কেন্দ্রীয় হাসপাতালে কর্মী নিয়োগ | মাধ্যমিক পাশে চাকরি | বেতন 18000 থেকে শুরু

কেন্দ্রীয় সরকারি হসপিটাল থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি (মাধ্যমিক পাশে চাকরি) নিয়ে চলে এসেছি। যেখানে পশ্চিমবঙ্গে অবস্থিত যে কোন ছেলে ও মেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে...

New Job Vacancy

বাংলা সাজেশন ব্লগে সবাইকে স্বাগতম আজকে কেন্দ্রীয় সরকারি হসপিটাল থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি (মাধ্যমিক পাশে চাকরি) নিয়ে চলে এসেছি। যেখানে পশ্চিমবঙ্গে অবস্থিত যে কোন ছেলে ও মেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেন্দ্রীয় সরকারের হসপিটাল থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এছাড়াও আরো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু কর্মী রিক্রুট করা হচ্ছে অর্থাৎ বিভিন্ন বিভিন্ন পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে।

শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনারা এখানে বেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো ছেলে মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবে যদি তারা মাধ্যমিক পাশ করে থাকে।

তো আমি এখানে জানিয়ে দেব কি কি ডকুমেন্টস প্রয়োজন এখানে আবেদন করতে গেলে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, বয়সসীমা কত প্রয়োজন, শূন্যপদ কত রয়েছে ও কিভাবে আবেদন করবেন ইত্যাদি সমস্ত কিছু তথ্য জানিয়ে দেব আজকের এই পোস্টে। সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।

তার আগে জানিয়ে দিই এই ধরনের চাকরির খবরের আপডেট সরাসরি সবার আগে পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লগের নোটিফিকেশন Allow করে নেবেন।

Direct Recruitment of Civilian Group C in HQ Northern Command এই পোষ্টের জন্য কিন্তু তোমাদের ভ্যাকান্সি বের হয়েছে। অর্থাৎ এই পোষ্টের জন্যে কর্মী রিক্রুট করা হচ্ছে। ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে।

তোমাদেরকে বলে রাখি এই অফিসিয়াল নোটিফিকেশন বের হওয়ার 45 দিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হওয়ার 45 দিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 14 আগস্ট 2022 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন।

অন্যান্য:- উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে | দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন

এবার জেনে নেব কোন কোন পোষ্টের জন্যে রিক্রুট করা হচ্ছে। যা নিচে দিয়ে দেওয়া হল

#১

পোষ্টের নাম – Barber

শূন্যপদ – 06 (UR-2, SC-2, OBC-1, ESMQ-1)

বেতন কাঠামো – লেভেল 1

বয়সসীমা – 18 – 25 বছর

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ

অন্যান্য যোগ্যতা – যদি তোমাদের 1 বছরের এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যদি না থাকে তাহলেও এখানে তোমরা আবেদন জানাতে পারবে।

#২

পোষ্টের নাম – Chowkidar

শূন্যপদ – 08 (UR-5, OBC-1, ESMQ-1, PHH-1)

বেতন কাঠামো – লেভেল 1

বয়সসীমা – 18 – 25 বছর

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ

অন্যান্য যোগ্যতা – যদি তোমাদের এই ট্রেড এর উপরে 1 বছরের এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যদি না থাকে তাহলেও এখানে তোমরা আবেদন জানাতে পারবে।

#৩

পোষ্টের নাম – Cook

শূন্যপদ – 06 (UR-4, SC-1, OBC-1, ESMQ-1)

বেতন কাঠামো – লেভেল 2

বয়সসীমা – 18 – 25 বছর

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ

অন্যান্য যোগ্যতা – অবশ্যই ভারতীয় রান্না জানতে হবে এবং এই ট্রেড এর উপরে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে।

#৪

পোষ্টের নাম – Washerman

শূন্যপদ – 15 (UR-4, SC-2, ST-1, OBC-4, EWS-4, ESMQ-1, PHH-1)

বেতন কাঠামো – লেভেল 1

বয়সসীমা – 18 – 25 বছর

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ

অন্যান্য যোগ্যতা – মিলিটারি এবং সিভিলিয়ান কাপড় ধোয়ার 1 বছরের এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে।

#৫

পোষ্টের নাম – Safaiwali

শূন্যপদ – 07 (UR-1, SC-2, OBC-2, EWS-2)

বেতন কাঠামো – লেভেল 1

বয়সসীমা – 18 – 25 বছর

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ

অন্যান্য যোগ্যতা – যদি তোমাদের 1 বছরের এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যদি না থাকে তাহলেও এখানে তোমরা আবেদন জানাতে পারবে।

#৬

পোষ্টের নাম – Tradesmen Mates

শূন্যপদ – 06 (UR-3, SC-1, OBC-1, EWS-1, ESMQ-1, PH-1)

বেতন কাঠামো – লেভেল 1

বয়সসীমা – 18 – 25 বছর

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ

অন্যান্য যোগ্যতা – এই ট্রেডের উপরে যদি তোমাদের 1 বছরের এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যদি না থাকে তাহলেও এখানে তোমরা আবেদন জানাতে পারবে।

#৭

পোষ্টের নাম – Ward Sahayika

শূন্যপদ – 15 (UR-6, OBC-3, EWS-6)

বেতন কাঠামো – লেভেল 1

বয়সসীমা – 18 – 25 বছর

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ

অন্যান্য যোগ্যতা – এই ট্রেডের উপরে যদি তোমাদের 1 বছরের এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যদি না থাকে তাহলেও এখানে তোমরা আবেদন জানাতে পারবে।

এছাড়াও কিন্তু আরো বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে যা তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে পুরো লিস্ট দেখে নিতে পারো। যেখানে মোট 10 টি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। আর মোট মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে 79 টি। যা কিন্তু তোমাদের কাস্ট অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া রয়েছে।

অন্যান্য:- 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs

সব পোস্টেই কিন্তু তোমরা মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে যা বলা হয়েছে যদি তা থেকে থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন আর যদি না থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন জানতে পারবেন।

বেতনকাঠামো কি রয়েছে?

এখানে বেশিরভাগ পোষ্টের বেতন কিন্তু লেভেল 1 অনুযায়ী দেওয়া হবে। লেভেল 1 পে স্কেল অর্থাৎ 18000 থেকে 56000 টাকা পর্যন্ত তো।আদের বেতন দেওয়া হবে।

কিভাবে আবেদন করবেন?

এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়া রয়েছে। কিভাবে আবেদন করবে তা নিচে দেওয়া হল –

১) সবার প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিফিকেশনটিকে ডাউনলোড করবে।

২) তারপর সেই নোটিফিকেশনটির শুধু মাত্র অ্যাপলিকেশন ফর্মটি প্রিন্ট আউট করবে।

৩) তারপর সেই ফর্মটি ভালোভাবে দেখে শুনে ফিল আপ করবে।

৪) ফিল আপ সম্পন্ন হলে নিচে দেওয়া অ্যাড্রেসে বাই পোষ্টের মাধ্যমে অথবা স্পীড পোষ্টের মাধ্যমে তোমাদের সেন্ড করে দিতে হবে।

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

এপ্লিকেশন ফর্মটি a4 পেজে প্রিন্ট আউট করে ফিলাপ করার পরে তার সাথে তোমাদের কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে যা হল তোমাদের জন্ম সার্টিফিকেট, ডোমেস্টিক সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি তোমাদের থেকে থাকে তবে), পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, নেশনালিটি সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো। এই ডকুমেন্টস গুলি অবশ্যই ফিল আপ করা ফর্মের সাথে অ্যাটাচ করবে।

আবেদন ফিস কত লাগবে?

এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু আবেদন ফিস প্রয়োজন। এই আবেদন ফিস কিন্তু তোমাদের পোস্টাল অর্ডারের মাধ্যমে দিতে হবে। “COMDT, CMDC (NC) REGT FUND AC” এই ফেবারে কিন্তু তোমরা তোমাদের এই আবেদন ফিস জমা করবেন। তারপর সেই জমার করার রশিদ কপি কিন্তু আপনারা আপনাদের ফর্মের সাথে যুক্ত করবেন।

জানিয়ে রাখি অবশ্যই কিন্তু খামের উপরে বা দিকে “Application For The Post ………**” কোন পোষ্টের জন্যে এপ্লাই করছো তা লিখতে কিন্তু ভুলবে না।

কোন অ্যাড্রেসে পাঠাবে?

Command Military Dental Centre, (Northern Command), NCSR Gate, Opp Army Public School Junior Wing, Udhampur (J&K) PIN-182101, c/o 56 APO

উপরে থাকা ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের পাঠিয়ে দিতে হবে।

সিলেকশন প্রসেস কেমন?

সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্ম এ তোমরা যে মোবাইল নাম্বার এবং ইমেইল দেবে, সেই ইমেইল এবং মোবাইল নম্বর এর মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং ডেকে নেওয়া হবে। তারপরে তোমাদের এক্সাম ডেট দিয়ে দেওয়া হবে এবং তারপরেই তোমাদের ইন্টারভিউ হয় কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে।

তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার সিলেবাস এবং কত নম্বরের কি পরীক্ষা নেওয়া হবে এই সমস্ত কিছুই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে নেবে।

অফিসিয়াল নোটিশ – https://bit.ly/3J4B0CT

যদি আজকের এই চাকরির তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয়।

[su_note note_color=”#f8f719″ text_color=”#112cf9″ radius=”0″]এই ধরনের বিভিন্ন সরকারি চাকরির আপডেট সরাসরি পেতে আমাদের বাংলা সাজেশন ব্লকের নোটিফিকেশনটিকে অবশ্যই Allow করে নেবেন।[/su_note]

Back to top button