BSF Job 2022: 1312টি শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগ

BSF Job News

Border Security Force (BSF) এর তরফ থেকে জারি হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি। ডিফেন্স লাইনে চাকরির ইচ্ছে অনেকেরই থাকে। বর্ডার সিকিউরিটি ফোর্স এর একজন হয়ে দেশের সেবা করা কাজের জন্যে আগ্রহী প্রার্থীদের জন্যে বের হল এক নতুন রিক্রুটমেন্ট নোটিশ। এবার খুবই ভালো একটা সুযোগ রয়েছে আপনাদের কাছে এখানে আবেদন করার।

আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে 20 আগস্ট 2022 তারিখ থেকে। এখানে মোট 1312 টি শূন্যপদে বিএসএফ কর্মী নিয়োগ করা হবে। আমাদের রাজ্যের যেকেউ এখানে আবেদন করতে পারবেন। কিন্তু ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আবেদন প্রক্রিয়া 19 সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে শেষ করবেন কারণ তারপরে আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

এখানে 982 টি শূন্যপদ রয়েছে হেড কনস্টেবল (রেডিও অপারেটর) এবং 330 টি শূন্যপদ রয়েছে হেড কনস্টেবল (রেডিও মেকানিক) পদের জন্যে। পশ্চিমবঙ্গের যেকোনো রাজ্যের ছেলে মেয়ে এখানে আবেদন যোগ্য। শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা 18 থেকে 25 বছরের মধ্যে থাকা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। চাকরির হয়ে যাওয়ার পরে প্রতি মাসে 25500 টাকা থেকে 81000 পর্যন্ত বেতন রয়েছে। মাধ্যমিক পাশের মাধ্যমে রাজ্যের যেকোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাকরির আপডেট:- BSF Recruitment 2022: HS পাশে BSF এ 323 টি শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদনের আগে অবশ্যই অফিসিয়াল নোটিশ ভালোভাবে পড়তে বলা হচ্ছে। খুঁটিনাটি বিষয় জানার জন্যে নিম্নে দেখুন।

BSF Recruitment 2022: Communication Posts Vacancy

 

বিএসএফ চাকরি 2022: হেড কনস্টেবল (রেডিও অপারেটর)

পোষ্টের নাম হেড কনস্টেবল (রেডিও অপারেটর)
শূন্যপদ 330টি (পদ সংরক্ষণ রয়েছে আলাদা আলাদা শ্রেণীর জন্যে)
বয়সসীমা 18 থেকে 25 (সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে)
বেতন 25500 থেকে 81000 প্রতি মাস
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ এবং 2 বছরের ITI ডিগ্রি রিলেভান্ট বিষয়ের উপর অথবা উচ্চ মাধ্যমিক পাশ
সিলেকশন প্রসেস লিখিত টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মেডিক্যাল

বিএসএফ চাকরি 2022: হেড কনস্টেবল (রেডিও মেকানিক)

পোষ্টের নাম হেড কনস্টেবল (রেডিও মেকানিক)
শূন্যপদ 982টি (পদ সংরক্ষণ রয়েছে আলাদা আলাদা শ্রেণীর জন্যে)
বয়সসীমা 18 থেকে 25 (সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে)
বেতন

25500 থেকে 81000 প্রতি মাস

শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ এবং 2 বছরের ITI ডিগ্রি রিলেভান্ট বিষয়ের উপর অথবা উচ্চ মাধ্যমিক পাশ
সিলেকশন প্রসেস লিখিত টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মেডিক্যাল

BSF Recruitment 2022: আবেদন প্রক্রিয়া

ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে গেলে সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখানে নিজেদের নতুন প্রোফাইল রেজিস্টার করতে হবে। তারপরেই আপনারা এই পোষ্টের জন্যে আবেদন করতে পারবেন।

→জরুরী তারিখ←

আবেদন শুরু :- 20 আগস্ট 2022

আবেদন শেষ :- 19 সেপ্টেম্বর 2022

→জরুরী লিঙ্ক←

>>>অফিসিয়াল ওয়েবসাইট
>>>অফিসিয়াল নোটিশ
>>> রেজিষ্টার করুন

[ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট পাশে বিভিন্ন চাকরির খবর পেয়ে যান এখানে: চাকরির খবর ২০২২ ]

Back to top button