Best Book for WBCS in Bengali & English | WBCS Booklist in Bengali | WBCS এর সেরা বইয়ের লিস্ট
WBCS Syllabus & Booklist | WBCS এর জন্য সেরা বইয়ের লিস্ট
WBCS Book list in Bengali:- যারা 2023 সালের WBCS পরীক্ষার জন্যে প্রস্তুতি শুরু করে দিয়েছো তারা হয়তো WBCS ক্লিয়ার করার জন্য বই খুঁজছেন। কারণ WBCS পরীক্ষার কথা মাথায় আসার পরে যখন তার জন্যে প্রিপারেশন শুরু করবে তখন সবার প্রথমেই এই প্রশ্নটি সবার মনেই আসে যে কোন বইগুলি পড়তে হবে। কোন বইগুলি পড়লে WBCS পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে। বাংলা ভার্সনের বই কিনলে বেশি ভালো হয় নাকি ইংলিশ ভার্সনের বই কিনলে বেশি ভালো হয়। এই সমস্ত তথ্য জানিয়ে দেব এখানে।
WBCS পরীক্ষার জন্যে অনেক ধরনের সিলেবাস থেকে এবং বিভিন্ন বিষয় থেকে পরীক্ষার প্রশ্ন করা হয়। সেই সমস্ত বিষয়গুলির প্রশ্ন একটি মাত্র বইতে কখনোই খুঁজে পাওয়া যায় না। তাই জন্যে বিভিন্ন রকমের বই কিনতে হয়। WBCS Booklist in Bengali, WBCS Suggestion Book, Best Books for WBCS.
ডাব্লুবিসিএস প্রিপারেশনের সময় এতগুলি বিষয় অর্থাৎ এতগুলি সাবজেক্টকে কভার করতে পারবে এমন বই খুঁজে পড়তে গিয়ে সমস্ত বই কিনে পড়া সম্ভব হয়ে ওঠে না এবং পিপ্রেশনের আগে তোমরা প্রত্যেকটি বই কিনে পড়তে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়। কখনো এমনও হয় যে একটি বই কিনে পড়তে পড়তে আরেকটি বইয়ের খোঁজ মেলে। তখন হয়তো এটা মনে হতে পারে যে এই বইটির থেকে ওই বইটি বেশি ভাল ছিল সেখানে তোমাদের সময় নষ্ট হওয়ার ভয় থাকে।
সবার প্রথমে আমরা ইতিহাস বিষয়ের বইগুলি থেকে শুরু করবো। তার আগে তোমাদেরকে বলে দিই ডাব্লুবিসিএস প্রিপারেশন এর জন্য বই পড়ার বিষয় নিয়ে একটি কথা আছে সেটা খুবই প্রচলিত। সেটা হলো “দশটি বই পড়া থেকে একটি বই দশবার পড়া অনেক ভালো।”। কিন্তু সেই একটি বইয়ের জন্যে একদম সঠিক বই তোমাকে বেছে নিতে হবে।
History Book For WBCS – WBCS এর জন্যে সেরা ইতিহাস বই
WBCS: ইতিহাস বাংলা ভার্সনের বই (Best History book for WBCS in Bengali)
১) স্বদেশ সভ্যতা ও বিশ্ব – জীবন মুখোপাধ্যায়
WBCS এর ক্ষেত্রে শুধুমাত্র MCQ প্রশ্নের দিকে নজর দিলে কিন্তু হয়না। এখানে তোমাদেরকে গল্পগুলোর উপরেও নজর দিতে হবে। গল্প গুলি জানতে হবে ব্যাখ্যার জন্যে। সেই জন্যে সব থেকে ভালো বাংলা ভার্সনের ইতিহাস বই হলো স্বদেশ সভ্যতা ও বিশ্ব লেখক জীবন মুখোপাধ্যায়। এই বইটি সব থেকে বেস্ট বই WBCS ইতিহাস বইয়ের (WBCS History Books in Bengali) মধ্যে। (Buy Now)
২) (ছায়া) ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম – জীবন মুখোপাধ্যায় ও বিভাস ঘোষাল
ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম লেখক জীবন মুখোপাধ্যায় ও বিভাস ঘোষাল এই বইটি শুধুমাত্র প্রশ্ন গুলি একত্রিত করে দেওয়া রয়েছে যেটা তোমাদের MCQ এর জন্যে ভালো। যদি তোমাদের কাছে টাকা থাকে তাহলে এই বইটিও কিন্তু কিনতে পরো শুধুমাত্র ছোট প্রশ্নগুলি কভার করার জন্যে। বইটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। কিন্তু এই বইটি শুধুমাত্র তাদের জন্য যারা রিভিশন হিসেবে বই পড়তে চাই। (Buy Now)
WBCS: History English Version Book (History book for WBCS in English)
WBCS পরীক্ষার প্রিলিমস পরীক্ষা তো বাংলাতে দিতে পারবে কিন্তু Mains Exam কিন্তু তোমাদের ইংরেজিতেই দিতে হবে। বেশিরভাগ দিক বিচার করলে এটাই বলাবাহুল্য যে বাংলার থেকে তোমাদের ইংরেজির দিকেই বেশি জোর দিয়ে পড়া উচিত। কেননা এটা তোমাদের পরে খুবই সাহায্য করবে। আর English Version Books গুলি বাংলার থেকে অনেক বেশি Authentic হয়।
১) Ancient Medieval India Writer Poonam Dalal Dahiya (Buy Now)
২) A Brief History of Modern India Writer Spectrum (Buy Now)
A Brief History of Modern India এই বইটিতে খুব সুন্দর ভাবে গল্পের মাধ্যমে সমস্ত কিছু রয়েছে। এখানে খুব সুন্দর ভাবে ইতিহাসকে ব্যাখ্যা করা হয়েছে। যারা মোটামুটি ইংরেজি জানে তাদের ক্ষেত্রে এই বইটি পড়লে তোমাদের মনে হবে যে তোমরা স্টোরি করছো এবং খুব সহজেই সমস্ত পড়া বুঝতে পারবে। আর Ancient Medieval India বইটিতেও কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে যেই জন্য এই বইটি কিন্তু UPSC এর জন্যেও রেকমেন্ড করা হয়। ইংরেজি ভার্সনের জন্য তোমাদের কিন্তু উপরের দুটি বই কিনতে হবে কেননা দুটি বই থেকেই তোমরা বিভিন্ন রকমের ইনফরমেশন পেয়ে যাবে।
Geography Book For WBCS – WBCS এর জন্যে সেরা ভূগোল বই
এর পরে কথা বলবো, ডাব্লুবিসিএস WBCS পরীক্ষার জন্য সবথেকে সেরা ভূগোল বই বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সন দুটোর মধ্যেই।
WBCS: ভূগোল বাংলা ভার্সনের বই
১) ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল লেখক কার্তিক চন্দ্র মন্ডল (Buy Now)
ভূগোলের জন্য বাংলা ভার্সনের সব থেকে সেরা বই হচ্ছে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল লেখক কার্তিক চন্দ্র মন্ডল। কার্তিক চন্দ্র মন্ডল এর ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল বইটি কিন্তু সবাই বলে যে ডাব্লুবিসিএস এর বাংলা ভার্সনের ভূগোলের মধ্যে সবথেকে সেরা বই।
WBCS: Geography English Version Book
১) Periyar’s Geography of India Writer Arvind Kumar (Buy Now)
ভূগোলের ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে সব থেকে সেরা বই হল Periyar’s Geography of India Writer Arvind Kumar । এই বইটা কিন্তু WBCS এর ভূগোলের (English Version) জন্যে সবথেকে সেরা বই। এছাড়াও নিজেদের রাজ্য সম্মন্ধে জানার জন্যে যেটা সবথেকে সেরা বই সেটি হলো Know Your State West Bengal । এই দুটি বই কিন্তু তো রা ভূগোলের জন্যে কিনতে পারো।
Political Science Book For WBCS – WBCS এর জন্যে সেরা রাষ্ট্রবিজ্ঞান বই
এবার চলে আসবো WBCS এর জন্যে সেরা রাষ্ট্রবিজ্ঞান বই (Political Science Book For WBCS)।
WBCS: রাষ্ট্রবিজ্ঞান বাংলা ভার্সনের বই
১) (ছায়া) ভারতীয় সংবিধান ও রাজনীতি (Buy Now)
WBSC এর রাষ্ট্রবিজ্ঞানের বাংলা ভার্সনের মধ্যে কেউ যদি পড়তে চায় তাহলে তার জন্যে সেরা বই হলো ছায়া প্রকাশনীর ভারতীয় সংবিধান ও রাজনীতি। কিন্তু আমরা সাজেস্ট করব যে তোমরা অবশ্যই লক্ষীকান্তের ইংলিশ ভার্সন এর বইটি কিন্তু পড়বে।
WBCS: Political Science English Version Book
১) Indian Politics Writer M Laxmikanth (Buy Now)
তোমরা সবাই হয়তো জানো যে WBCS এর জন্যে M Laxmikanth এর Indian Politics বইটি হলো বাইবেল বই। State PSC, UPSC, SSC, WBSSC ইত্যাদি যেকোনো পরীক্ষার ক্ষেত্রে এই বইটি অতুলনীয়। এই বইটির উপরে আর কোন বই নেই। WBCS এর ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেম হয় যে HS এ অনেকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি থাকে না। তাদের ক্ষেত্রে এই বিষয়টি পড়া অনেকটাই কঠিন হয়ে যায়। কিন্তু তারাও এই বইটি খুব সুন্দর ভাবে বুঝতে পারবে পড়তে পারবে।
GI Book For WBCS – WBCS এর জন্যে সেরা জেনারেল ইন্টেলিজেন্স বই
WBCS: জেনারেল নলেজ বাংলা ভার্সনের বই
১) (Chhaya) General Intelligence & Reasoning Writer Subir Das (Buy Now)
ছায়া প্রকাশনীর সুবীর দাসের লেখা এই বইটি কিন্তু বাংলা জেনারেল নলেজ এর ক্ষেত্রে সব থেকে সেরা বই। বইটির মধ্যে বিভিন্ন ধরনের জেনারেল নলেজের প্রশ্ন রয়েছে এবং অনেক ধরনের খুঁটিনাটি প্রশ্ন কিন্তু তোমার বইটির মধ্যে দেখতে পাবে। যা তোমাদের বিভিন্ন ধরনের সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
WBCS: General Intelligence English Version Book
১) Test Of Reasoning Writer Arihant (Buy Ebook)
এই বইটা কিন্তু তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল নলেজ এর জন্য ইংরেজি ভার্সনের সব থেকে সেরা বই। Arihant এর এই Test Of Reasoning সমস্ত সিভিল পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য এবং অনন্য।
English Book For WBCS – WBCS এর জন্যে সেরা ইংরেজি বই
১) A Test Book of Higher English Grammar, Composition & Translation Writer P.K. De Sarkar (Buy Now)
সবাই হয়তো মোটামুটি এটা জানো যে WBCS এর ইংরেজি বিষয়ের জন্যে সবথেকে বই হলো পিকে দে সরকারের A Test Book of Higher English Grammar, Composition & Translation। কিন্তু এই বইটি শুধুমাত্র তোমাদের ব্যাখ্যার জন্যে অর্থাৎ Descriptive এর জন্যে।
কিন্তু যদি Objective এর জন্যে বই পড়তে চাও তাহলে সবথেকে ভালো বই হলো Upkar’s এর Learn to Write Correct English । বাংলা ভার্সনে ইংরেজির সবথেকে সেরা বই হলো উপকর্সের এই বইটি।
Science Book For WBCS – WBCS এর জন্যে সেরা বিজ্ঞান বই
WBCS: বিজ্ঞান এর বাংলা ভার্সনের বই
বিজ্ঞান থেকে কিন্তু সেরকম কোন ভারী প্রশ্ন থাকে না। কিন্তু বিজ্ঞান বিষয়ক বিভিন্ন নলেজেবল প্রশ্ন কিন্তু তোমাদের থাকে। যেগুলি তোমরা হয়তো এর আগে পড়ে এসেছ সেই সব পড়া থেকেই কিন্তু এখানে প্রশ্ন দেওয়া হয়। যার জন্য তোমাকে কোন স্পেশাল বই পড়তে হবে না তোমরা শুধু 9, 10 অর্থাৎ নবম দশম শ্রেণীর যে সাইন্স বই সেই বইগুলি কিন্তু ভালোভাবে পড়বে।
WBCS: Science English Version Book
১) Encyclopaedia of General Science Writer Arihant (Buy Now)
যাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে সাইন্স স্ট্রিম ছিল তাদের কিন্তু কোন রকম অসুবিধা হবে না। কিন্তু যাদের সাইন্স স্ট্রিম ছিল না আর্টস স্ট্রিম থেকে রয়েছো তাদের কিন্তু এক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। WBCS এর বিজ্ঞান বিষয়ক সবথেকে সেরা বই হলো Arihant এর Encyclopaedia of General Science বইটি। যেটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ ভার্সনে রয়েছে এবং এই বইটি পড়তে যাদের পুরনো একাদশ দ্বাদশ শ্রেণীতে সাইন্স ছিল না তাদের কিন্তু সমস্যা হতে পারে। সাইন্স স্ট্রিমে না থাকা ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা অনেক কঠিন হতে পারে।
Economy Book For WBCS – WBCS এর জন্যে সেরা অর্থনীতি বই
এবার বলবো WBCS এর জন্যে সেরা অর্থনীতি বই (Economy Book For WBCS) বইগুলি সম্মন্ধে। ইকোনমি অর্থাৎ অর্থনীতি এতে এমন একটি বিষয় যেটা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের স্টুডেন্ট অ্যাকাডেমিক লাইফে থাকে না।
WBCS: অর্থনীতি এর বাংলা ভার্সনের বই
১) ভারতের অর্থনীতি: বিশেষণে ভারতের রিজার্ভ ব্যাংক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা লেখক তুজাম্মেল হোসেন (Buy Now)
বেশিরভাগ Topers এই তুজাম্মেল হোসেন এর ভারতের অর্থনীতি: বিশেষণে ভারতের রিজার্ভ ব্যাংক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা বইটি পড়তে বলেন ইকোনমির বিষয়ের জন্যে।
WBCS: Economy English Version Book
WBCS নয় এছাড়াও আরো বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্যে অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই জন্য অবশ্যই আমরা এটাই কমেন্ট করবো যে ইকোনোমি অর্থাৎ অর্থনীতির জন্য ইংরেজি ভার্সনের বইটি ভালোভাবে পড়া উচিত কেননা সেখানে তোমাদের খুব ভালোভাবে টার্মস গুলি দেওয়া থাকে।
১) Indian Economy Writer Nitin Singhania (Buy Now)
অর্থনীতির ক্ষেত্রে ইংরেজি ভার্সনের সব থেকে সেরা বই হল নিতিন সিঙ্ঘানিয়ার ইন্ডিয়ান ইকোনোমি। যে বইটি কিন্তু সত্যিই অসাধারণ একটি বই যেখানে তোমাদের ভারতের অর্থনীতি থেকে শুরু করে অর্থনীতির যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি একজনের জেনে রাখা দরকার সে সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া আছে যা তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনেক অনেক সাহায্য কর।
WBCS Scanner Book For Previous Question Paper – Best Book For WBCS Previous Year Questions (WBCS এর জন্যে সেরা বই)
WBCS এর ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রত্যেককে পুরনো পরীক্ষার প্রশ্নপত্র গুলি প্র্যাকটিস করা উচিত। কেননা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র গুলি যত প্র্যাকটিস করবে তত তোমাদের নলেজ আরো তীক্ষ্ণ হবে এবং তোমরা ডব্লিউবিসিএস পরীক্ষার কোয়েশ্চেন ভালোভাবে জানতে পারবে ও বুঝতে পারবে। সমস্ত টপার এর বক্তব্য অনুসারে যেকোনো সিভিল সার্ভিস পরীক্ষার প্রিপারেশন চলাকালীন পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্র গুলি অবশ্যই প্র্যাকটিস করা উচিত।
এর জন্যেও কিন্তু বিভিন্ন বই প্রকাশ করা হয়েছে। যার মধ্যে সবথেকে সেরা বই হলো Sutapa Kar এবং Shamim Sarkar এর WBCS Scanner বই। যে বইটা কিন্তু সত্যিই অসাধারণ একটি স্ক্যানার বুক।
***WBCS Scanner Written by Sutapa Kar & Shamim Sarkar (Buy Now)
Mathematics Book For WBCS – WBCS এর জন্যে সেরা অঙ্ক বই
WBCS: গণিতের এর বাংলা ভার্সনের বই (Best Math book for WBCS in Bengali)
১) Competitive Mathematics Challenger Writer Subir Das (Buy Now)
অংকের জন্য বাংলা ভার্সনের সব থেকে সেরা বই হল সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার। যেই বইটা কিন্তু সত্যিই অসাধারণ একটি বই। State PSC থেকে শুরু করে WBCS বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই বইটি পড়তে পারো।
WBCS: Mathematics English Version Book
১) (Arihant) Fastrack Objective Arithmetic Writer Rajesh Varma (Buy Now)
Arihant এর এই Fastrack Objective Arithmetic বইটির কিন্তু অনেক বিশেষত্ব রয়েছে। শুধুমাত্র WBCS নয় State PSC থেকে শুরু করে SSC, WBSSC, UPSC ইত্যাদি সমস্ত ক্ষেত্রের জন্যে রাজেশ ভার্মার এই বইটি খুবই সুন্দর। সমস্ত অবজেক্টিভ ভালোভাবে ক্লিয়ার করতে পারবে এই বইটি যদি ভালো ভাবে পরো তাহলে।
WBCS Important Notes – জেনে রাখো
WBCS কিন্তু প্রতি নিয়ত আপডেট হচ্ছে। এখন দিন দিন WBCS, UPSC এর মতন কঠিন হয়ে যাচ্ছে। সেই জন্যে ইন্ডিভিজুয়াল বইগুলির উপরেই কিন্তু তোমাকে বেশি করে নজর দিতে হবে। এছাড়াও কিন্তু তোমাকে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে নজর দিতে হবে।
আরো বিভিন্ন আপডেটেড ভার্সনের বই গুলি পড়তে হবে যেগুলি থেকে তোমরা নিজেদের জেনারেল নলেজকে আরো ইমপ্রুভ করতে পারবে।
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন সাইটের সাথে যুক্ত থাকবেন।
তো এই ছিল আমাদের আজকের বিষয়। যেখানে WBCS এর জন্যে সবথেকে সেরা বই গুলি তোমাদের সামনে তুলে ধরলাম। যেগুলি অনেক রিসার্চ করে তোমাদের জন্যে নিয়ে এসেছি। এরকমই বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্যে যুক্ত থাকুন বাংলা সাজেশন এর সাথে।