ভারত সম্পর্কীত কিছু গুুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | Bangla Gk | KP, Railway, SSC, Group D | পার্ট ২
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।
বাংলা জিকে প্রশ্ন | Most Important Bengal GK Questions | SSC, KP, Railway
1. ভারতের সবচেয়ে বড় নিউজপেপার কারখানা কোথায় অবস্থিত?
A. লখনৌ উত্তরপ্রদেশ
B. নেপানগর মধ্যপ্রদেশ
C. ভোপাল মধ্যপ্রদেশ
D. হায়দ্রাবাদ তেলেঙ্গানা
উ: নেপানগর মধ্যপ্রদেশ।
2. ভারতের সবচেয়ে বড় এয়ারপোর্ট কোনটি?
A. রাজীব গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট
B. কোচিন আন্তর্জাতিক এয়ারপোর্ট
C. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট
D. অহিল্যা বাঈ হোলকর আন্তর্জাতিক এয়ারপোর্ট
উ: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট।
3. ভারতের সবচেয়ে বড় নদীদ্বীপ কোনটি?
A. মাজুলী দ্বীপ
B. মৌর দ্বীপ
C. স্বরাজ দ্বীপ
D. অটল দ্বীপ
উ: মাজুলী দ্বীপ।
4. ভারতের সবচেয়ে বড় পশুমেলা কোনটি?
A. শিমলা হিমাচলপ্রদেশ
B. লখনৌ উত্তরপ্রদেশ
C. সোনপুর বিহার
D. কোনোটিই নয়
উ: সোনপুর বিহার।
5. ভারতের সবচেয়ে উঁচু মিনার কোনটি?
A চার মিনার
B. কুতুব মিনার
C. ঝুলতা মিনার
D.কোনোটিই নয়
উ: কুতুব মিনার।
6. ভারতের সবচেয়ে বড় মরুভূমি কোনটি?
A. থর মরুভূমি
B. সাহারা মরুভূমি
C. আটাকামা মরুভূমি
D. আরব মরুভূমি
উ: থর মরুভূমি।
7. ভারতের সবচেয়ে বড় গুহা মন্দির কোনটি?
A. বৃহদেশ্বর মন্দির
B. কৈলাস মন্দির
C. কোনার্কের সূর্যমন্দির
D. আঙ্কেলেশ্বর মন্দির
উ: কৈলাস মন্দির।
8. ভারতের সবচেয়ে বড় মসজিদ কোনটি?
A. মোতি মসজিদ
B. নজী মসজিদ
C. জামা মসজিদ
D. ইদগাহ মসজিদ
উ: জামা মসজিদ।
9. ভারতের সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি?
A. গডউইন অস্টিন
B. নন্দা দেবী
C. কাঞ্চনজঙ্ঘা
D. নঙ্গাপর্বত
উ: কাঞ্চনজঙ্ঘা।
10. ভারতের সবচেয়ে বড় ডেল্টা কোনটি?
A. সুন্দরবন
B. জারনদমুখী
C. প্রগতিশীল
D. নিকাদার
উ: সুন্দরবন।
11. সবচেয়ে বেশি বনভূমি যুক্ত রাজ্য কোনটি?
A. কেরল
B উত্তরপ্রদেশ
C. মধ্যপ্রদেশ
D. গুজরাট
উ: মধ্যপ্রদেশ।
12. ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি?
A. মুম্বাই বন্দর
B. কান্দালা বন্দর
C. বিশাখাপত্তনম বন্দর
D. কোচি বন্দর
উ: মুম্বাই বন্দর।
→ ২০ টি গুরুত্বপূর্ণ GK প্রশ্ন | 20 Most important GK Question | Bangla GK Current Affairs 2022
13. ভারতের সর্বাধিক বর্ষা হয় কোন স্থানে?
A. চেরাপুঞ্জি
B. মৌসিমরাম
C. পঞ্চরাম
D. কোনোটিই নয়
উ: মৌসিমরাম।
14. ভারতের সবচেয়ে লম্বা রেলওয়ে প্লাটফর্ম কোনটি?
A. গোরক্ষপুর
B. জবলপুর
C. কানপুর
D. মুম্বাই
উ: গোরক্ষপুর।
15. ভারতের সবচেয়ে উঁচু দরওয়াজা কোনটি?
A. রোহিনী দরওয়াজা
B. দিবান এ খাস দরওয়াজা
C. বুলন্দ দরওয়াজা
D. আলাই দরওয়াজা
উ: বুলন্দ দরওয়াজা।
16. ভারতের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি?
A. স্ট্যাচু অব লিবার্টি
B. স্প্রিং টেম্পেল বুদ্ধ
C. স্ট্যাচু অব ইউনিটি
D. আবাজি কানন
উ: স্ট্যাচু অব ইউনিটি।
17. ক্ষেত্রফলের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি?
A. কচ্ছ গুজরাট
B. কানপুর উত্তরপ্রদেশ
C. মুম্বাই মহারাষ্ট্র
D. ইন্দোর মধ্যপ্রদেশ
উ: কচ্ছ গুজরাট।
18. ভারতের সবচেয়ে ঘন আবাদি যুক্ত কেন্দ্রশাসিত প্রদেশ কোনটি?
A. জম্মু ও কাশ্মীর
B. নিউ দিল্লি
C. পন্ডিচেরি
D. দাদরা ও নগর হাবেলি
উ: নিউ দিল্লি।
19. ক্ষেত্রফলের দিক দিয়ে ভারতের সবচেয়ে ছোটো রাজ্য কোনটি?
A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. মধ্যপ্রদেশ
D. গোয়া
উ: গোয়া।
20. বর্তমানে ভারতে মোট কয়টি হাইকোর্ট আছে?
A. 20
B. 22
C. 25
D. 30
উ: 25 টি।
আপনাদের যদি আমাদের আজকের এই প্রশ্ন উত্তর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনার যদি মনে হয় এর মধ্যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে কিংবা কোন প্রশ্নের উত্তর নিয়ে মনে সংশয় আছে তাহলে সেটি ও কমেন্ট করে জানাবেন। এতে আমরা আপনাদের মনের সংশয় এবং সঠিক উত্তরটি ঠিক করার চেষ্টা করতে পারব।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো চাকরি সম্পর্কিত নতুন নতুন প্রশ্ন জানতে হলে ফলো করুন আমাদের বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]