গান্ধীজী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ন জিকে প্রশ্ন | Bangla GK Questions | Banglasuggestion

Bangla GK

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

Bangla GK Questions | গান্ধীজী সম্পর্কিত বাংলা জিকে প্রশ্ন | Gk in Bengali

1. গান্ধিজী কত সালে জন্মগ্রহণ করেন?

A. 1850
B. 1865
C. 1869
D. 1888

উ: 1869 সালে।

2. কোন দিনটি গান্ধী জয়ন্তী হিসেবে পালিত হয়ে থাকে?

A. 1 অক্টোবর
B. 2 অক্টোবর
C. 3 অক্টোবর
D. 4 অক্টোবর

উ: 2 অক্টোবর।

3. শৈশবে গান্ধিজীর ডাক নাম কি ছিল?

A. মনি
B. মনু
C. মনু
D. মানু বা মনিয়া

উ: মানু বা মনিয়া।

4. গান্ধিজীর জন্মস্থান কোথায়?

A. পোরবন্দর
B. এলাহাবাদ
C. মুম্বাই
D. দিল্লি

উ: পোরবন্দর।

5. গান্ধিজীর পিতার নাম কি?

A. ধরমচাঁদ উত্তম চাঁদ গান্ধী
B. করমচাঁদ উত্তম চাঁদ গান্ধী
C. চরমচাঁদ উত্তম চাঁদ গান্ধী
D. নরমচাঁদ উত্তম চাঁদ গান্ধী

উ: করমচাঁদ উত্তম চাঁদ গান্ধী।

6. গান্ধিজীর পিতা কোন পেশার সাথে যুক্ত ছিলেন?

A. দেওয়ান
B. কৃষক
C. বণিক
D. ডাক্তার

উ: দেওয়ান।

7. গান্ধিজীর পত্নীর নাম কি ছিল?

A. সরোজ গান্ধী
B. মেনকা গান্ধী
C. মাদার টেরিজা
D. কস্তুরবা গান্ধী

উ: কস্তুরবা গান্ধী।

8. গান্ধিজী কতসালে দক্ষিণ আফ্রিকায় গমন করেন?

A. 1893
B. 1892
C. 1890
D. 1894

উ: 1893 সালে।

9. গান্ধিজী মহাত্মা উপাধি কে দেন?

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. সুভাষচন্দ্র বসু
C. জওহরলাল নেহেরু
D. কোনোটিই নয়

উ: রবীন্দ্রনাথ ঠাকুর।

10. গান্ধিজী ডান্ডি অভিযান কতজন সঙ্গী ছিলেন?

A. 60
B. 87
C. 78
D. 92

উ: 78 জন।

অন্যান্য→ বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর | Important Bangla GK Questions | GK In Bengali 

→ কলকাতা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions for KP Constable Exam | KP, WBP

11. গান্ধিজীর রাজনৈতিক গুরু কে ছিলেন?

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. গোপালকৃষ্ণ গোখলে
C. স্বামী বিবেকানন্দ
D. কোনোটিই নয়

উ: গোপালকৃষ্ণ গোখলে।

12. গান্ধিজী কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন?

A. 1942
B. 1944
C. 1946
D. 1940

উ: 1942 সালে।

13. গান্ধিজী নিম্নের কোন দুটিকে তাঁর দুটি ফুসফুসের সাথে তুলনা করেছিলেন?

A. সত্য ও শান্তি
B. অহিংসা ও শান্তি
C. অহিংসা ও সত্য
D. অহিংসা ও ত্যাগ

উ: অহিংসা ও সত্য।

14. গান্ধিজীকে অর্ধনগ্ন ফকির কে বলেছেন?

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. সরোজিনী নাইডু
C. চার্চিল
D. কোনোটিই নয়

উ: চার্চিল।

15. গান্ধিজীকে কে হত্যা করেছিলেন?

A. নাথুরাম গডসে
B. লর্ড মাউন্ট ব্যাটেন
C. গোপালকৃষ্ণ গোখলে
D. কোনোটিই নয়

উ: নাথুরাম গডসে।

16. গান্ধিজী কত সালে মারা যান?

A. 1950
B. 1948
C. 1951
D. 1942

উ: 1948 সালে।

17. গান্ধিজী 1948 সালের কত তারিখে মারা যান?

A. 30 জানুয়ারি
B. 30 ফেব্রুয়ারি
C. 30 মে
D. 30 মার্চ

উ: 30 জানুয়ারি।

18. গান্ধিজী তাঁর আত্মজীবনিমূলক গ্রন্থ “The Story of my Experience with Truth” গুজরাটি ভাষায় লিখেছিলেন এটিকে কে ইংরেজিতে অনুবাদ করেন?

A. দাদাভাই নওরোজি
B. মহাদেব দেশাই
C. পট্টভি সীতারামাইয়া
D. কোনোটিই নয়

উ: মহাদেব দেশাই ।

19. গান্ধিজী কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন?

A. 3
B. 4
C. 5
D. 6

উ: 5 বার।

20. গান্ধিজীর আত্মজীবনী মূলক গ্রন্থ “My Experience with Truth” কোন সাপ্তাহিক পত্রিকায় লেখা হতো?

A. নবজীবন পত্রিকা
B. নবকুমার পত্রিকা
C. নবসমাজ পত্রিকা
D. নবযুগ পত্রিকা

উ: নবজীবন পত্রিকা।

21. মহাত্মা গান্ধীকে সম্মান জানিয়ে কত সালে জাতিসংঘ তাঁকে উৎসর্গ করে পোস্টকার্ড প্রকাশ করে?

A. 2008
B. 2009
C. 2010
D. 2011

উ: 2009 সালে।

22. কোন বছর ভারতের নোটে গান্ধিজীর ছবির ব্যবহারের প্রচলন শুরু হয়?

A. 1993
B. 1995
C. 1997
D. 1996

উ: 1996 সালে।

বন্ধুরা তোমাদের যদি আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে এবং কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। যাতে আমরা তোমাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তরটা ঠিক করার চেষ্টা করতে পারি।

[su_note]এরকম আরো নতুন নতুন প্রশ্ন পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]

Back to top button