কিভাবে অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখবে – 300 নম্বর পেলেই পেয়ে যাবে 54000 টাকার স্কলারশিপ
2022 সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের রেজাল্ট বেরোনোর পর কি কি স্কলারশিপ রয়েছে এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমাদের এই নিবন্ধ। উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীরা তোমরা সবাই হয়তো জেনে গেছ যে 10 জুন সকাল 11 টার সময় কিন্তু তোমাদের ফলাফল জানানো হবে এবং তার পরে 11.30 টার মধ্যে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে তোমরা তোমাদের ফলাফল অনলাইনের মাধ্যমে দেখতে পারবে।
উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জানাতে চাই যে তোমরা তোমাদের ফলাফল কোন ওয়েবসাইটে সবথেকে সহজ এবং দ্রুত দেখতে পারবে সে বিষয়েও কিন্তু আমি আজ তোমাদের জানাব।
তোমরা সবাই হয়তো এটা দেখে আসছ যে প্রতিবছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 2022 যেইদিন অনলাইনে প্রকাশ করা হয় সেই দিনই কিন্তু স্কুল থেকে তোমাদের মার্কশিট হাতে হাতে দিয়ে দেওয়া হয়। কিন্তু এই বছর বেনোজির ভাবে তোমাদের মার্কশিট কিন্তু সেই রেজাল্ট আউটের দিন অর্থাৎ 10ই জুন দেওয়া হবে না বরং এক সপ্তাহেরও বেশি সময় পরে কিন্তু স্কুল থেকে তোমরা তোমাদের মার্কশিট নিজেদের হাতে পাবে ।
এছাড়াও কিন্তু উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের জন্য আরও একটি সুখবর রয়েছে যেটি হচ্ছে স্কলারশিপ নিয়ে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যারা 300 নম্বর অথবা 300 নম্বরের বেশি পাবে তাদের জন্য কিন্তু রয়েছে দারুণ স্কলারশিপের সুযোগ। এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সংখ্যালঘু ইত্যাদি সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রী ছেলে অথবা মেয়ে উভয়েই কিন্তু এই স্কলারশিপের জন্য যোগ্য অর্থাৎ সবাই কিন্তু এখানে আবেদন জানাতে পারবে যারা 300 বা 300 নম্বরের বেশি পাবে।
সুতরাং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের তথ্যটি। তাই অবশ্যই আজকের এই তথ্যটি শেষ পর্যন্ত তোমরা সবাই কিন্তু পড়বে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের এই তথ্যটি নিজেদের বন্ধুদের সাথে ও নিজেদের ক্লাসমেটদের সাথে শেয়ার করবে। যাতে তারাও এই সুবিধা ও এই তথ্যটি পেয়ে সাহায্যকৃত হয়।
বোর্ডের তরফ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট ভাবে লেখা রয়েছে 10ই জুন সকাল 11 টার মধ্যে প্রেস অর্থাৎ মিডিয়ার সামনে কিন্তু তোমাদের উচ্চমাধ্যমিকের রেজাল্টের মেধা তালিকা তুলে ধরা হবে। যেখানে প্রথম থেকে দশম স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের নাম তুলে ধরা হবে।
প্রেসের সামনে মেধা তালিকা তুলে ধরার পর ঠিক সাড়ে এগারোটার সময় কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে মার্কশিট দেখতে পারবে। এবং সেই নোটিশটিতে কিন্তু এও লেখা আছে যে তোমাদের অনলাইনে অর্থাৎ 10ই জুন রেজাল্ট আউটের পরে জুনের 20 তারিখ অর্থাৎ দশ দিন পরে কিন্তু তোমাদের মার্কশিট তোমরা স্কুল থেকে তোমাদের হাতে পাবে।
তাহলে তোমরা সবাই হয়তো বুঝতে পেরেছ যে তোমাদের হাতে মার্কশিট পাওয়ার দশ দিন আগেই কিন্তু তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবে। তাই জন্য কিন্তু সমস্ত ছাত্র-ছাত্রীরা আগ্রহ থাকবে নিজেদের রেজাল্ট বাড়িতে বসে অনলাইনে দ্রুত চেক করে নেওয়ার। ঠিক এই জন্যই কিন্তু বোর্ড বারোটি অথরাইজড ওয়েবসাইট নির্দেশ করে দিয়েছে অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট চেক করার জন্য।
Online Websites List For HS 2022 Result Check
i) http://wbresults.nic.in
ii) www.exametc.com
iii) www.results.shiksha
iv) www.indiarcsults.com
v) www.jagranjosh.com
vi) www.technoindiagroup.com
vii) https://abpananda.abplive.in
viii) www.ncws18bangla.com
ix) abpeducation.com
x) www.aa|kaal.in
xi) https://bangla.hindustantimes.com/
xii) https://www.indiatoday.in/education-today
উপরে থাকা বারোটি ওয়েবসাইটের মধ্যে সবথেকে ভালো এবং দ্রুত এবং আমাদের বাংলা সাজেশন ওয়েবসাইটের রেকমেন্ডেশন ওয়েবসাইটটি হল wbresults.nic.in । এই ওয়েবসাইটটি কিন্তু বহু বছর ধরে চলে আসছে এবং অনলাইনে মাধ্যমিক হোক কিংবা উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখার জন্য সবথেকে সহজ এবং সবথেকে ফাস্ট ওয়েবসাইট বলতে পারো। এই ওয়েবসাইটটি ছাড়াও কিন্তু নিচের 11 টি ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে নিতে পারবে।
কিন্তু অবশ্যই এই কথাটি মনে রাখবে যে তোমরা কিন্তু 10 ই জুন সকাল সাড়ে 11 টার পরেই কিন্তু নিজেদের রেজাল্ট দেখতে পারবে তার আগে কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করে কোন লাভ হবে না।
এছাড়াও আরও একটি কথা কিন্তু তোমরা মাথায় রাখবে যে হয়তো তোমরা সাড়ে এগারোটার সময় রেজাল্ট নাও দেখতে পারো সার্ভার ডাউন এর কারনে। কেননা একই সময়ে অনেক মানুষ কিন্তু বা অনেক ছাত্র-ছাত্রী তাদের রেজাল্ট দেখার জন্য এই ওয়েবসাইটে উপস্থিত থাকবে সেই কারণে সার্ভার কিন্তু ভালো নাও থাকতে পারে।
যখন তোমরা এই ওয়েবসাইটটিতে ভিজিট করবে তখন সবার উপরে কিন্তু Higher Secondary Examination Result 2022 বলে একটি নোটিশ বা একটি লিংক দেখতে পাবে যেখানে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে যেখানে একটি ফর্ম ওপেন হবে। সেখানে কিন্তু তোমাদের নিজেদের রোল নাম্বার এবং নিজেদের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে মনে রাখবে দুটোই কিন্তু পুরোপুরি সঠিক লিখতে হবে না হলে কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পারবেনা।
রেজিস্ট্রেশন নম্বর এবং নিজেদের রোল নাম্বার সঠিকভাবে লেখার পরে তোমরা নিচে একটি Captcha দেখতে পাবে। যেখানে তোমাকে পাশে একটি ছবিতে কিছু সংখ্যা অথবা অক্ষর দেখতে পাবে। সেই লেখা দেখে তো একে হুবহু পাসের বক্সে লিখতে হবে। তারপর সাবমিট বাটন দেখতে পাবে সেই বটনে ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজাল্ট তোমাদের সামনে শো হয়ে যাবে।
এরপরে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই তোমরা যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর 300 অর্থাৎ পাঁচটি সাবজেক্ট এর নম্বর মিলিয়ে 300 অথবা 300 বেশি যারা পাবে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন করার যোগ্য হবে। এই স্কলারশিপের মাধ্যমে কিন্তু তোমরা প্রতি বছর 12000 থেকে 18000 টাকা করে পাবে।
এখানে আরেকটি কথা রয়েছে যেটি হল যারা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও পড়তে যাবে তারা কিন্তু এই স্কলারশিপ পাবে না এই স্কলারশিপ তাদের জন্য হবে না। এই স্কলারশিপ শুরু হয় সেপ্টেম্বর মাস নাগাদ এবং প্রায় দুই থেকে আড়াই মাস পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করার সুযোগ থাকে।
অন্যান্য:- কীভাবে 2 মিনিটের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন জেনে নিন
→উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন
→কলেজে ভর্তির নতুন নিয়ম জানেন কি – কলেজে ভর্তির নয়া পদ্ধতি জেনে নিন
অবশ্যই আমাদের ব্লগের সাথে জুড়ে থাকবেন যখন এই স্কলারশিপের আবেদন করার তারিখ বেরোবে। আমরা কিন্তু সবার প্রথমে আপনাদের তথ্য জানিয়ে দেবো। কিভাবে এখানে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা কারা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছুই কিন্তু আমি জানিয়ে দেবো তার জন্য আমাদের বাংলা সাজেশন ব্লক এর সাথে যুক্ত থাকবেন।
যারা প্রফেশনাল কোন কোর্সে ভর্তি হবে যারা পাস বা অনার্স নিয়ে কলেজে ভর্তি হবে অথবা যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার লাইনে যাবে তারা সবাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
আমি তোমাদের নিচে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর হেল্পলাইন নম্বর এবং তাদের ইমেইল আইডি দিয়ে দিচ্ছি। যেখানে তোমাদের কোন ধরনের ডাউট থেকে থাকলে অবশ্যই অফিস টাইমে তাদের কোন নাম্বারে কল করতে পারো অথবা তাদের ইমেইল সেকশনে তোমরা মেইল করতে পারো। এটা কিন্তু স্বামী বিবেকানন্দ পোর্টালের অফিশিয়াল ইমেইল এবং টোল ফ্রি নাম্বার।
এবার তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করে দিই। অনেকের মনেই হয়তো এই প্রশ্ন থাকবে যে তোমরা মাধ্যমিকের 60% নাম্বার পাওনি এখন 300 নম্বর এর ওপরে পেয়েছ তোমরা কি এই স্কলারশিপের আবেদন করতে পারবে তো এর উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই পারবে। আবার অনেকের মনেই এই প্রশ্নটি পেজে তোমরা মাধ্যমিকে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করোনি তাহলে এখন কি এপ্লাই করতে পারবে তাহলে এর উত্তর কিন্তু অবশ্যই পারবে।
তুমি এসসি, এসটি, জেনারেল, ওবিসি যাই হয়ে থাকো না কেন তোমরা যদি 300 নম্বর অথবা 300 নম্বর এর ওপরে পেয়ে থাকো তোমাদের পাঁচটি সাবজেক্ট এর নম্বর মিলিয়ে তাহলেই কিন্তু তোমরা এই স্কলারশিপের আবেদন জানাতে পারবে।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এই স্কলারশিপের আবেদন করতে হলে কি কি প্রসেস রয়েছে সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেব তো অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লগটির সাথে যুক্ত থাকবেন এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেটের জন্য আমাদের বাংলা সাজেশন ব্লগ থেকে নিজেদের বুকমার্কে সেভ করে নেবে।[/su_note]
আজকের জন্য তথ্য এই পর্যন্তই যদি আপনাদের একটু সাহায্য কর মনে হয় তাহলে অবশ্যই এই আর্টিকেলটি কে নিজেদের বন্ধুদের সাথে অথবা নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে যাতে তারাও এই তথ্যটি জানতে পারে।