ট্যাবের টাকা দেওয়া চালু করা হলো! টেস্ট পাস নম্বর কত ? জেনে নাও এখুনি !

ক্লাস 10 ক্লাস 11 এবং ক্লাস 12 পরীক্ষার্থীদের যে টেস্ট পরীক্ষা হচ্ছে তার পাস নম্বর কত? কোন ক্লাসের জন্য কোন টেস্ট পেপারটি সেরা ? এবং ট্যাবের টাকা কি দেওয়া শুরু হয়ে গিয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই আলোচনা আমরা আশা করছি তোমাদের একটি ভালো লাগবে ।

Exam Update

ক্লাস 10, ক্লাস 11, এবং ক্লাস 12 পরীক্ষার্থীদের যে টেস্ট পরীক্ষা হচ্ছে তার পাস নম্বর কত?

আলাদাভাবে টেস্ট পরীক্ষার জন্য কোন পাস নম্বর বলা নেই। কিন্তু মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং ক্লাস ইলেভেন পরীক্ষার নিরিখে ক্লাস টেনে যারা টেস্ট পরীক্ষা দিচ্ছো তোমাদের পাশ নম্বর 25% মার্কস । আর যারা ইলেভেনের পরীক্ষা দিচ্ছো তাদের টেস্ট পরীক্ষার পাস নম্বর 30% মার্কস আর যারা টুয়েলভ এর টেস্ট দিচ্ছ তাদের জন্য পাশ নম্বর 30% মার্কস।

ট্যাবের টাকা কবে দেবে?

পুজোর আগে কয়েকজন ট্যাবের টাকা পেয়েছে তারপরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুজোর ছুটি কেটে গেলে আমরা আবার ট্যাবের টাকা দেওয়া শুরু করব তো সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই ট্যাবের টাকা, কিন্তু ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। এই ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে ডিসেম্বর পর্যন্ত। তার মানে এই নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে তোমরা তোমাদের ট্যাবের টাকা পেয়ে যাবে। টাকা পেয়ে গেলে যে নাম্বার দিয়ে তুমি ফরম ফিলাপ করেছো অর্থাৎ ফরম ফিলাপের সময় তোমরা স্কুলে যে নাম্বারটি দিয়েছো সেখানে মেসেজ ঢুকে যাবে এবং যদি তোমার সেই নাম্বারটি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে তোমার ব্যাংকের থেকেও মেসেজ দিয়ে দেবে।

তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যে ব্যক্তি স্কুলে জমা দিয়েছিলে সেই ব্যাংক একাউন্টে গিয়ে একবার চেক করে এসো যে ব্যাংক বইটি চালু আছে কিনা । না হলে কিন্তু তোমাদের ট্যাব এর টাকা আটকে যেতে পারে। যদি তোমাদের ব্যাংকের বই ঠিকঠাক থাকে তাহলে তোমরা আগামী এক দেড় মাসের মধ্যে ট্যাবের টাকা পেয়ে যাবে।

অন্যান্য → মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার নিয়ম বদল? তবে কি টেস্টে ফেল করলে ফাইনাল পরীক্ষা দিতে পারবেনা?

কোন ক্লাসের জন্য কোন টেস্ট পেপারটি সেরা ?

প্রথমেই বলি টেস্ট পরীক্ষা কিন্তু কোন প্রশ্নের বই না। তোমরা তোমাদের স্কুলে যে পরীক্ষাগুলো দিচ্ছ সেই পরীক্ষাগুলিরই একটি সেট দিয়ে এই টেস্ট পেপারটি তৈরি করা। পশ্চিমবঙ্গের খ্যাতনামা কিছু স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে বই প্রকাশ করা হয় সেটি হল টেস্ট পেপার।

ক্লাস 10 : – মাধ্যমিকের ক্ষেত্রে আমরা জানি আগে একটি মাত্র টেস্ট পেপার বেরোতো যার নাম হলো এবিটিএ। কিন্তু বর্তমানের বাজারে এবিটিএ ছাড়াও ডব্লিউ বি টি এ ডাব্লু বি এইচ এ পর্ষদ এছাড়াও বিভিন্ন টেস্ট পেপার বের হয়। তোমাদের জন্য জানুয়ারিতে তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হবে সেই টেস্ট পেপারটি খুব ভালো। তোমরা যদি ওই টেস্ট পেপারটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা পরীক্ষায় অনেক ভালো ফল করবে।

তবে তোমরা যদি মার্কেট থেকে কোন টেস্ট পেপার কিনতে যাও তাহলে তোমরা অবশ্যই টেস্ট পেপারটির স্কুলের নাম গুলো ভালোভাবে দেখে নেবে। কারণ এমন অনেক কোম্পানি আছে যেগুলি তাদের টেস্ট পেপার তাড়াতাড়ি বের করার জন্য কোন স্কুলের থেকে প্রশ্ন না নিয়েই নিজেদের মতো করে প্রশ্ন ছাপিয়ে দেয়।

ক্লাস 12 :- ক্লাস টুয়েলভে কিন্তু স্কুল থেকে কোন টেস্ট পেপার দেওয়া হয় না এই কারণে তোমাদের টেস্ট পেপার বাজার থেকেই কিনতে হবে। টেস্ট পেপার কেনার ক্ষেত্রে তোমাদের একটাই সাজেশন দেবো যে টেস্ট পেপারটি ভালোভাবে দেখে নিয়ে স্কুলের নাম গুলো পড়ে নিয়ে তবে কিনবে।

অন্যান্য → মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভালো রেজাল্ট করার গুরুত্বপূর্ণ টিপস !

Back to top button