ভারতের গুরুত্বপূর্ণ নদীবাঁধ সম্পর্কিত বাংলা জিকে প্রশ্ন | Indian Most Important barrage | Bangla GK Question For KP, Railway, SSC, WBP
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে আবারও স্বাগত জানায়। আমরা আজকে আলোচনা করবো কিছু নদী বাঁধ সম্পর্কিত বাংলা জিকে প্রশ্ন নিয়ে অর্থাৎ কোন নদীর উপর কোন বাঁধ রয়েছে কিংবা কোন বাঁধ কোথায় অবস্থিত এই সমস্ত প্রশ্ন নিয়ে। আমাদের আজকের এই নদীর বাঁধ সম্পর্কিত বাংলা জিকে প্রশ্ন গুলি আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং সাধারন নলেজ কে বাড়িয়ে তুলতে অনেক সাহায্য করবে তো চলুন আমাদের আজকের আর্টিকেলটি শুরু করা যাক।
Indian Most Important barrage | Bangla GK Question For KP, Railway, SSC, WBP
1. ফারাক্কা বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. কৃষ্ণা
B. তাপ্তি
C. কাবেরী
D. গঙ্গা
উ: গঙ্গা।
2. মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. তুঙ্গভদ্রা
B. বরাকর
C. মহানদী
D. রামগঙ্গা
উ: বরাকর।
3. কোন রাজ্যে পাঞ্চেত বাঁধ রয়েছে?
A. কর্ণাটক
B. ঝাড়খন্ড
C. অন্ধ্রপ্রদেশ
D. গুজরাট
উ: ঝাড়খন্ড।
4. হিরাকুঁন্দ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. কাবেরী
B. চন্দ্রভাগা
C. মহানদী
D. কয়না
উ: মহানদী।
5. তেহরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. সরাবতী
B. পেরিয়ার
C. ভাগীরথী
D. কাবেরী
উ: ভাগীরথী।
6. কোন রাজ্যে ভাকরা নাঙ্গাল বাঁধ রয়েছে??
A. জম্মু ও কাশ্মীর
B. পাঞ্জাব
C. গুজরাট
D. মহারাষ্ট্র
উ: পাঞ্জাব।
7. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. কৃষ্ণা
B. চম্বল
C. তাপ্তি
D. সুবর্ণরেখা
উ: কৃষ্ণা।
8. কোন রাজ্যে সর্দার সরোবর বাঁধ অবস্থিত?
A. উত্তরাখণ্ড
B. পাঞ্জাব
C. ওড়িশা
D. গুজরাট
উ: গুজরাট।
9. নাপথা ঝাকরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. শতদ্রু
B. ইরাবতী
C. নর্মদা
D. রিহান্দ
উ: শতদ্রু।
10. ভবানী সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. শতদ্রু
B. ভবানী
C.দামোদর
D. ইরাবতী
উ: ভবানী।
11. কোন রাজ্যে মেত্তুর বাঁধ অবস্থিত?
A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. উত্তরপ্রদেশ
D. তামিলনাড়ু
উ: তামিলনাড়ু।
12. কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. কাবেরী
B. ভাগীরথী
C. a এবং b
D. যমুনা
উ: কাবেরী।
13. কোন রাজ্যে রিহান্দ বাঁধ অবস্থিত?
A. ওড়িশা
B.জম্মু ও কাশ্মীর
C. উত্তরপ্রদেশ
D. বিহার
উ: উত্তরপ্রদেশ।
14. কোন রাজ্যে ইন্দ্রাবতী বাঁধ অবস্থিত?
A. ওড়িশা
B. গুজরাট
C. মহারাষ্ট্র
D. রাজস্থান
উ: ওড়িশা।
15. গান্ধীসাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. শতদ্রু
B. ভবানী
C. দামোদর
D. চম্বল
উ: চম্বল।
16. ঊরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. শতদ্রু
B. ঝিলম
C. দামোদর
D. চম্বল
উ: ঝিলম।
17 কোথায় সালাল বাঁধ অবস্থিত?
A. জম্মু ও কাশ্মীর
B. মহারাষ্ট্র
C. বিহার
D. ওড়িশা
উ: জম্মু ও কাশ্মীর।
18. কোন রাজ্যে কয়না বাঁধ অবস্থিত?
A. জম্মু ও কাশ্মীর
B. মহারাষ্ট্র
C. বিহার
D. ওড়িশা
উ: মহারাষ্ট্র।
19. কোন রাজ্যে রাজঘাট বাঁধ অবস্থিত?
A. জম্মু ও কাশ্মীর
B. মহারাষ্ট্র
C. বিহার
D. উত্তরপ্রদেশ
উ: উত্তরপ্রদেশ।
20. রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. রিহান্দ
B. ইন্দ্রাবতী
C. চম্বল
D. কাবেরী
উ: চম্বল।
21. মেসেঞ্জার বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. ময়ূরাক্ষী
B. কাবেরী
C. বরাকর
D. ভাগীরথী
উ: ময়ূরাক্ষী।
22. উকাই বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. শোন
B. তুঙ্গভদ্রা
C. পেন্না
D. তাপ্তি
উ: তাপ্তি।
23. কোন রাজ্যে বানসাগর বাঁধ অবস্থিত?
A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. মধ্যপ্রদেশ
D. তামিলনাড়ু
উ: মধ্যপ্রদেশ।
24. কোন রাজ্যে তুঙ্গভদ্রা বাঁধ অবস্থিত?
A. কর্ণাটক
B. মহারাষ্ট্র
C. মধ্যপ্রদেশ
D. তামিলনাড়ু
উ: কর্ণাটক।
25. সোমাসিলা বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. শোন
B. তুঙ্গভদ্রা
C. পেন্না
D.তাপ্তি
উ: পেন্না।
26. কোন রাজ্যে নিজাম সাগর বাঁধ অবস্থিত?
A. তেলেঙ্গানা
B. তামিলনাড়ু
C. কর্ণাটক
D. গুজরাট
উ: তেলেঙ্গানা।
27. ভাইগাই বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
A. শতদ্রু
B. ভাইগাই
C. দামোদর
D. ইরাবতী
উ: ভাইগাই।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]বন্ধুরা নদীবাঁধ সম্পর্কিত প্রশ্ন-উত্তর এই পর্যন্ত শেষ। আমরা আশা করছি যে আপনাদের এই নদী বাঁধ সম্পর্কিত বাংলা জিকে প্রশ্ন উত্তর গুলি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং যদি কোন প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান । এবং যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল রয়েছে সেটিও কমেন্ট করে জানান। এতে করে আমরা আপনাদের মনে সংশয় দূর করতে পারব এবং যে প্রশ্নের উত্তর ভুল রয়েছে সেটিও ঠিক করতে পারব।[/su_note]