মাধ্যমিক পাশে নতুন কর্মী নিয়োগ, আবেদন করতে পারবেন আপনিও!

Central Power Research Institute Job Vacancy :

সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট এর মাধ্যমে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে রাজ্যে কলকাতায় একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন।

New Job Vacancy

কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে:

এখানে অনেকগুলি পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেগুলি হল – MTS Grade-l (Watchman), Assistant grade-ll, Technician grade-l, Engineering Assistant, scientific assistant, Engineering officer grade-l.

শিক্ষাগত যোগ্যতা :-

MTS Grade-l (Watchman) :- শুধুমাত্র এক্স সার্ভিসমান হলে আপনি এখানে আবেদন করতে পারবেন।

Assistant grade-ll :- যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফাস্ট ক্লাস পেজ গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই টাইপিং স্পিড থাকতে বলা হয়েছে। এখানে এক্সপেরিয়েন্স এর কথাও বলা হয়েছে যেটি আপনার অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত দেখে নেবেন।

Technician grade-l :- আই টি আই ডিগ্রি কমপ্লিট থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেড এর উপরে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন।

Engineering Assistant :- ফার্স্ট ক্লাস পেয়ে তিন বছর ডিপ্লোমা ডিগ্রী কমপ্লিট থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে।সঙ্গে এখানে এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে আপনার বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নেবেন।

scientific assistant :- আপনার যদি বিএসি ডিগ্রী কমপ্লিট করে থাকেন কেমিস্ট্রির উপরে তাহলে এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে এখানে পাঁচ বছরের এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে আপনার বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নেবেন।

Engineering officer grade-l :- ফার্স্ট ক্লাস পেয়ে বি ই বা বিটেক কমপ্লিট করে থাকেন ইলেকট্রিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপরে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন।

অন্যান্য → রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগ – WB Health Department Job

• India Post Recruitment 2022: Age Limit, Education Qualification, Application Fee, Last Date

বয়স সীমা:

MTS Grade-l (Watchman) : 45-50 বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন।

Assistant grade-ll : এখানে সর্বোচ্চ বয়সসীমা 30 চাওয়া হয়েছে।

Technician grade-l : এখানে সর্বোচ্চ বয়সসীমার 28 চাওয়া হয়েছে।

Engineering Assistant : এখানে সর্বোচ্চ বয়সসীমা 35 চাওয়া হয়েছে।

scientific assistant : এখানে সর্বোচ্চ বয়সসীমা 35 চাওয়া হয়েছে।

Engineering officer grade-l : এখানে সর্বোচ্চ বয়সসীমা 30 চাওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া: আপনাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আপনারা পশ্চিমবঙ্গে 23 টি জেলার যে কোন ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:- আবেদনের জন্য এখানে শেষ তারিখ রয়েছে 21/ 11/ 2022 তারিখ পর্যন্ত। এখানে আবেদনের প্রক্রিয়া এখনো পর্যন্ত স্টার্ট হয়নি।

এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনে থেকে বিস্তারিতভাবে পড়ে নেবেন।

Official website:- Link Here

Official notification:- Link Here

অন্যান্য → রাজ্যে সরকারি ইউনিভার্সিটিতে নতুন কর্মী নিয়োগ – WB Govt University Job Recruitment 2022

Back to top button