কেন্দ্রীয় মন্ত্রীমন্ডল নিয়ে মক টেস্ট (পর্ব ১) । Bangla Mocktest 2022
Bangla Mocktest: চলে এসেছি নতুন মক টেস্ট এর সিরিজ নিয়ে যেখানে চাকরির পরীক্ষার প্রস্তুতিকারীদের জন্যে রয়েছে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। যেগুলি মক টেস্ট (Bangla Mocktest, Bangla Quiz) অথবা কুইজ হিসেবে দেয়া থাকছে। যেখানে প্রত্যেকে ২৫ সেকেন্ড করে সময় পাবে সেই প্রশ্ন গুলির সমাধান করার জন্যে। এই মক টেস্ট সিরিজ প্রত্যেহ ছাত্রছাত্রী এবং চাকরির প্রস্তুতিকারীদের জন্যে দেয়া হবে যাতে তাদের নলেজ এবং দ্রুত উত্তর দেয়ার মাত্রাকে বৃদ্ধি করবে। আশা করছি প্রত্যেকের এই সিরিজ অনেক অনেক সাহায্য করবে এবং প্রত্যেকে আমাদের সিরিজ থেকে অনেক কিছু শিখতে ও জানতে পারবে।

আমাদের এই জিকে মক টেস্টের সিরিজ বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, পূর্ববর্তী পরীক্ষায় আগত প্রশ্নগুলি নিয়ে বানানো হয় এবং শুধু তাইই নয় প্রত্যেক প্রশ্নের নিচে সেই প্রশ্ন কত সালে কোন চাকরির পরীক্ষায় এসেছিলো তাও দিয়ে দেয়া থাকে। যা প্রার্থীদের অনেক সাহায্য করবে।
প্রত্যেকটি কুইজের উত্তর দেয়ার জন্য ২৫ সেকেন্ড করে সময়
ফলাফল
মোট প্রশ্ন:
প্রয়াস:
সঠিক:
ভুল:
শতাংশ:
আমাদের এই মক টেস্টের সিরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের পরিচিত প্রত্যেকের সাথে শেয়ার করে দাও যাতে করে সবাই যেন এই প্রশ্নগুলি পেতে পারে ও তারাও যেন এই সাইটের অংশ হতে পারে।