ভারত সম্পর্কীত কিছু গুুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | Bangla Gk | KP, Railway, SSC, Group D | পার্ট ১

Bangla GK

 

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

GK Important Questions | বাংলা জিকে প্রশ্ন | SSC, KP, Railway

1. ভারতের সবচেয়ে লম্বা জাতীয় সড়ক কোনটি?

A. NH44
B. NH1
C. NH7
D. NH27

উ: NH44।

2. ভারতের সবচেয়ে বড় লাইব্রেরী কোনটি?

A. দিল্লি জনতা লাইব্রেরী
B. রজা লাইব্রেরী
C. জাতীয় মিউজিয়াম
D. জাতীয় লাইব্রেরী কলকাতা

উ: জাতীয় লাইব্রেরী কলকাতা।

3. সর্বচেয়ে লম্বা তটরেখা রাজ্য কোনটি?

A. মহারাষ্ট্র
B. তামিলনাড়ু
C. গুজরাট
D. রাজস্থান

উ: গুজরাট।

4. ভারতের খর জলের সবচেয়ে বড় হ্রদ কোনটি?

A. কোলেরু হ্রদ
B. উলার হ্রদ
C. চিলকা হ্রদ
D. পুলিকট হ্রদ

উ: চিলকা হ্রদ।

5. ভারতের মিষ্টি জলের সবচেয়ে বড় হ্রদ কোনটি?

A. কোলেরু হ্রদ
B. উলার হ্রদ
C. চিলকা হ্রদ
D. পুলিকট হ্রদ

উ: উলার হ্রদ।

6. ভারতের সবচেয়ে লম্বা সহায়ক নদী কোনটি?

A. গঙ্গা
B. যমুনা
C. ব্ৰহ্মপুত্ৰ
D. গোদাবরী

উ: যমুনা।

অন্যান্য→ আন্তর্জাতিক সংগঠন নিয়ে গুরুত্তপূর্ণ বাংলা জিকে প্রশ্ন | International Organization | Bangla Gk | SSC, KP, Railway, Group D

গুরুত্বপূর্ণ ৩০ টি বাংলা জিকে প্রশ্ন (Bangla Interesting GK) | বাংলা জিকে প্রশ্ন পার্ট ২ | বাংলা সাজেশন

7. দক্ষিণ ভারতের সবচেয়ে লম্বা নদী কোনটি?

A. গঙ্গা
B. যমুনা
C. ব্ৰহ্মপুত্ৰ
D. গোদাবরী

উ: গোদাবরী।

8. ভারতের সবচেয়ে লম্বা সুড়ঙ্গ কোনটি?

A. পীর পাঞ্জাল সুড়ঙ্গ
B. রোহতাঙ্গ সুড়ঙ্গ
C. চেনানী নাশরী সুড়ঙ্গ
D. জওহর সুড়ঙ্গ

উ: চেনানী নাশরী সুড়ঙ্গ।

9. ভারতের সবচেয়ে লম্বা সেতু কোনটি?

A. ভূপেন হাজারিকা সেতু
B. বিক্রমসিলা সেতু
C. নেহেরু সেতু
D. মহাত্মা গান্ধী সেতু

উ: ভূপেন হাজারিকা সেতু।

10. ভারতের সবচেয়ে লম্বা নদী কোনটি?

A. যমুনা
B. গঙ্গা
C. ব্ৰহ্মপুত্ৰ
D. গোদাবরী

উ: গঙ্গা।

অন্যান্য→ ভারত সম্পর্কীত কিছু গুুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | Bangla Gk | KP, Railway, SSC, Group D | পার্ট ২

11. ভারতের সবচেয়ে লম্বা বাঁধ কোনটি?

A. তেহরি বাঁধ
B. সর্দার সরোবর বাঁধ
C. হীরাকুঁন্দ বাঁধ
D. গান্ধী সাগর বাঁধ

উ: হীরাকুঁন্দ বাঁধ।

12. ক্ষেত্রফলের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি?

A. মধ্যপ্রদেশ
B. রাজস্থান
C. গুজরাট
D. মহারাষ্ট্র

উ: রাজস্থান।

13. জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে ছোটো রাজ্য কোনটি?

A. সিকিম
B. রাজস্থান
C. মধ্যপ্রদেশ
D. উত্তরপ্রদেশ

উ: সিকিম।

14. ভারতের সবচেয়ে আবাদি শহর কোনটি?

A. দিল্লি
B. কলকাতা
C. মুম্বাই
D. ব্যাঙ্গালোর

উ: মুম্বাই।

15. ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি?

A. অলিবাগ বিচ
B. মেরিনা বিচ
C. কন্যাকুমারী বিচ
D. জুহু বিচ

উ: মেরিনা বিচ।

16. ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোনটি?

A. তেহরি বাঁধ
B. সর্দার সরোবর বাঁধ
C. হীরাকুঁন্দ বাঁধ
D. গান্ধী সাগর বাঁধ

উ: তেহরি বাঁধ।

17. ভারতের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত কোনটি?

A. দুধসাগর
B. কুঞ্চিকল
C. বারকানা
D. যোগ

উ: কুঞ্চিকল।

18. ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি?

A. শৌর্য
B. মহাবীর
C. ভারতরত্ন
D. পরমবীর চক্র

উ: পরমবীর চক্র।

19. ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি?

A. শৌর্য
B. মহাবীর
C. ভারতরত্ন
D. পরমবীর চক্র

উ: ভারতরত্ন।

20. ভারতের সবচেয়ে বড় গুরুদ্বার কোনটি?

A. সিসগঞ্জ সাহিব মন্দির
B. কলম মন্দির
C. স্বর্ণমন্দির
D. বঙ্গলা সাহিব

উ: স্বর্ণমন্দির।

আপনাদের যদি আমাদের আজকের এই প্রশ্ন উত্তর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনার যদি মনে হয় এর মধ্যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে কিংবা কোন প্রশ্নের উত্তর নিয়ে মনে সংশয় আছে তাহলে সেটি ও কমেন্ট করে জানাবেন। এতে আমরা আপনাদের মনের সংশয় এবং সঠিক উত্তরটি ঠিক করার চেষ্টা করতে পারব।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো চাকরি সম্পর্কিত নতুন নতুন প্রশ্ন জানতে হলে ফলো করুন আমাদের বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]

Back to top button