গুরুত্বপূর্ণ ২৭ টি বাংলা জিকে প্রশ্ন (Bangla Interesting GK) | বাংলা জিকে প্রশ্ন পার্ট ১ | বাংলা সাজেশন
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে তোমাদের সকলকে আবারও স্বাগত জানায়। বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি মজাদার প্রশ্ন নিয়ে। যে সমস্ত প্রশ্ন গুলি তোমাদের হয়তো অনেক চাকরির পরীক্ষায় কাজে লাগবে। তোমাদের সাধারন নলেজ বাড়িয়ে তুলতে সাহায্য করবে। বন্ধুরা আমরা আশা করছি আমাদের আজকের এই ব্লগ পোস্টে তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা ব্লগ পোষ্ট টি শুরু করা যাক।
Interesting Bangla GK Questions | Important GK Questions | KP, Railway, SSC, Group D
1. ভারতে প্রথম ট্রেন কত কিলোমিটার পর্যন্ত চলেছিল?
A. 20 কিলোমিটার
B. 29 কিলোমিটার
C. 34 কিলোমিটার
D. 45 কিলোমিটার
উ: 34 কিলোমিটার।
2. একজন সুস্থ মানুষের কিডনির ওজন কত গ্রাম হয়?
A. 110 গ্রাম
B. 130 গ্রাম
C. 150 গ্রাম
D. 180 গ্রাম
উ: 150 গ্রাম।
3. ভারতের কয়টি রাজ্য সমুদ্রতট এর সাথে যুক্ত?
A.4
B. 6
C. 9
D. 12
উ: 9 টি।
4. ভারতের কোন রাজ্যের মেয়েরা সবচেয়ে কম শিক্ষিত?
A. কেরল
B. রাজস্থান
C. গোয়া
D. মহারাষ্ট্র
উ: রাজস্থান।
5. ভারতে কয় প্রকার মাটি পাওয়া যায়?
A. 4 প্রকার
B. 7 প্রকার
C. 8 প্রকার
D. 5 প্রকার
উ: 8 প্রকার।
6. কোন দেশ নিজেদের কৃত্রিম সূর্য তৈরি করেছে?
A. চীন
B. জাপান
C. আমেরিকা
D. রাশিয়া
উ: চীন।
→ IIFA Awards Bangla GK | Bangla GK | Film Awards 2022 | Current Affairs 2022
7. সাদা বাঘের রাজ্য কাকে বলে?
A. মহারাষ্ট্র
B. উত্তরপ্রদেশ
C. কেরল
D. মধ্যপ্রদেশ
উ: মধ্যপ্রদেশ।
8. কোন মাছের ঠোঁট এবং দাঁত মানুষের মতো হয়?
A. ফ্লাইং ফিস
B. জেলী ফিস
C. স্টোন ফিস
D. ট্রিগার ফিস
উ: ট্রিগার ফিস।
9. ভারতের কোন নদীতে হীরা পাওয়া যায়?
A. কৃষ্ণা নদী
B. গঙ্গা নদী
C. যমুনা নদী
D. ঝিলম নদী
উ: কৃষ্ণা নদী।
10. জাতীয় যুব দিবস কোন দিনটিকে পালন করা হয়?
A. 5 ডিসেম্বর
B. 12 জানুয়ারি
C. 15 এপ্রিল
D. 20 নভেম্বর
উ: 12 জানুয়ারি।
11. কোন পশু দুধ ও ডিম দুটোই দেয়?
A. প্লাটিপাস
B. হচিডনা
C. a এবং b
D. কোনোটিই নয়
উ: প্লাটিপাস।
12. গ্রেটওয়ে অফ ইন্ডিয়ান নির্মাণ কবে হয়েছিল?
A. 1913
B. 1920
C. 1950
D. 1970
উ: 1913 সালে।
13. বিশ্বের সবচেয়ে পুরনো দেশ কোনটি?
A. জাপান
B. ভারত
C. সাব মেরিনো
D. ইংল্যান্ড
উ: সাব মেরিনো।
14. উত্তরপ্রদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
A. লখিমপুর খেরি
B. গোন্দ্রা
C. গোরক্ষপুর
D. দেবরিয়ার
উ: লখিমপুর খেরি।
15. ভারতের সংবিধান কবে লাঘু হয়েছিল?
A. 1950
B. 1949
C. 1948
D. 1965
উ: 1950 সালে।
16. কোন জীবের মুখে 14000 দাঁত থাকে?
A. ডলফিন
B. গোরিলা
C. পাপলেট মাছ
D. তিমি হাঙর
উ: তিমি হাঙর।
17. চাঁদে কোন দেশ প্রথম মানুষ পাঠিয়েছিল?
A. চীন
B. ব্রাজিল
C. আমেরিকা
D. ব্রাজিল
উ: আমেরিকা।
18. গোয়া কোন নদীর তীরে অবস্থিত?
A. মান্ডবি
B. ব্রহ্মপুত্র
C. গোদাবরী
D. যমুনা
উ: মান্ডবি।
19. Sprite কোন দেশের কোম্পানি?
A. ভারত
B. চীন
C. জাপান
D. জার্মানি
উ: জার্মানি।
20. নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
A. বিহার
B. কলকাতা
C. চেন্নাই
D. দিল্লি
উ: বিহার।
21. গোলাপি শহর জয়পুর কবে প্রতিষ্ঠা হয়েছিল?
A. 1725
B. 1726
C. 1727
D. 1730
উ: 1727 সালে।
22. ইন্টারনেটের প্রয়োগ সবচেয়ে প্রথম কোন দেশে হয়েছিল?
A. চীনে
B. ভারতে
C. আমেরিকায়
D. জাপানে
উ: আমেরিকায়।
23. কোয়েল কোন রাজ্যের জাতীয় পাখি?
A. ঝাড়খণ্ড
B. ওড়িশা
C. বিহার
D. অসম
উ: ঝাড়খণ্ড।
24. কোন সবজির খাবার খেলে রক্ত পরিষ্কার হয়?
A. করলা
B. আলু
C. লাউ
D. গাজর
উ: করলা।
25. কোন জীবের হাড় সবচেয়ে মজবুত?
A. গন্ডার
B. বিড়াল
C. কুকুর
D. বাঘ
উ: বাঘ।
26. স্কুল বাসের রং হলুদ হয় কেন?
A. স্পষ্টভাবে দেখা যায়
B. দুর্ঘটনার সম্ভাবনা কম হয়
C. a এবং b
D. কোনোটিই নয়
উ: a এবং b।
27. ইন্ডিয়া গেটের নির্মাণ কবে শুরু হয়েছিল?
A. 1920
B. 1921
C. 1925
D. 1928
উ: 1921 সালে।
বন্ধুরা তোমাদের যদি আমাদের আজকের এই লেখা টি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে এর মধ্যে কোন একটি প্রশ্নের উত্তর ভুল আছে। কোন প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের মনে সংশয় থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করবো তোমাদের মনে সংশয় দূর করার এবং ভুল প্রশ্নের উত্তর দেই ঠিক করার।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]বন্ধুরা এরকম আরো নতুন নতুন মজাদার এবং গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন পেতে হলে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটটি কে।[/su_note]