মজাদার বাংলা জিকে প্রশ্ন | Interesting Bangla GK Questions | Gk Questions for General Knowledge

Interesting Bangla GK Questions | Gk Questions for General Knowledge

Bangla gk question

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিছু মজাদার বাংলা জিকে প্রশ্ন নিয়ে এবং আপনাদের অনেক জেনারেল নলেজ বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আমরা আশা করব আমাদের আজকের এই লেখা টি আপনাদের ভালো লাগবে।

অন্যান্য- ২০ টি গুরুত্বপূর্ণ GK প্রশ্ন | 20 Most important GK Question | Bangla GK Current Affairs 2022

 Bengali GK questions | Father of different things in Bengali | WBP, WBP Main, Lady constable Exam 2022

1. মানুষের শরীরে সবচেয়ে বেশি মাত্রায় কোন মৌল পাওয়া যায়?

A. নাইট্রোজেন
B. ক্যালসিয়াম
C. অক্সিজেন
D. লোহা

উঃ অক্সিজেন।

2. মানব শরীরে রক্তের মাত্রা মোট ওজনের কত শতাংশ হয়?

A. 7 শতাংশ
B. 10 শতাংশ
C. 12 শতাংশ
D. 18 শতাংশ

উঃ 7 শতাংশ।

3. মানুষের চোখের রশ্মির জন্য কোন ভিটামিন লাভজনক?

A. ভিটামিন A
B. ভিটামিন B
C. ভিটামিন C
D. ভিটামিন D

উঃ ভিটামিন A।

4. মানব শরীরের কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না?

A. কর্নিয়া
B. ফুসফুস
C. যকৃত
D. কানে

উঃ কর্নিয়া।

5. বৃদ্ধ বয়সে কোন গ্রন্থি লুপ্ত হয়ে যায়?

A. পীযূষ গ্রন্থি
B. অ্যাড্রিনাল গ্রন্থি
C. থাইমাস গ্রন্থি
D. কোনাটিই নয়

উঃ থাইমাস গ্রন্থি।

6. মানুষের জীবনে দুবার গজায় এমন দাঁতের সংখ্যা কয়টি?

A. 18 টি
B. 20 টি
C. 25 টি
D.30 টি

উঃ 20 টি।

7. মানুষের নখে কোন প্রোটিন পাওয়া যায়?

A. কেরাটিন
B. ইলাস্টিন
C. ফাইব্রোয়ন
D. বোরাক্স

উঃ কেরাটিন।

8. মানুষের শরীরের কোথায় সোনা পাওয়া যায়?

A. চোখে
B. কানে
C. নাকে
D. রক্তে

উঃ রক্তে।

9. মানুষের চোখ কত ডিগ্রি পর্যন্ত দেখতে পায়?

A. 150 ডিগ্রি পর্যন্ত
B. 180 ডিগ্রি পর্যন্ত
C. 200 ডিগ্রি পর্যন্ত
D. 360 ডিগ্রি পর্যন্ত

উঃ 150 ডিগ্রি পর্যন্ত।

10. মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত হয়?

A. 98.6 F
B. 37 C
C. 310K
D. উপযুক্ত সবই

উঃ উপযুক্ত সবই।

11. মানুষের শরীরে টিবিয়া নামক হাড় কোথায় পাওয়া যায়?

A. মস্তিষ্কে
B. হাতে
C. পায়ে
D. কানে

উঃ পায়ে।

12. মহাত্মা গান্ধীর জন্ম ভারতের কোন রাজ্যে হয়েছিল?

A. অসম
B. তামিলনাড়ু
C. গুজরাট
D. উত্তরাখণ্ড

উঃ গুজরাট।

13. সূর্যের নামে কোন দেশ প্রসিদ্ধ?

A. ফিনল্যান্ড
B. জাপান
C. হাঙ্গেরি দেশ
D. ভারত

উঃ জাপান।

14. একশৃঙ্গ গন্ডার ভারতের কোন রাজ্যের জাতীয় পশু?

A. ঝাড়খণ্ড
B. গোয়া
C. অসম
D. উত্তরপ্রদেশ

উঃ অসম।

15. হাতির মুখে কয়টি দাঁত থাকে?

A. 20টি
B. 22টি
C. 24টি
D. 26টি

উঃ 26টি।

অন্যান্য:- কোন কোন রোগের জন্যে কোন কোন টেস্ট – গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন (Science GK)

16. বিশ্বে করোনা ভ্যাকসিন এর আবিষ্কার সবচেয়ে প্রথম কোন দেশ করেছিল?

A. রুশ
B. আমেরিকা
C. চীন
D. জাপান

উঃ রুশ।

17. মানুষ না ঘুমিয়ে কতদিন থাকতে পারে?

A. 6 দিন পর্যন্ত
B. 8 দিন পর্যন্ত
C. 12 দিন পর্যন্ত
D. 15 দিন পর্যন্ত

উঃ 12 দিন পর্যন্ত।

18. দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

A. উত্তরপ্রদেশ
B. মেঘালয়
C. মধ্যপ্রদেশ
D. উত্তরাখণ্ড

উঃ উত্তরপ্রদেশ।

19. পোঙ্গাল উৎসব ভারতের কোন রাজ্যের প্রসিদ্ধ উৎসব?

A. তেলেঙ্গানা
B. বিহার
C. তামিলনাড়ু
D. পাঞ্জাব

উঃ তামিলনাড়ু।

20. তেহরি বাঁধ ভারতের কোন নদীর উপর দিয়ে তৈরি হয়েছে?

A. গঙ্গা
B. নর্মদা
C. গোদাবরী
D. ভাগীরথী

উঃ ভাগীরথী।

21. টেলিফোনের আবিষ্কার কে করেছিলেন?

A. মাইকেল ফারাডে
B. রোজার বার্বেজ
C. গ্রাহাম বেল
D. কোনোটিই নয়

উঃ গ্রাহাম বেল।

22. তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল?

A. 15 বছর
B. 20 বছর
C. 22 বছর
D.25 বছর

উঃ 22 বছর।

23. কোন দেশে বিয়ের জন্য ছেলেদের সংখ্যা কম?

A.ভারতে
B.ব্রাজিল
C.ডেনমার্ক
D.ফিজি দেশে

উঃ ব্রাজিল।

24. রাজ্যসভার স্থায়ী সদনের সদস্যের কার্যকাল কত বছরের হয়?

A. 4 বছর
B. 5 বছর
C. 6 বছর
D. 7 বছর

উঃ 6 বছর।

25. কোন মহিলার চারটি পা ছিল?

A. মার্টল করবিন
B. কল্পনা চাওলা
C. বাচেন্দ্রি পাল
D. প্রিয়া ঘোষাল

উঃ মার্টল করবিন।

[su_note note_color=”#d8d89a” text_color=”#0e0e0d” radius=”0″]বন্ধুরা আমাদের আজকের এই লেখা টি এই পর্যন্তই। তো আমরা আশা করছি যে আপনাদের এই আর্টিকেলটি আপনাদের পছন্দ হবে এবং আপনাদের যদি এই আর্টিকেলটি পছন্দ থাকে তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান এবং এই আর্টিকেলের যদি কোনো উত্তর নিয়ে আপনাদের সংশয় থাকে এবং মনে হয় যে ভুল আছে তাহলে সেটি কমেন্ট বক্সে জানান যাতে করে আমরা ভুল উত্তর সংশোধন করার চেষ্টা করব এবং আপনাদের মনের সংশয় দূর করার চেষ্টা করব।[/su_note]

Back to top button