গুরুত্বপূর্ন সব বই এবং লেখক | Book And Authors 2022 | Current Affairs
Current Affairs 2022 | ২০২২ গুরুত্বপূর্ন সব বই এবং লেখক | Important Book And Authors
Current Affairs 2022 | ২০২২ গুরুত্বপূর্ন সব বই এবং লেখক | Important Book And Authors
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।
1. The Maverick Effect বইটির লেখক কে?
A. দেবিকা বঙ্গাচারী
B. হরিশ মেহতা
C. প্রিয়ম গান্ধী মোদী
D. কোনোটিই নয়
উ: হরিশ মেহতা।
2. Queen of Fire নামক উপন্যাসের লেখক কে?
A. দেবিকা রঙ্গাচারী
B. হরিশ মেহতা
C. প্রিয়ম গান্ধী মোদী
D. বিল গেটস
উ: দেবিকা রঙ্গাচারী।
3. ‘অষ্টাঙ্গ যোগ’ বইটির লেখক কে?
A. দেবিকা রঙ্গাচারী
B. ড. সনু ফোগট
C. প্রিয়ম গান্ধী মোদী
D. বিল গেটস
উ: ড. সনু ফোগট।
4. A Nation to Protect এর লেখিকা কে?
A. বিনোদ রায়
B. ড. সনু ফোগট
C. প্রিয়ম গান্ধী মোদী
D. বিল গেটস
উ: প্রিয়ম গান্ধী মোদী।
5. How to Prevent the Next Pandemic বইটির লেখক কে?
A. বিনোদ রায়
B. ড. সনু ফোগট
C. প্রিয়ম গান্ধী মোদী
D. বিল গেটস
উ: বিল গেটস।
6. অটল বিহারী বাজপেয়ী’ বইটির লেখক কে?
A. অবিনাশ মহাপাত্র
B. সাগরিকা ঘোষ
C. প্রিয়ম গান্ধী মোদী
D. বিল গেটস
উ: সাগরিকা ঘোষ।
অন্যান্য→ জিকে প্রশ্ন এবং উত্তর | GK In Bangla | GK Quiz | Bangla GK Questions for KP, WBP
→ কোন কোন রোগের জন্যে কোন কোন টেস্ট | গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন (Science GK)
7. ‘গোল্ডেন বয় নীরজ চোপড়া’ নামক বই কে লিখেছেন?
A. অবিনাশ মহাপাত্র
B. সাগরিকা ঘোষ
C. নবদ্বীপ সিংহ গিল
D. কোনোটিই নয়
উ: নবদ্বীপ সিংহ গিল।
8. Fearless Governance বইটির লেখক কে?
A. অবিনাশ মহাপাত্র
B. সাগরিকা ঘোষ
C. নবদ্বীপ সিংহ গিল
D. কিরণ বেদী
উ: কিরণ বেদী।
9. The Power of the Ballot: Travail and Triumph in the Elections বইটির লেখক কে?
A. ওম প্রকাশ রাওয়াত
B. সুনীল আরোরা
C. অটল কুমার জ্যোতি
D. নসীম জেদী
উ: সুনীল আরোরা।
10. ভারতীয় সংবিধান”আনকাহি কাহানি কে লিখেছেন?
A. আরয়ান ভাস্কর
B. ড.শ্রীরাম চৌলিয়া
C. ড. টমাস ম্যাথই
D. রাম বাহাদুর রায়
উ: রাম বাহাদুর রায়।
11. রতন টাটার জীবনী ‘Ratan N Tata:The Authorized Biography’ কে লিখেছেন?
A. আরয়ান ভাস্কর
B. ড.শ্রীরাম চৌলিয়া
C. ড. টমাস ম্যাথুই
D. রাম বাহাদুর রায়
উ: ডা: টমাস ম্যাথুই।
12. Modi @20: Dream Meet Delivery কোন রাজনৈতিক জীবনের উপর নির্ধারিত?
A. মনমোহন সিং
B. নরেন্দ্র মোদী
C. সোনিয়া গান্ধী
D. রাজনাথ সিং
উ: নরেন্দ্র মোদী।
13. ‘Crunch Time:Narendra Modi’s National Security Crises’ কে লিখেছেন?
A. ড. শ্রীরাম চৌলিয়া
B. বিমল জালান
C. বিনীত কার্নিক
D. কোনোটিই নয়
উ: ড. শ্রীরাম চৌলিয়া।
14. India-Africa Relations: Changing Horizons নামক নতুন বই কে লিখেছেন?
A. ড. শ্রীরাম চৌলিয়া
B. বিমল জালান
C. বিনীত কার্নিক
D. রাজীব কুমার ভাটিয়া
উ: রাজীব কুমার ভাটিয়া।
15. A Place Called Home নামক উপন্যাস কে লিখেছেন?
A. অবিনাশ মহাপাত্র
B. প্রীতি শেনোয়
C. অচল কুমার জ্যোতি
D. রাজীব কুমার ভাটিয়া
উ: প্রীতি শেনোয়।
16. Hear Yourself নামক বইটি কে লিখেছেন?
A. অবিনাশ মহাপাত্র
B. প্রেম রাওয়াত
C. অচল কুমার জ্যোতি
D. রাজীব কুমার ভাটিয়া
উ: প্রেম রাওয়াত।
17. The India Story বইটির লেখক কে?
A. আরিয়ান ভাস্কর
B. বিমল জালান
C. বিনীত কার্নিক
D. কোনোটিই নয়
উ: বিমল জালান।
বন্ধুরা তোমাদের যদি আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে এবং কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। যাতে আমরা তোমাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তরটা ঠিক করার চেষ্টা করতে পারি।
[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এরকম আরো নতুন নতুন প্রশ্ন পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]