কলকাতা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions for KP Constable Exam | KP & WBP

Bangla GK Questions for KP Constable | বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর | KP, WBP

Bangla GK Questions for KP Constable | বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর | KP, WBP

Bangla GK

আমরা প্রায় সবাই জানি যে চাকরির পরীক্ষায় জিকে প্রশ্ন দেওয়া হয়। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির প্রার্থীদের জিকে প্রশ্নের বিভাগে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমরা বাংলা সাজেশন সাইটের তরফ থেকে বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হলাম।

1. বাল গঙ্গাধর তিলক কাকে নিজের রাজনৈতিক গুরু বলতেন?

A. বি. আর. আম্বেদকর
B. দাদাভাই নৌরজি
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. কোনোটিই নয়

উ: দাদাভাই নৌরজি।

2. ভারতীয় প্রতীকে ‘সত্যমেব জয়তে’ কোথা থেকে নেওয়া হয়েছে?

A. মুণ্ডকোপনিষদ
B. আনন্দমঠ
C. অশোক স্তম্ভ
D. কোনোটিই নয়

উ: মুণ্ডকোপনিষদ।

3. বেদ শব্দের অর্থ কি?

A. সংসার
B. আকাশ
C. জ্ঞান
D. পৃথ্বী

উ: জ্ঞান।

4. মনসবদারী প্রথা কে শুরু করেছিলেন?

A. জাহাঙ্গীর
B. আকবর
C. অশোক
D. হুমায়ুন

উ: আকবর।

5. কোন শাসক জিজিয়া কর সমাপ্ত করেছিলেন?

A. আকবর
B. শাহজাহান
C. ওরঙ্গজেব
D. কোনোটিই নয়

উ: আকবর।

6. হেরোডোটাসকে কি বলা হয়?

A. ভূগোলের জনক
B. ইতিহাসের জনক
C. অর্থশাস্ত্রের জনক
D. কোনোটিই নয়

উ: ইতিহাসের জনক।

7. কলিঙ্গ যুদ্ধ কোন বছর শুরু হয়েছিল?

A. 261 খ্রিস্টপূর্ব
B. 661 খ্রিস্টপূর্ব
C. 961 খ্রিস্টপূর্ব
D. কোনোটিই নয়

উ: 261 খ্রিস্টপূর্ব।

অন্যান্য জিকে প্রশ্ন→ ২২ টি গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর | Top 22 Bangla GK Questions | Banglasuggestion

→ গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন এবং উত্তর | Most Important Bangla GK Questions | KP, WBP, Group D, Railway

8. মৌর্যকালের সময় শিক্ষার সবচেয়ে প্রসিদ্ধ কেন্দ্র কোনটি ছিল?

A. সোনশিলা
B. তক্ষশিলা
C. কৌশিলা
D. কোনোটিই নয়

উ: তক্ষশিলা।

9. অর্থশাস্ত্রের রচনা কে করেছিলেন?

A. চন্দ্রগুপ্ত
B. বিক্রমাদিত্য
C. কৌটিল্য
D.কোনটিই নয়

উ: কৌটিল্য।

10. নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি?

A. কাশ্মীর
B. বাংলা
C. বিহার
D. আসাম

উ: আসাম।

11. বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন?

A. ইলিয়াস
B. সিকান্দার শাহ
C. আজম শাহ
D. হামজা সাং

উ: সিকান্দার শাহ।

12. আগ্রার অন্ধপক্ষী বলে অভিহিত কে?

A. সুরদাস
B. বৈজুবাওরা
C. বাজবাহাদুর
D. তানসেন

উ: সুরদাস।

13. প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন?

A. কবিরাজ
B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C. মহারাজাধিরাজ
D. দেবপ্রিয়

উ: মহারাজাধিরাজ।

14. কবুলিয়ত্ ও পাট্টা কে প্রবর্তন করেন?

A. বাবর
B. শেরশাহ
C. আকবর
D. শাহজাহান

উ: শেরশাহ।

15. ‘ইনক্লাব জিন্দাবাদ’ স্লোগানটি কে দিয়েছিলেন?

A. মহ: ইকবাল
B. ভগত সিং
C. সুভাষচন্দ্র বোস
D. লালা লাজপত রায়

উ: ভগত সিং।

16. ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয়।

A. হোমরুল আন্দোলন
B. অসহযোগ আন্দোলন
C. আইন অমান্য আন্দোলন
D. ভারত ছাড়ো আন্দোলন

উ: আইন অমান্য আন্দোলন।

17. কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন?

A লর্ড ওয়ারেন হেস্টিংস
B. লর্ড কর্নওয়ালিস
C. লর্ড বেন্টিং
D. লর্ড ক্যানিং

উ: লর্ড কর্নওয়ালিস।

18. “আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন”- এ কথা কে বলেছিলেন?

A. লর্ড লিটন
B. লর্ড কার্জন
C. লর্ড রিপন
D. জি. কে. গোখলে

উ: লর্ড রিপন।

19. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

A. লর্ড মাউন্ট ব্যাটেন
B. লর্ড ক্যানিং
C. আবুল কালাম আজাদ
D. চক্রবর্তী রাজা গোপালাচারী

উ: চক্রবর্তী রাজা গোপালাচারী।

20. ভারতের আত্মা বইটি কার লেখা?

A. অরবিন্দ ঘোষ
B. বিপিনচন্দ্র পাল
C. সুভাষচন্দ্র বসু
D. মৌলানা আবুল কালাম আজাদ

উ: বিপিনচন্দ্র পাল।

21. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

A. বি.আর. আম্বেদকর
B. বিপিনচন্দ্র পাল
C. সুভাষচন্দ্র বোস
D. অরবিন্দ ঘোষ

উ: বি.আর. আম্বেদকর।

22. কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন?

A. বিম্বিসার
B. চন্দ্রগুপ্ত
C. প্রদত্
D. অজাতশত্রু

উ: বিম্বিসার।

23. কে শকাব্দ প্রচলন করেন?

A. ভুমিক
B. নহপান
C. রুদ্রদমন
D. কনিষ্ক

উ: কনিষ্ক।

24. মুঘল আমলে নির্মিত নিশাতবাগ কোথায় অবস্থিত?

A. কাশ্মীর
B. লাহোর
C. আজমীর
D. দিল্লি

উ: কাশ্মীর।

25. ত্যাগ ও ধার্মিক কার্যাবলি কীসে বর্ণিত আছে?

A. ঋগবেদ
B. যজুর্বেদে
C. সামবেদে
D. অথর্ব বেদে

উ: যজুর্বেদে।

সকল চাকরির প্রার্থীদের বাংলা সাজেশন সাইটের তরফ থেকে থাকল অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই কামনা করি যে সকলেই যেন ভালো পরীক্ষা দিতে পারে।

[su_note note_color=”#d2faf7″ text_color=”#112cf9″ radius=”0″]এইরকম আরো অনেক বাংলা জিকে প্রশ্ন পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]

Back to top button