উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এর সময় বদল | আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কি নিজেদের স্কুলে হবে?
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে তোমাদের সকলকে স্বাগত। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের দুজনকে পরীক্ষার্থীদের জন্য রয়েছে একটি বড় আপডেট।
বোর্ড থেকে কি কি নির্দেশ দিল?
প্রথম আপডেট টি হল এবছর 2022 উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট এর সময় বদল হবে বলে জানাল বোর্ড। তো বন্ধুরা তোমরা কবে এবং কখন উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখতে পাবে সেটি আমি আজকে এই আর্টিকেলে জানাবো।
দ্বিতীয়টি হলো যে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে। তোমাদের মধ্যে হয়তো অনেকেরই মনে প্রশ্ন আছে যে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি নিজেদের স্কুলেই হবে? এই বিষয় নিয়েই আমাদের আজকের ব্লগপোস্ট। তো বন্ধুরা আশা করছি আমাদের আজকের এই আর্টিকেলটি তোমাদের ভালো লাগবে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট এর সময় কি পরিবর্তন হবে?
সবার প্রথমে জানাই যে এবছর 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট এর সময় ছিল 10 জুন। অর্থাৎ দশ ই জুন তারিখে সকাল 11 টার মধ্যে সাংবাদিকদের মাধ্যমে রেজাল্ট প্রকাশ হবে এবং পরে অর্থাৎ বেলা সাড়ে 11 টা নাগাদ তোমরা বিভিন্ন ওয়েবসাইটের নিজেদের রেজাল্ট দেখতে পাবে।
কিন্তু আজকে বোর্ডের তরফ থেকে একটি নতুন আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হল যে উচ্চমাধ্যমিক 2022 রেজাল্টের সময় পরিবর্তন হবে। অর্থাৎ বন্ধুরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট সকাল বেলা এগারোটা থেকে নয় বেলা বারোটা থেকে অনলাইনে দেখতে পাবে। তোমরা কোন কোন সাইটে তোমাদের রেজাল্ট দেখতে পাবে সে সমস্ত ওয়েবসাইটগুলো আমি নিচে দিয়ে দিলাম।
মার্কশিট কি 10 তারিখে দেওয়া হবে?
বন্ধুরা তোমাদের আমি আবারও জানিয়ে দিই যে 10 জুন অর্থাৎ শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট বেলা বারোটা থেকে অনলাইনে দেখানো হবে। তোমরা হাতে মার্কশিট পাবে 10 তারিখে নয় কুড়ি তারিখে। অর্থাৎ কুড়ি তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর দে মার্কশিট তোমাদের স্কুল থেকে দেওয়া হবে।
অন্যান্য→ আসাম রাইফেলে নিয়োগের বিজ্ঞপ্তি– Assam Rifles New Vacancy 2022
→ IDBI ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি – IDBI Bank Recruitment 2022
আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি নিজেদের স্কুলে হবে?
এবার বলব দ্বিতীয় আপডেট অর্থাৎ আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি নিজেদের স্কুলে হবে এবং কোন সিলেবাস নিয়ে হবে। এখানে তোমাদের জানিয়ে রাখি আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু সম্পূর্ণ সিলেবাস এই হবে। আমরা আজকাল পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে উচ্চমাধ্যমিক পরীক্ষা আর নিজেদের স্কুলে হবে না। এতদিন যেমন অন্য স্কুলে অন্য সেন্টারে তোমরা পরীক্ষা দিয়ে এসেছো ঠিক সেই একই রকম ভাবেই আগামী বছর অর্থাৎ 2023 উচ্চমাধ্যমিক পরীক্ষা নেয়া হবে।
বন্ধুরা আজকের আর্টিকেলটি এই পর্যন্তই। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করবে নিজেদের বন্ধুদের কাছে যাতে তারাও এই আপডেটটি খুব তাড়াতাড়ি পেয়ে যায়।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো নতুন নতুন তথ্য পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]