জীববিদ্যা সম্পর্কিত ২৫ টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন | 25 Important Biology GK Question | WBP, PSC, SSC, KP Exam
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব জীববিদ্যা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে। যা আপনাদের ডাবলু বিপি, পি এস সি, এস এস সি, কে পি এক্সাম প্রভৃতি চাকরির পরীক্ষায় কাজে লাগবে। এছাড়াও বন্ধুরা এই সমস্ত প্রশ্ন আপনাদের জেনারেল নলেজ কেও বাড়িয়ে তুলতে অনেক সাহায্য করেবে। তো বন্ধুরা আজকে আমাদের এই আর্টিকেলটি শুরু করা যাক।
Top 25 Important Biology GK Question | Bangla GK Questions For WBP, PSC, SSC, KP Exam
1. মানুষের হৃৎপিন্ড এক মিনিটে কতবার স্পন্দন হয়?
A. 140 বার/মিনিট
B. 72 বার/মিনিট
C. 62 বার/মিনিট
D. 106 বার/মিনিট
উঃ 72 বার/মিনিট।
2. মানুষের মাথার খুলিতে (Human Skull) কতগুলো হাড় থাকে?
A. 8
B. 10
C. 28
D. 206
উঃ 28 টি।
3. মানুষ এক মিনিটে কতবার শ্বাস নেয়?
A. 16-18 বার
B. 18-20 বার
C. 20-24 বার
D. 24-28 বার
উঃ 16-18 বার।
4. একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্কের ওজন কত?
A. 120 গ্রাম
B. 150 গ্রাম
C. 160 গ্রাম
D. 200 গ্রাম
উঃ 150 গ্রাম।
5. মানব শরীরের সবচেয়ে বড়ো হাড় কোনটি?
A. মেলিয়াস
B. ইনকাস
C. স্টেপিস
D. ফিমার
উঃ ফিমার।
6. মানব শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি?
A. ফিমার
B. সেরিব্রাম
C. এনামেল
D. স্টেপিস
উঃ এনামেল।
7. মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত?
A. 80/120mm
B. 120/80mm
C. 120/60mm
D. None
উঃ 120/80mm।
8. মানব শরীরের জলের মাত্রা কত?
A. 40-50%
B. 65-80%
C. 80-95%
D. 75-85%
উঃ 65-80%।
9. মানব শরীরে রক্তের মাত্রা শরীরের ওজনের কত শতাংশ?
A. 5%
B. 7%
C. 8%
D. 10%
উঃ 7%।
10. একজন সুস্থ মানুষের শরীরে কত লিটার রক্ত পাওয়া যায়?
A. 2-3 লিটার
B. 5-6 লিটার
C. 4-8 লিটার
D. 7-9 লিটার
উঃ 5-6 লিটার।
11. মানুষের রক্তে PH মান কত?
A. 7.4
B. 7
C. 6
D. 8.5
উঃ 7.4।
12. নিম্নলিখিত রক্ত কোথায় শুদ্ধ হয়?
A. কিডনি
B. লিভার
C. অগ্ন্যাশয়
D. যকৃৎ
উঃ কিডনি।
13. নিম্নলিখিত লোহিতরক্ত কণিকা কোথায় তৈরি হয়?
A. অস্থিমজ্জা
B. প্লীহা
C. অগ্ন্যাশয়
D. বৃক্ক
উঃ অস্থিমজ্জা।
14. নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত?
A. 120 দিন
B. 1-15 দিন
C. 3 দিন
D. 90 দিন
উঃ 1-15 দিন।
15. নিম্নলিখিত শ্বেত রক্তকণিকার অপর নাম কি?
A. লিউকোসাইট
B. এরিথ্রোসাইট
C. পলিসাইট
D. পার্নিসিয়াস
উঃ লিউকোসাইট।
16. মানব শরীরে তাপ কোথায় সঞ্চিত হয়?
A. হাইপোথ্যালাম গ্রন্থি
B. অ্যড্রিনালীন গ্রন্থি
C. প্যারাথাইরয়েড
D. কোনটিই নয়
উঃ হাইপোথ্যালাম গ্রন্থি।
17. নিম্নলিখিত কোন শ্রেণীর গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়?
A. O
B. A
C. B
D. AB
উঃ O।
18. নিম্নলিখিত ব্লাড ব্যাংক কাকে বলে?
A. প্লীহা
B. যকৃৎ
C. অগ্ন্যাশয়
D. বৃক্ক
উঃ প্লীহা।
19. মানুষের জন্ডিস হলে শরীরের কোন অংশকে খ্যাতি করে?
A. প্লীহা
B. যকৃৎ
C. অগ্ন্যাশয়
D. বৃক্ক
উঃ যকৃৎ।
20. নিম্নলিখিত মানব শরীরে ভিটামিন-A কোথায় সঞ্চিত হয়?
A.পাকস্থলী
B. যকৃৎ
C. বৃক্ক
D.মস্তিষ্ক
উঃ যকৃৎ।
21. মানব শরীরের সবচেয়ে বড়ো গ্রন্থির নাম কি?
A. বৃক্ক
B. যকৃৎ
C. মূত্রাশয়
D. হৃৎপিন্ড
উঃ যকৃৎ।
22. মানব শরীরের মোট মাসপেশির সংখ্যা কত?
A. 206
B.936
C. 639
D.369
উঃ 639।
23. মানব শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত?
A.42
B. 46
C. 56
D. 64
উঃ 46।
অন্যান্য → ২০ টি গুরুত্বপূর্ণ GK প্রশ্ন | 20 Most important GK Question | Bangla GK Current Affairs 2022
→ মজাদার বাংলা জিকে প্রশ্ন | Interesting Bangla GK Questions | Gk Questions for General Knowledge
24. মানব শরীরের সবচেয়ে বড়ো অঙ্গের নাম কি?
A. মুখ
B. যকৃৎ
C. ত্বক
D. ফিমার
উঃ ত্বক।
25. মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
A.34°C
B. 36°C
C. 37°C
D. 40°C
উঃ 37°C।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]বন্ধুরা আপনাদের যদি এই আর্টিকেলের লেখাগুলি বা প্রশ্ন উত্তর গুলি পছন্দ হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং এই লেখার মধ্যে যদি আপনাদের মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে তাহলে সেটি কমেন্ট বক্সে জানাবেন । যদি কোন প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে জানাবেন । আমরা চেষ্টা করবো যে আপনাদের মনের সংশয় এবং ভুল উত্তর সংশোধন করার।[/su_note]