চাকরির খবর: 4300 শূন্যপদে এসএসসির মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হচ্ছে, জেনে নিন বিস্তারিত
এসএসসি পাশে চাকরি: আপনি কি চাকরির সন্ধান করছেন ? যদি করে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য। SSC এর মাধ্যমে নতুন কর্মী নিয়োগ চলছে। হ্যাঁ! ঠিকই শুনছেন। SSC এর মাধ্যমে নতুন কর্মী নিয়োগ চলছে (SSC CAPF Recruitment 2022)। এখানে পশ্চিমবঙ্গের যেকোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবে। এখানে দুটি পোস্টে নিয়োগ চলছে সাব ইন্সপেক্টর ইন দিল্লী পুলিশ এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। শুধু মাত্র কোনো সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলে এখানে আবেদন করতে পারবেন (SSC New Job News)।
অন্যান্য খবর: BSF Job 2022: 1312টি শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগ
এখানে সবমিলিয়ে 4300 টি শূন্য পদ রয়েছে। ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন 30 আগস্ট 2022 তারিখ পর্যন্ত। আবেদন করার জন্য সমস্ত বিস্তারিত তথ্য অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনে দেখে নেবেন।
পদের নাম:- | ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ( Sub-inspector in Delhi police) এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (Central Armed Ploice forces) |
মোট শূন্যপদ:- | 4300 (SI Delhi 340 + CAPF 3960) |
শিক্ষাগত যোগ্যতা:- | যেকোনো সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রী কমপ্লিট থাকতে হবে। |
বয়স সীমা:- | 20 – 35 (সরকারি অনুযায়ী শ্রেণী বিভাগ অনুসারে আলাদা আলাদা ছাড় রয়েছে) |
সিলেকশন প্রসেস:- | Paper I, Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET),Paper II, Detailed Medical Test ইত্যাদি টেস্টের মাধ্যমে সিলেকশন হবে। |
চাকরির খবর:- BSF Recruitment 2022: HS পাশে BSF এ 323 টি শূন্যপদে কর্মী নিয়োগ
পরীক্ষার সিলেবাস
পেপার 1 এ চারটি বিষয় থাকবে এবং প্রত্যেকটি বিষয়ে ৫০ করে অর্থাৎ টোটাল ২০০ টি প্রশ্নের পরীক্ষা হবে ২০০ নম্বরে এবং এর জন্য সময় থাকবে দু’ঘণ্টা অর্থাৎ একশো কুড়ি মিনিট। পেপার ওয়ান এ ৪টি বিষয় থাকবে চারটি বিষয় হলো 1) জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, 2) জেনারেল নলেজ এন্ড জেনারেল এওয়ারনেস, 3) কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, 4) ইংলিশ কম্প্রিহেনশন।
চাকরির আপডেট:- ITBPF Recruitment 2022: বর্ডার পুলিশ ফোর্সের এর তরফ থেকে জারি হলো নতুন চাকরীর বিজ্ঞপ্তি, বেতন রয়েছে 1 লক্ষ টাকা প্রতি মাসে
পেপার ওয়ান হয়ে গেলে তারপর হবে ফিজিকাল স্ট্যান্ডার্ড টেস্ট অথবা Physical এন্ডুরেন্ট টেস্ট। তারপর হবে পেপার ২। যেখানে ২০০ নম্বরের ২০০ টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে দুঘন্টা অর্থাৎ একশো কুড়ি মিনিট। পেপার টু এর ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কমপ্লিহেন্সের থেকেই প্রশ্ন করা হয়ে থাকে। পেপার টু এর পরে হবে মেডিকেল টেস্ট এবং তারপরে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে।
আবেদন কিভাবে করবেন
• অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
• রেজিস্টার করুন
• তারপর রিক্রুটমেন্ট নোটিশে গিয়ে ‘Apply Now’ তে গিয়ে আবেদন করুন
• আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি অবশ্যই ভালোভাবে পড়তে বলা হচ্ছে।
কারা আবেদন করতে পারবে?
সরকারি কলেজ থেকে গ্রাজুয়েট পাশ করা পশ্চিমবঙ্গের যে কোনো ইচ্ছুক প্রার্থী (ছেলে মেয়ে উভয়েই)
→ জরুরী তারিখ ←
আবেদন শুরু:- 10 August 2022
আবেদন শেষ:- 30 August 2022
→ জরুরী লিংক ←
→জরুরী তথ্য←
আমরা চাকরির অফার বা চাকরির সহায়তার জন্য কোনো প্রার্থীর সাথে সরাসরি যোগাযোগ করি না। আমাদের এই পোর্টাল কখনই চাকরির জন্য কোনো প্রার্থীর থেকে টাকা চার্জ করে না। চাকরির জন্যে জাল কল বা ইমেল থেকে সতর্ক থাকুন। যেকোনো সহায়তার জন্য, অবশ্যই আমাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ।