শুধুমাত্র মাধ্যমিক পাশে সিআইএসএফ এর গ্রুপ সি পদে চাকরির সুযোগ!
CISF Constable Tradesmen Recruitment 2022:
শুধুমাত্র মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের একটি ভ্যাকান্সি বের হয়েছে। যার নাম CISF Constable Tradesmen. এখানে আবেদন করার জন্য আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে কি কি কি কি সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া হবে, কিভাবে আবেদন করবেন এসব কিছুই জানতে পারবেন এই একটি মাত্র আর্টিকেলে। এখানে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং ভারতের যেকোনো রাজ্যের ছেলে ও মেয়ে এখানে আবেদনযোগ্য।
কোন পোস্টে নিয়োগ করা হবে?
এখানে CISF এর গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে যার মধ্যে রয়েছে – Cook, cobbler Tailor washer man, sweeper, painter, Mason, Plumber, Mail, Welder, Barber প্রভৃতি।
আবেদনের তারিখ কত?
এখানে আবেদন শুরু হবে 21 নভেম্বর 2022 তারিখে (21/ 11/ 2022) এবং আবেদন শেষ হবে 20 ডিসেম্বর 2022 তারিখে (20/ 12/ 2022) l
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ?
CISF গ্রুপ সি পোস্টের নিয়োগের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস টেন পাস এর সঙ্গে যদি আপনারা আইটিআই ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানে স্পেশাল কিছু পেয়ে যাবেন।
আবেদনের ফিস কত?
OBC / EWS প্রার্থীদের জন্য আবেদন ফিস রাখা হয়েছে ১০০ টাকা এবং SC/ ST প্রার্থীদের জন্য এখানে কোন আবেদন ফ্রিজ লাগবে না।
মোট শূন্য পদ কত?
যদি বলি মোট শূন্য পদের কথা তাহলে এখানে মোট শূন্য পদ রয়েছে 710 টি। এই 710 টি শূন্য পদের মধ্যে পুরুষদের শূন্যপদ রয়েছে 633 টি এবং মহিলাদের শুন্যপদ রয়েছে 69 টি।
বয়স সীমা কত ?
CISF গ্রুপ সি পদে নিয়োগের জন্য আপনাদের বয়স সীমা চাওয়া হয়েছে 18 থেকে 23 বছর পর্যন্ত অর্থাৎ আপনি যদি 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাদের বয়সের হিসাবটি করবেন 1 আগস্ট 2022 এই তারিখ অনুযায়ী। এছাড়া বয়সের ক্ষেত্রে যারা ওবিসি রয়েছেন তারা তিন বছরের এবং যারা এসসি এসটি রয়েছেন তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন ।
Physical Criteria কি কি রয়েছে?
যে সমস্ত পুরুষ প্রার্থী রয়েছেন SC, ST অথবা UR, EWS ক্যাটাগরির তাদের ক্ষেত্রে হাইট লাগবে 170 সেন্টিমিটার এর সঙ্গে সঙ্গে আপনাদের চেস্ট 80 থেকে 85 সেন্টিমিটার থাকতে হবে। এখানে 80 সেন্টিমিটার মিনিমাম চাওয়া হয়েছে এখানে বুক ফুলিয়ে 5 সেন্টিমিটার চাওয়া হয়েছে।
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এসটি ক্যাটাগরির রয়েছেন তারা হাইট এর ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন অর্থাৎ তাদের হাইট লাগবে 162.5 সেন্টিমিটার এবং বুক লাগবে 76 থেকে 80 সেন্টিমিটার যেটি ফুলিয়ে 5 সেন্টিমিটার দেখাতে হবে।
মহিলাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র উচ্চতার প্রয়োজন হয় এবং মহিলাদের উচ্চতা এখানে চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার।
Exam pattern:
GK (GA) – 20 (Questions/ 20 Marks)
Mathematics – 20
Analytical Aptitude- 20
Reasoning & GI – 20
Hindi / English – 20
Total Question – 100, marks 100 Time -120 minutes
অন্যান্য → শুধুমাত্র মাধ্যমিক পাশেই কৃষি দফতরে চাকরি – কি কি ডকুমেন্ট লাগবে