কলকাতা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions for KP Constable Exam 2022 | KP & WBP

Bangla GK

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

কলকাতা পুলিশের জন্য গুরুত্ত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions for KP And WBP

1. ভেম্বনাদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

A. কেরল
B. গুজরাট
C. কর্ণাটক
D. বিহার

উ: কেরল।

2. লালবাহাদুর স্টেডিয়াম কোথায় অবস্থিত?

A. হায়দ্রাবাদ
B. কানপুর
C. কলকাতা
D. পুনে

উ: হায়দ্রাবাদ।

3. কেন্দ্ৰীয় চামড়া অনুসন্ধান সংস্থান (CLRI) কোথায় অবস্থিত?

A. বারাণসী
B. চেন্নাই
C. হায়দ্রাবাদ
D. কানপুর

উ: চেন্নাই।

4. প্রবাসী ভারতীয় কেন্দ্র এর নতুন নাম কার নামে রাখা হয়েছে?

A. নরেন্দ্র মোদি ভবন
B. মনোহর পারিকর ভবন
C. সুষমা স্বরাজ ভবন
D. কোনোটিই নয়

উ: সুষমা স্বরাজ ভবন।

5. সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল?

A. 1951
B. 1947
C.1950
D. 1949

উ: 1950।

6. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনীটি কি ছিল?

A. রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা
B. ভূমি সংস্কার সংক্রান্ত
C. বিদেশি বিনিয়োগ সংক্রান্ত
D. কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা সংক্রান্ত

উ: ভূমি সংস্কার সংক্রান্ত।

7. কোনটি প্রাণীজাত হরমোন?

A. জিব্বেরেলিং
B. সাইটোকাইনিন
C. অ্যাড্রিনালিন
D. ইথিলিন

উ: অ্যাড্রিনালিন।

অন্যান্য→ ভারত সম্পর্কীত কিছু গুুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | Bangla Gk | KP, Railway, SSC, Group D | পার্ট ২

→ আন্তর্জাতিক সংগঠন নিয়ে গুরুত্তপূর্ণ বাংলা জিকে প্রশ্ন | International Organization | Bangla Gk | SSC, KP, Railway, Group D

8. নিম্নলিখিত কোন মহাসাগর ইংরেজি অক্ষর ‘S’ এর মতো?

A. আর্কটিক মহাসাগর
B. আটলান্টিক মহাসাগর
C. ভূমধ্যসাগর
D. প্রশান্ত মহাসাগর

উ: আটলান্টিক মহাসাগর।

9. ডান্ডি মার্চের সময় প্রসিদ্ধ গান ‘রঘুপতি রাঘব রাজা রাম’ এর সঙ্গীতকার হিসাবে কে পরিচিত?

A. মল্লিকার্জুন মংসুর
B. কৃষ্ণ শঙ্কর পন্ডিত
C. বিষ্ণু দিগম্বর পলুস্কর
D. অঙ্করনাথ ঠাকুর

উ: বিষ্ণু দিগম্বর পলুস্কর।

10. নিম্নলিখিত মধ্যে কে ভারতের প্রথম ভাইসরয়?

A. লর্ড ক্যানিং
B. লর্ড ওয়ারেন হেস্টিংস
C. লর্ড ডালহোসি
D. লর্ড বেন্টিং

উ: লর্ড ক্যানিং।

11. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

A. রাজা রামমোহন রায়
B. ডেভিড হেয়ার
C. স্যার উইলিয়াম জোনস
D. কোনোটিই নয়

উ: স্যার উইলিয়াম জোনস।

12. নিম্নে কোন ঘটনার নেতৃত্ব করার জন্য ক্রিপস মিশন ভারতে পাঠানো হয়েছিল?

A. জালিয়ানওয়ালাবাগ
B. গোলমেজ সম্মেলন
C. সবিনয় অবজ্ঞা আন্দোলন
D. ভারত ছাড়ো আন্দোলন

উ: ভারত ছাড়ো আন্দোলন।

13. মেঘ রাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর?

A. বর্ষা
B. গ্রীষ্ম
C. শরৎকাল
D. হেমন্ত

উ: বর্ষা।

14. ‘গদরপার্টি’ কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়?

A. আমেরিকা,1913
B. ইংল্যান্ড,1917
C. ডেনমার্ক,1921
D. স্কটল্যান্ড,1925

উ: আমেরিকা,1913।

15. এঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত?

A. ভেনেজুয়েলা
B. ভারত
C. আমেরিকা
D. জিম্বাবুয়ে

উ: ভেনেজুয়েলা।

16. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

A. কাবেরী
B. কৃষ্ণা
C. গোদাবরী
D. সিন্ধু

উ: কৃষ্ণা।

17. টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন?

A. মাদুরাই
B. হায়দ্রাবাদ
C. মহীশুর
D. বিজয়নগর

উ: মহীশুর।

18. কম্পিউটার প্রোগ্রামিং এর কোনো ত্রুটিকে কি বলা হয়?

A. Bug
B. Bit
C. Virus
D. None

উ: Bug

19. গুগলের প্রতিষ্ঠাতা কে?

A. নাডেলা
B. মার্ক জাকারবার্গ
C. ল্যারিপেজ ও সেরগেই ব্রিন
D. কোনোটিই নয়

উ: ল্যারিপেজ ও সেরগেই ব্রিন।

20. বৃন্দাবন গার্ডেন কোথায় অবস্থিত?

A. মহারাষ্ট্র
B. কর্ণাটক
C. কলকাতা
D. ব্যাঙ্গালোর

উ: কর্ণাটক।

আপনাদের যদি আমাদের আজকের এই প্রশ্ন উত্তর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনার যদি মনে হয় এর মধ্যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে কিংবা কোন প্রশ্নের উত্তর নিয়ে মনে সংশয় আছে তাহলে সেটি ও কমেন্ট করে জানাবেন। এতে আমরা আপনাদের মনের সংশয় এবং সঠিক উত্তরটি ঠিক করার চেষ্টা করতে পারব।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো চাকরি সম্পর্কিত নতুন নতুন প্রশ্ন জানতে হলে ফলো করুন আমাদের বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]

Back to top button