একাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2023 – Class 11 Philosophy Suggestion 2023
একাদশ শ্রেণীর দর্শন সাজেশন | Class 11 Philosophy Suggestion 2023 | WBCHSE Class XI Philosophy 2023
একাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2023: একাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2023। এখানে তোমাদের দর্শন বিষয়ের যে যে চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন আসবে সেই সমস্ত বিষয় থেকেই বাছাই করা প্রশ্ন দেওয়া হয়েছে। একাদশ শ্রেণীর দর্শন অর্থাৎ ফিলোসফি অধ্যায়ভিত্তিক সাজেশন।
একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের প্রশ্নপত্রের প্যাটার্ন নিচের ছকটিতে ভালোভাবে দেখে নিতে পারবে। তোমাকে কিন্তু সমস্ত বিষয় থেকে বড় প্রশ্ন আসবে না। শুধুমাত্র কয়েকটি বিষয় থেকেই 8 নম্বরের বড় প্রশ্ন আসবে যেগুলি তোমরা নিচের ছকে ভালোভাবে দেখে নিতে পারবে।
পাশ্চাত্য দর্শন
দ্বিতীয় অধ্যায় – জ্ঞানের স্বরুপ ও জ্ঞান সংক্রান্ত মতবাদ
• মোট ২ টি প্রশ্ন আসবে । যেকোনো ১ টি প্রশ্নের উত্তর লিখতে হবে।
১) জানা ক্রিয়াপদটির কয়টি অংশ ও কি কি? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো।
২) বাচনিক জ্ঞান কাকে বলে এবং বাচনিক জ্ঞানের কয়টি শর্তগুলি আলোচনা কর।
৩) জ্ঞানের উৎপত্তি ও স্বরুপ সম্পর্কে দেকার্তের মতবাদ সমালোচনাসহ আলোচনা করো
৪) জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচার মূলক অভিমত ব্যাখ্যা করো।
৫) বুদ্ধিবাদীদের মূল বক্তব্যগুলি কী কী? এই মতবাদের ত্রুটিগুলি আলোচনা করো (Less Important)
চতুর্থ অধ্যায় – কার্যকরণ সম্বন্ধ
• মোট ২ টি প্রশ্ন আসবে। যেকোনো ১ টি প্রশ্নের উত্তর লিখতে হবে।
১) হিউম কেন কারন ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি? এই মতটি কি গ্রহণযোগ্য।
২) কারন ও কার্যের সম্বন্ধ নিয়ে সততঃ সংযোগ তত্ত্ব সমালোচনাসহ ব্যাখ্যা কর।
৩) কারন ও কার্যের সম্বন্ধকে বুদ্ধিবাদীরা কিভাবে ব্যাখ্যা করেছেন? সমালোচনাসহ ব্যাখ্যা কর।
পঞ্চম অধ্যায় – বস্তুবাদ ও ভাববাদ
• মোট ২ টি প্রশ্ন আসবে। যেকোনো ১ টি প্রশ্নের উত্তর লিখতে হবে।
১) লৌকিক বস্তুবাদ বলতে কি বোঝো? এই বক্তব্য সমালোচনাসহ ব্যাখ্যা কর।
২) প্রতিরূপী বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ কর। এই এই বং বক্তব্যগুলি কতটা সন্তোষজনক?
৩) ভাববাদ কাকে বলে? বার্কলে-র আত্মগত ভাববাদ সমালোচনাসহ ব্যাখ্যা কর।
৪) লক তাঁর প্রতিরূপী বস্তুবাদে মুখ্য গুন ও গৌণগুনের পার্থক্য কিভাবে ব্যাখ্যা করেছেন? এই পার্থক্য কি গ্রহণযোগ্য?
- এক নজরে একাদশ শ্রেণীর বাংলা সাজেশন ২০২৩ | Class 11 Bangla Suggestion 2023
- একাদশ শ্রেণীর ভূগোল সাজেশন | Class 11 Geography Suggestion | ভূগোল সাজেশন ২০২৩
ভারতীয় দর্শন
চতুর্থ অধ্যায় – ন্যায় দর্শন
• মোট ২ টি প্রশ্ন আসবে। যেকোনো ১ টি প্রশ্নের উত্তর লিখতে হবে।
১) অনুমিতি কাকে বলে? অনুমিতির ক্ষেত্রে পক্ষ, সাধ্য ও হেতু পদের ভূমিকা উল্লেখ করো
২) ব্যাপ্তি কাকে বলে? ব্যাক্তি গ্রহ কিভাবে জানা যায় তা আলোচনা করো।
৩) নির্বিকল্পক ও সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। নির্বিকল্পক প্রত্যক্ষকে কীভাবে জানা যায়?
৪) ন্যায় দার্শনিকগণ প্রত্যক্ষের যে লক্ষণ দিয়েছেন, তা ব্যাখ্যা করো।
ষষ্ঠ অধ্যায় – সমসাময়িক ভারতীয় দর্শন
• মোট ২ টি প্রশ্ন আসবে। যেকোনো ১ টি প্রশ্নের উত্তর লিখতে হবে।
১. “বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হল প্রয়োগমূলক বেদান্ত।” — ব্যাখ্যা করো
অথবা,
কর্মযোগ বলতে কি বোঝো? বিবেকানন্দ কিভাবে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে মুক্তিলাভের কথা বলেছেন?
২) মানুষের ধর্ম সম্পর্কে রবিন্দ্রনাথের বক্তব্য ব্যাখ্যা কর।
৩) রবীন্দ্রনাথের মানব দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো এবং বিশ্লেষণ করো।
অবশ্যই পড়বে: একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন | Class 11 Education Suggestion 2023 | WBCHSE Class XI Education 2023
একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে অধ্যায়ভিত্তিক সাজেশন উপরে দিয়ে দেওয়া হল। যার মধ্যে তোমাদের সেই সব বিষয় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেসব বিষয় থেকে তোমাদের এবছরে বড় প্রশ্ন অর্থাৎ বড় ৮ নম্বরের প্রশ্ন দেওয়া হবে। আশা করছি তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি ভালো মতন বুঝতে পেরেছ। এই ধরনের বিভিন্ন বিষয়ের সাজেশন পেতে অবশ্যই বাংলা সাজেশন ব্লগের সাথে যুক্ত থাকবে।