিতে পারো।
বন্ধুরা আজকে আমাদের আর্টিকেলটি এই পর্যন্তই তোমাদের যদি আমাদের আর্টিকেলটি লেখা টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের একটি ছোট্ট কমেন্ট আমাদের লেখার উৎসাহটা আরো বাড়িয়ে দেয়।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]বন্ধুরা এ রকম আরো নতুন নতুন তথ্য জানতে আপনারা বাংলা সাজেশন সাইটটিকে ফলো করুন।[/su_note]