একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন | Class 11 Education Suggestion 2023 | WBCHSE Class XI Education 2023

একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন 2023 | Class 11 Education Suggestion 2023

Education Suggestion 2023

একাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের জন্য নিয়ে এসেছি একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান সাজেশন 2023। এখানে তোমাদের সিক্ষাবিজ্ঞানের যে যে চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন আসবে সেই সমস্ত বিষয় থেকেই বাছাই করা প্রশ্ন দেওয়া হয়েছে। একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন এর অধ্যায়ভিত্তিক সাজেশন।

প্রথম অধ্যায়: শিক্ষার ধারণা ও লক্ষ্য

১) শিক্ষার লক্ষ্য হিসেবে ব্যক্তির বিকাশ সম্পর্কে আলোচনা কর। অথবা, শিক্ষার ব্যক্তি তান্ত্রিক লক্ষ্য গুলি কি কি?

২) শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য গুলি কি কি আলোচনা কর।

৩) শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ সংজ্ঞা দাও সংকীর্ণ অর্থে অথবা ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

দ্বিতীয় অধ্যায়: শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান

১) পাঠক্রম কি? পাঠক্রম নির্ধারণের কোন কোন চাহিদা ও ক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে?

২) শিক্ষার লক্ষ্য বাস্তবায়নের উপায় হিসেবে পাঠক্রমে উপযোগিতা বিশ্লেষণ কর।

৩) পাঠক্রমের গঠনের ও নির্ধারণের উপাদান গুলি সম্পর্কে সংক্ষিপ্তে আলোচনা কর।

তৃতীয় অধ্যায়: শিক্ষার বিভিন্ন রূপ

১) অনিয়ন্ত্রিত শিক্ষা কি? এই শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা লেখ?

২) গণমাধ্যম কি? গণমাধ্যম হিসাবে দূরদর্শনের ভূমিকা লেখ?

৩) দূরাগত শিক্ষা কি? দূরাগত শিক্ষার সুবিধা ও অসুবিধা লেখ।

৪) প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা লেখ?

৫) অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য দাও।

অন্যান্য → উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | HS Test Exam Suggestion | রাষ্ট্রবিজ্ঞান সাজেশন | HS Political Science Suggestion

চতুর্থ অধ্যায়: শিক্ষা মনোবিদ্যা

১) বিদ্যালয় পরিচালনার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক কি? শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিক গুলি কি কি?

২) মনোবিজ্ঞান কেন আচরণের বিজ্ঞান হিসেবে বিবেচিত হয়? শিক্ষা মনোবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলি সংক্ষেপে লেখ?

পঞ্চম অধ্যায়: শিশুর বৃদ্ধি ও বিকাশ

১) বিকাশ কাকে বলে? বিকাশের বৈশিষ্ট্য লেখো? বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি?

২) কৈশোর কি? কৈশোরের মানসিক ও বৌদ্ধিক বিকাশের সম্পর্ক গুলি আলোচনা করো।

৩) শৈশব কালে সামাজিক ও প্রাক্ষোভিক বিকাশ কিভাবে গড়ে ওঠে? প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে অঙ্গনারী ভূমিকা লেখ?

অন্যান্য → একাদশ শ্রেণীর দর্শন সাজেশন 2023;  Class 11 Philosophy Suggestion 2023

→ HS Bangla Suggestion 2023 (Poem Part) – উচ্চমাধ্যমিক বাংলা কবিতার সাজেশন 2023

→ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ | HS Test Exam Suggestion 2023 | ইতিহাস সাজেশন | HS History Suggestion 2023

ষষ্ঠ অধ্যায়: বিকাশের প্রক্রিয়া হিসেবে পরিণমন ও শিখন

১) শিখন কি? শিখন ও পরিনমনের মধ্যে পার্থক্য লেখ।

২) পরিনমন কি? পরিনমনের বৈশিষ্ট্য লেখ।

সপ্তম অধ্যায়: জ্ঞান অর্জনের প্রক্রিয়া সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণা

১) সংবেদন কি? সংবেদনের প্রকারভেদ লেখ? শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব লেখো?

২) ধারণা কাকে বলে? ধারনার বৈশিষ্ট্য গুলি লেখ? ধারণা গঠনের বিভিন্ন স্তর গুলি কি কি?

৩) প্রত্যক্ষণ কাকে বলে? শিক্ষায় প্রত্যক্ষনের গুরুত্ব লেখো।

অষ্টম অধ্যায়: প্রাচীন যুগের শিক্ষা

১) প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশীলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব লেখো।

২) প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয় বর্ণনা দাও।

৩) বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য লেখ?

নবম অধ্যায়: মধ্যযুগীয় শিক্ষা

১) ইসলামী বা মুসলিম শিক্ষা ব্যবস্থা বা ভারতীয় শিক্ষার বৈশিষ্ট্য লেখ?

দশম অধ্যায়: আধুনিক পদ্ধতি শিক্ষার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ঘটনা বলি: প্রাক স্বাধীনতার যুগ

১) হান্টার কমিশনের সুপারিশ ও ফলাফল গুলি লেখ?

২) ভারতীয় বিশ্ববিদ্যালয়ের কমিশনের সুপারিশ গুলি কি কি?

৩) স্যাডলার কমিশনের সুপারিশ গুলি কি কি।

একাদশ অধ্যায়: ভারতে আধুনিক শিক্ষার বিকাশে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান

১) শিক্ষা ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান। অথবা, জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান।

২) শিক্ষা চিন্তায় স্বামী বিবেকানন্দের অবদান অথবা বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা সংক্রান্ত ধারণাটি লেখ?

৩) বুনিয়াদি শিক্ষা ব্যবস্থার প্রবর্তক কে? এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।

একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বিষয়ে অধ্যায়ভিত্তিক সাজেশন উপরে দিয়ে দেওয়া হল। যার মধ্যে তোমাদের সেই সব বিষয় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেসব বিষয় থেকে তোমাদের এবছরে বড় প্রশ্ন অর্থাৎ বড় ৮ নম্বরের প্রশ্ন দেওয়া হবে। আশা করছি তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি ভালো মতন বুঝতে পেরেছ। এই ধরনের বিভিন্ন বিষয়ের সাজেশন পেতে অবশ্যই বাংলা সাজেশন ব্লগের সাথে যুক্ত থাকবে।

Back to top button