BSF Recruitment 2022: HS পাশে BSF এ 323 টি শূন্যপদে কর্মী নিয়োগ

BSF Recruitment 2022

দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে চাকরি করার বিরাট সুযোগ চলে এসেছে। BSF Recruitment 2022 হইতে জারি করা হল নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। 323 টি শূন্যপদে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আসিস্টান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) এবং হেড কনস্টেবল পোস্টে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে পারবেন।

ইচ্ছুক প্রার্থীদের জানানো যাচ্ছে যে তারা যেন 6 সেপ্টেম্বর 2022 তারিখের আগে নিজেদের আবেদন কমপ্লিট করে। তারপরে আর কোনো আবেদন সংগৃহীত করা হবে না। এই নিয়োগের মাধ্যমে বর্ডার সিকিউরিটি ফোর্স কর্তৃপক্ষ 323 টি পদে নতুন কর্মী রিক্রুট করতে চাই। তাই এটা একটি দারুন সুযোগ রয়েছে নিজেকে বর্ডার সিকিউরিটি ফোর্স এর একজন তৈরি করার। ছেলে ও মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারে।

চাকরির আপডেট:- আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের সেরা ১৫টি চাকরির খবর । Top 15 Jobs in August 2nd Week

যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের BSF Recruitment 2022 এর জারি করা নোটিফিকেশন অবশ্যই ভালোভাবে খুঁটিয়ে পড়ে তারপরেই আবেদন করতে বলা হচ্ছে।

BSF Recruitment 2022: এক নজরে

BSF Recruitment 2022: Assistant Sub Inspector (Stenographer)

পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার)
শূন্যপদ :- 312
বেতন :- 29,200 – 92,300 (লেভেল 5)
বয়সসীমা :- 18 – 25
শিক্ষাগত যোগ্যতা :- 10+2 পাশ
অন্যান্য যোগ্যতা :-  শর্টহ্যান্ড টাইপিং এবং টাইপিং টেস্ট এর অভিজ্ঞতা

চাকরির আপডেট:- HS পাশে একদম নতুন চাকরির বিজ্ঞপ্তি – বেতন রয়েছে প্রতি মাসে 38000 টাকা

BSF Recruitment 2022: Head Constable (Ministerial)

পদের নাম :- হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল)
শূন্যপদ :- 11
বেতন :- 25,500-81,100 (লেভেল 4)
বয়সসীমা :- 18 – 25
শিক্ষাগত যোগ্যতা :- 10+2 পাশ

BSF Recruitment 2022: আবেদন ফিস

Head Constable (Ministerial) এবং Assistant Sub Inspector (Stenographer) পদে আবেদনের সময় অনলাইন Payment এর মাধ্যমে এই ফিস জমা করা আবশ্যক। আবেদন ফিস 100 টাকা, যা জমা করানোর পরে আর ফেরতযোগ্য নয়।

চাকরির আপডেট:- ITBPF Recruitment 2022: বর্ডার পুলিশ ফোর্সের এর তরফ থেকে জারি হলো নতুন চাকরীর বিজ্ঞপ্তি, বেতন রয়েছে 1 লক্ষ টাকা প্রতি মাসে

BSF Recruitment 2022: সিলেকশন কিভাবে হবে

আবেদনকারীদের মধ্যে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ডিটেল মেডিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে প্রার্থী সিলেক্ট করা হবে।

→ জরুরী তারিখ ←

আবেদন শুরু :- 8 আগস্ট 2022
আবেদন শেষ :- 6 সেপ্টেম্বর 2022

→ জরুরী লিঙ্ক ←

>>>> অফিসিয়াল ওয়েবসাইট

>>>> অফিসিয়াল নোটিশ

>>>> আবেদন করুন

Back to top button