মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ (টেস্ট এবং ফাইনাল) | Madhyamik History Suggestion 2023
Madhyamik History Suggestion 2023
তুমি কি ইতিহাসে ভালো ফল পেতে চাও? তবে আমাদের আজকের সজেশনটি তোমার জন্য। আমরা প্রত্যেকে জানি গত দু বছরে পরীক্ষা না হওয়ায় এবং আগের বছর রিভিউ সিলেবাসের উপর পরীক্ষা হওয়ায় অনেক চ্যাপ্টার বাদ চলে গেছে ফলে সেই সমস্ত চ্যাপ্টার থেকে একটু বেশি পরিমাণে প্রশ্ন পড়তে হচ্ছে। তবুও আমরা তোমাদের কথা মাথায় রেখে সেই সমস্ত চ্যাপ্টার থেকেও কিছুটা কম প্রশ্ন নিয়ে তোমাদের স্কুলের টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমরা আশাবাদী যে আমাদের ইতিহাসের এই সাজেশন তোমাদের ভালো লাগবে এবং এই সাজেশনগুলি পেয়ে তোমরা উপকৃত হবে।
প্রথম অধ্যায়
(চার নাম্বারের টিকাধর্মী প্রশ্ন আসার সম্ভাবনা কম, তবে শর্ট প্রশ্ন এবং দুই নাম্বারের প্রশ্ন অবশ্যই আসবে)
১. ইতিহাসের উপাদান রূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী “সত্তর বৎসর” / সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী “জীবনের ঝরাপাতা” / রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী “জীবনস্মৃতি”-র গুরুত্ব।
২. নারী ইতিহাস *** / নতুন সামাজিক ইতিহাস
দ্বিতীয় অধ্যায়
১. নারী শিক্ষার বিকাশে বেথুন সাহেব ও
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা
করো।
২. পাশ্চাত্য শিক্ষার বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। (সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে
রামমোহন) ***
৩. গ্রামবার্তা প্রকাশিকা / নীল দর্পণ/উডের নির্দেশ নামা / young বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলন ও এর ব্যর্থতার কারণ /ব্রাহ্মসমাজ ও তার বিভাজন /বামাবোধিনী****
৪. পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারীদের অবদান ।
৫. চিকিৎসাবিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখ।
তৃতীয় অধ্যায়
১. উপনিবেশিক শাসনকালে ভারতে অরণ্য আইন
২. ফরাজী ও ওয়াহাবী আন্দোলন / ফরাজি ও অয়াহাবি আন্দোলনের মধ্যে পার্থক্য।
৩. তিতুমীরের বারাসত বিদ্রোহ
৪. সাঁওতাল বিদ্রোহের কারণ/ কোল বিদ্রোহের গুরুত্ব
চতুর্থ অধ্যায়
১৩. গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র / অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র / বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস / স্বামী বিবেকানন্দের “বর্তমান ভারত” কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল।
১৪. বঙ্গভাষা প্রকাশিকা সভা/ জমিদার সভা/ ভারত সভা
১৫. মহারানীর ঘোষণাপত্র
পঞ্চম অধ্যায়
১. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট/বসু বিজ্ঞান মন্দির/কলকাতা বিজ্ঞান কলেজ / ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক।
২. বাংলার মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (ইউর রয় এন্ড সন্স) এবং শ্রীরামপুর মিশনের ভূমিকা।
অতিরিক্ত পড়বে : তেলেঙ্গানা আন্দোলন / ভারত ছাড়ো + অসহযোগ এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা / বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা।
অন্যান্য→মাধ্যমিক ২০২৩ ভূগোল সাজেশন (টেস্ট এবং ফাইনাল) | Madhyamik 2023 Geography Suggestion
ষষ্ঠ অধ্যায়
১. বারদৌলি সত্যাগ্রহ / মিরাট ষড়যন্ত্র মামলা /তাম্রলিপ্ত জাতীয় সরকার / একা আন্দোলন
২. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ
অতিরিক্ত পড়বে : তেলেঙ্গানা আন্দোলন / ভারত ছাড়ো + অসহযোগ এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা / বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা
সপ্তম অধ্যায়
১. বেঙ্গল ভলান্টিয়ার্স / দিপালী সংঘ / আজাদ হিন্দ ফৌজে নারী বাহিনী / অনুশীলন সমিতি / চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন / এন্টি সার্কুলার সোসাইটি / রশিদ আলী দিবস
২. দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ও এই বিতর্কের অবসান।
অতিরিক্ত পড়বে : বাংলার নমঃশূদ্র আন্দোলন
অষ্টম অধ্যায়
১. হায়দ্রাবাদ / কাশ্মীর /জুনাগড় – কিভাবে ভারতভুক্ত হয়?
২. দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা ও সেই সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল?
৩. রাজ্য পুনর্গঠন কমিশন
৪. ভাষার ভিত্তিতে কীভাবে রাজ্য পুনর্গঠন করা হয়?
৫. আত্মজীবনীও স্মৃতি কথায় কীভাবে দেশ ভাগের বিষয়টি ফুটে উঠেছে?
উপরে যে কটি অতিরিক্ত প্রশ্ন হিসেবে দেওয়া রয়েছে সেটি প্রশ্ন যদি তোমাদের স্কুলের শিক্ষক অথবা শিক্ষিকা পরিয়ে থাকে তবেই তোমরা এই প্রশ্নগুলি পড়বে নয়তো এ প্রশ্নগুলি না পড়লেও কোন সমস্যা হবে না।
আট নাম্বারের বড় প্রশ্ন
১. শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
২. বাংলার নবজাগরণ ও এই নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো।
৩. উনিশ শতকের রেখায় ও লেখায় কিভাবে জাতীয়তাবাদ ফুটে উঠেছে তা আলোচনা করো।
৪. ১৮৫৭ সালের মহাবিদ্রোহ ****
৫. মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা এবং শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও।****
৬. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ও ছাত্রদের ভূমিকা আলোচনা করো।
৭. ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ ।