কমাতে পারে মোবাইল রিচার্জের দাম, TRAI এর নতুন নিয়ম জেনে নিন
সবাই জানেন যে পুরো দেশজুড়েই চলছে বিভিন্ন মূল্যবৃদ্ধি আর ঠিক এরকমই দিন দিন বেড়েই চলেছে মোবাইল রিচার্জ প্যাকের দাম। সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে এই প্যাকের দাম। মাসের পর মাস সাধারণ মানুষ পুরো নাজেহাল এই প্যাকের দাম জোগাড় করতে।

এই জন্যে TRAI সাধারণ মানুষদের এই নাজেহাল অবস্থা থেকে মুক্তি দিতে এক নতুন পদক্ষেপ নিতে শুরু করেছে। সূত্র মারফত দাবি করা হয়েছে যে, TRAI এর এই নতুন পদক্ষেপের ফলে আগামী দিনে সাধারণ মানুষের খরচ অনেক কমতে চলেছে। আর যখন থেকেই এই খবর ছড়িয়েছে দেশের মানুষদের মধ্যে এটা নিয়ে আরো জানার উদ্বেগ গড়ে উঠছে।
আপনারা সবাই হয়তো এটা জানেন যে এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া সহ দেশের অন্যান্য টেলিকম কোম্পানিগুলি বারংবার তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করছে। 2023 এর নতুন বছরের শুরুতেই এয়ারটেলের তরফে দেশের বিভিন্ন রাজ্যে তাদের নূন্যতম রিচার্জ প্ল্যান এর দাম ৯৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছে। আর এতেই TRAI এর উপর রীতিমত বাজ পড়েছে। আর এর ফলস্বরূপ গ্রাহকদের এই অতিরিক্ত খরচের বোঝা থেকে মুক্তি দিতে তৎপর হয়ে উঠেছে TRAI। বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, TRAI -এর এই নতুন পরিকল্পনা অনুসারে আগামী দিনে খুব শীঘ্রই সমগ্র দেশের টেলিকম কোম্পানিগুলির নতুন রিচার্জ প্যাক লঞ্চ করা হবে। আর রিচার্জ প্যাকের দাম অনেক কম হবে বলে মনে করা যেতে পারে।