নবম শ্রেণীর ভূগোল সাজেশন | Class 9 Geography Suggestion | পড়লেই কমন !
Class 9 Geography Suggestion:
Class 9 Geography Suggestion: নবম শ্রেণীর ছাত্র এবং ছাত্রী দের জন্য আমরা ভূগোলের একটি সাজেশন (Class 9 Geography Suggestion) নিয়ে হাজির হয়েছি। তোমরা তো জনই যে নবম শ্রেণীর প্রশ্ন প্রত্যেক টি স্কুলে আলাদা আলাদা হয়। আমাদের দেওয়া সাজেশন গুলো যে সবই কমন পাবে তেমন টা নয় । আমাদের এখানে দেওয়া প্রশ্ন গুলো পড়লে তোমরা কোনো কোনো স্কুলে কমন পেতে পারো আবার কোনো কোনো সকলে কম না পেলেও এই প্রশ্ন গুলি পড়লে তোমাদের মনে একটু ধারনা হবে এবং তোমরা এর বাইরের প্রশ্নের উত্তর করে আস্তে পারবে। আমরা আশাবাদী যে তোমাদের এই সাজেশন টি ভালো লাগবে এবং কাজে আসবে ।
বিভাগ ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1X14=14
১.১ কলকাতার অক্ষাংশ হল – (ক) 22°30′ N (খ) 22°34′ N (গ) 22°35′ N (ঘ) 22°28′ N
উ: (খ) 22°34′ N।
১.২ প্রদত্ত কোন্ স্থানটিতে বস্তুর ওজন বেশি? (ক) তিরুবনন্তপুরম (খ) কলকাতা (গ) চেন্নাই (ঘ) দিল্লি
উ: (ঘ) দিল্লি
১.৩ আবহবিকারের মাধ্যমে উৎপন্ন শিথিল স্তর হল- (ক) সোলাম (খ) মৃত্তিকা (গ) রেগোলিথ (ঘ) হিউমাস
উ: (গ) রেগোলিথ।
১.৪ ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে- (ক) 21 জুন (খ) 21 জুন ও 22 ডিসেম্বর (গ) 21 মার্চ ও 23 সেপ্টেম্বর (ঘ) 21 মার্চ ও 22 ডিসেম্বর
উ: (গ) 21 মার্চ ও 23 সেপ্টেম্বর।
১.৫ শিলার সংকোচন ও প্রসারণ হার বেশি- (ক) তুন্দ্রা অঞ্চলে (খ) নিরক্ষীয় অঞ্চলে (গ) মরু অঞ্চলে (ঘ) মেরু অঞ্জলে
উ: (গ) মরু অঞ্চলে।
১.৬ শুশুনিয়া পাহাড় হল- (ক) মোনাডনক (খ) হামস (গ) টিলা (ঘ) ইনসেলবার্জ
উ: (ক) মোনাডনক।
১.৭ জিপসাম খনিজ বিয়োজিত হয়— (ক) অক্সিডেশন প্রক্রিয়ায় (খ) কার্বনেশন প্রক্রিয়ায় (গ) হাইড্রেশন প্রক্রিয়ায় (ঘ) আর্দ্রবিশ্লেষণ প্রক্রিয়ায়
উ: (ঘ) আর্দ্রবিশ্লেষণ প্রক্রিয়ায়।
১.৮ পর্বতের ঢাল বরাবর শিলাস্তর হঠাৎ নেমে এলে বলে- (ক) হিমানী সম্প্রপাত (খ) সুনামি (গ) বন্যা (ঘ) ধস
উ: (ক) হিমানী সম্প্রপাত।
১.৯ গুরুমহিষাণি খনি থেকে উত্তোলন হয়- (ক) ম্যাঙ্গানিজ (খ) কয়লা (গ) লোহা (ঘ) খনিজ তেল
উ: (গ) লোহা।
১.১০ চুখা জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত- (ক) সিকিমে (খ) নেপালে (গ) ভুটানে (ঘ) বাংলাদেশে
উ: (গ) ভুটানে।
১.১১ কোন্ নদীর উত্তর দিকে মালদহ জেলা অবস্থিত? (ক) গঙ্গা (খ) দামোদর (গ) তিস্তা (ঘ) হাতানিয়া
উ: (গ) তিস্তা।
১.১২ পর্বতের ঢাল বরাবর উল্লম্বভাবে সঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র কোণাকৃতি প্রস্তরখণ্ড যুক্ত ভূমিরূপকে বলে— (ক) পেডিমেন্ট (খ) বাজাদা (গ) ট্যালাস (ঘ) ব্লকস্পেড
উ: (গ) ট্যালাস।
১.১৩ বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিথের উপরের খনিজ পদার্থগুলির নীচে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলে- (ক) ইলুভিয়েশন (খ) হিউমিফিকেশন (গ) মফিকেশ ক্যালশিফিকেশন (ঘ) এভিয়েশন
উ: (ঘ) এভিয়েশন।
১.১৪ মানচিত্রের একক 1 সেন্টিমিটারে যদি ভূপৃষ্ঠে 100 সেন্টিমিটার হয়, তবে তার RF হবে- (ক) 1:10 (খ) 1: 100 (গ) 1: 1000 (ঘ) 1 : 10000
উ: (খ) 1: 100।
বিভাগ খ
২. নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও 1×6=6
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:
২.১.১ পৃথিবীর তাপবলয়গুলি _________ রেখার ওপর ভিত্তি করে কল্পিত।
উ: নিরক্ষ।
২.১.২ আবহবিকারের পরবর্তী প্রক্রিয়া হল _________।
উ: খয়ীভবন।
২.১.৩ ইউরেনিয়াম _________ শক্তির প্রধান কাঁচামাল।
উ: পারমাণবিক।
২.১.৪ অনেকগুলি পর্বতশ্রেণির মিলনস্থলকে __________ বলে।
উ: পর্বত গ্রন্থি।
২.১.৫ পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের মালভূমি অঞ্চলটি __________ মালভূমির পূর্বসীমায় অবস্থিত।
উ: ছোটনাগপুর।
২.১.৬ ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে ___________ সংস্থা।
উ: দ্য সার্ভে অফ ইন্ডিয়া।
২.২. নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো: 1×6 = 6
২.২.১ পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 72 কোটি কিমি।
উ: ‘অ’ (96 কোটি কিলোমিটার)
২.২.২ হিমালয় পর্বতমালা একটি প্রাচীন ভঙ্গিল পর্বত।
উ: ‘অ’ (নবীন)
২.২.৩ পুরুলিয়ায় বৃষ্টির সবচেয়ে কম।
উ: ‘শু’
২.২.৪ উত্তর গোলার্ধের মেরু নক্ষত্র হ্যাডলির অকট্যান্স৷
উ: ‘অ’ (ধ্রুবতারা)
২.২.৫ হিউমিফিকেশনের জন্য মাটির রং কালো হয়।
উ: ‘শু’
২.২.৬ মৌজা মানচিত্র একটি বৃহৎ স্কেল মানচিত্র।
উ: ‘শু”
২.৩ বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো:
ডানদিক বামদিক
২.৩.১ শুশনিয়া (১) রেলস্টেশন
২.৩.২ ঘুম (২) জেলা
২.৩.৩ কৃষ্ণনগর (৩) পাহাড়
২.৩.৪ আলিপুরদুয়ার (৪) মাটির পুতুল
উত্তরঃ
২.৩.১ শুশনিয়া – (৩) পাহাড়
২.৩.২ ঘুম – (১) রেলস্টেশন
২.৩.৩ কৃষ্ণনগর – (৪) মাটির পুতুল
২.৩.৪ আলিপুরদুয়ার – (২) জেলা
২.৪ একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ছ-টি)। 1×6=6
২.৪.১ 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার হলে RF কত?
উত্তরঃ 1 : 50,000 |
২.৪.২ একটি জীবন্ত আগ্নেয়গিরের নাম লেখ।
উত্তরঃ ইতালির ভিসুভিয়াস হল একটি জীবন্ত আগ্নেয়গিরি।
২.৪.৩ শল্কমোচন কোন শিলায় দেখা যায়?
উত্তরঃ শল্কমোচন গ্রানাইট শিলায় দেখা যায়।
২.৪.৪ ভূগোলকে প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত?
উত্তরঃ ভূগোলকে প্রতিটি অক্ষরেখার কৌণিক সমষ্টি 360°।
২.৪.৫ ‘মহিখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি’—মতবাদটি কার?
উত্তরঃ ‘মহিখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি’—মতবাদটি উইলিয়াম মরগান-এর।
২.৪.৬ পুঞ্জিত ক্ষয়ে পদার্থসমূহ নীচে নেমে আসার কারণ কী?
উত্তরঃ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুঞ্জিত ক্ষয়ে পদার্থ সমূহ নিচে নেমে আসে।
২.৪.৭ কোন শহরকে ‘শৈল শহরের রানি’ বলা হয়?
উত্তরঃ দার্জিলিং শহরকে ‘শৈল শহরের রানী’ বলা হয়।
২.৪.৮ কোন প্রক্রিয়ার দ্বারা হেমাটাইট, লিমোনাইটে পরিণত হয়?
উত্তরঃ হাইড্রেশন বা জলযোজন প্রক্রিয়া দ্বারা হেমাটাইট, লিমোনাইটে পরিণত হয়।
বিভাগ গ
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ছ-টি)। 2×6=12
৩.১ পৃথিবীর আবর্তনের দুটি ফলাফল উল্লেখ করো।
৩.২ প্লাবন সমভূমি কাকে বলে?
৩.৩ অচিরাচরিত শক্তির চারটি উৎস উল্লেখ করো।
৩.৪ পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা উল্লেখ করো।
৩.৫ মৌজা মানচিত্রের স্কেল কত? এর একটি ব্যবহার লেখো।
৩.৬ বিপর্যয়-এর সংজ্ঞা দাও। সম্প্রতি দক্ষিণ ভারতের একটি রাজ্যে ঘটে যাওয়া বিপর্যয়টি কী?
৩.৭ কার্বনেশন কাকে বলে?
৩.৮ ভারতের চারটি পারমাণবিক কেন্দ্রের নাম লেখো।
৩.৯ পশ্চিমবঙ্গের সর্বাধিক ও সর্বনিম্ন বৃষ্টিপাত যুক্ত স্থান দুটির নাম লেখো।
বিভাগ ঘ
৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)। 3×4 = 12
৪.১ পার্থক্য লেখ: কর্কটসংক্রান্তি ও মকরসংক্রান্তি। অথবা, অন্তর্জাত প্রক্রিয়া ও বহিজাত প্ৰক্ৰিয়া।
৪.২ আবহবিকারের যে-কোনো তিনটি ফলাফল উল্লেখ করো। অথবা, GPS-এর মাধ্যমে কী কী জানা যায়?
৪.৩ অপ্রচলিত শক্তির ব্যবহারের তিনটি সুবিধা লেখো। অথবা, পশ্চিমবঙ্গের চা শিল্পের তিনটি সমস্যা উল্লেখ করো।
৪.৪ দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তিনটি পার্থক্য লেখো। অথবা, বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের তিনটি ভূমিকা উল্লেখ করো।
বিভাগ ঙ
৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও। 5×4=20
৫.১ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 5×2=10
৫.১.১ পৃথিবীর গোলীয় আকৃতির (চিত্র-সহ) পাঁচটি প্রমাণ দাও।
৫.১.২ চিত্র-সহ শল্কমোচন ও পিণ্ড বিশরণ প্রক্রিয়ার ব্যাখ্যা দাও।
৫.১.৩ নিউইয়র্ক (74° পশ্চিম) থেকে দুপুর 12 টায় রেডিয়োতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোনো স্থান থেকে রাত্রি ৪ টার সময় শোনা গেল। স্থানটির দ্রাঘিমা কত?
৫.১.৪ স্তুপ পর্বতের উৎপত্তির কারণ চিত্র-সহ বিবৃত করো।
৫.২ যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: 5×2=10
৫.২.১ জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো।
৫.২.২ দুর্গাপুর লৌহইম্পাত শিল্পের অবস্থানের কারণগুলি আলোচনা করো।
৫.২.৩ স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো।
৫.২.৪ মানচিত্রে কোন্ কোন্ বিষয় থাকতেই হবে?
বিভাগ-চ
৬। পশ্চিমবঙ্গের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক-সহ চিহ্নিত করো। 1×10=10
৬.১ পশ্চিমবঙ্গে চা উৎপাদক অঞ্চল;
৬.২ পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ;
৬.৩ তিস্তা নদী:
৬.৪ ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র;
৬.৫ রানিগঞ্জ কয়লাখনি;
৬.৬ ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল;
৬.৭ প্রাসাদ নগরী;
৬.৮ পশ্চিমবঙ্গের মৎস্য বন্দর;
৬.৯ উষ্ণ প্রস্রবণ;
৬.১০ ভারতের রুর।
অন্যান্য → নবম শ্রেণীর বাংলা সাজেশন | Class 9 Bengali Suggestion | পড়লেই কমন !