জিকে প্রশ্ন এবং উত্তর | GK In Bangla | GK Quiz | Bangla GK Questions for KP, WBP

বাংলা জিকে প্রশ্ন | GK Questions & Answer | GK Quiz for KP

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

Bangla GK

1. আলুর চিপসের প্যাকেটে কোন গ্যাসের ব্যবহার করা হয়?

A. নাইট্রোজেন
B. অক্সিজেন
C. কার্বন ডাই অক্সাইড
D. হাইড্রোজেন

উ: নাইট্রোজেন।

2. সম্রাট অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন?

A. হিন্দু ধর্ম
B. মুসলিম ধর্ম
C. জৈন ধর্ম
D. বৌদ্ধ ধর্ম

উ: বৌদ্ধ ধর্ম।

3. লালকেল্লা ভারত ছাড়া আর কোন দেশে আছে?

A. নেপাল
B. পাকিস্তান
C. ভুটান
D. বাংলাদেশ

উ: পাকিস্তান।

4. ভারতের সবচেয়ে ধনী জেলা কোনটি?

A. ইন্দোর
B. গোরক্ষপর
C. জয়পুর
D. কোনোটিই নয়

উ: জয়পুর।

অন্যান্য → কোন কোন রোগের জন্যে কোন কোন টেস্ট ; গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন (Science GK)

→ IIFA Awards Bangla GK | Bangla GK | Film Awards 2022 | Current Affairs 2022

5. ভারতীয় সংবিধান তৈরি করতে কত খরচ হয়েছিল?

A. 1 কোটি
B. 2 কোটি
C. 6.4 কোটি
D. 10 কোটি

উ: 6.4 কোটি।

6. করোনা ভাইরাস মহামারীর আগে কোন দেশে মাক্স পড়তে হতো?

A. জাপান
B. ভারত
C. রাশিয়া
D. সাউথ কোরিয়া

উ: সাউথ কোরিয়া।

7. ভারতে মোট কয়টি জেলা আছে?

A. 605
B. 726
C. 700
D. 650

উ: 726 টি।

8. ভারতের কোন রাজ্যে কন্নড় ভাষায় কথা বলে?

A. কর্ণাটক
B. তামিলনাড়ু
C. মধ্যপ্রদেশ
D. উত্তরপ্রদেশ

উ: কর্ণাটক।

9. বিশ্বে মোট কয়টি ভাষায় কথা বলে?

A. 2000
B. 3000
C. 4000
D. 5000

উ: 5000 টি।

10. রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে?

A. গঙ্গা
B. ব্যাস
C. চম্বল
D. ঝিলম

উ: চম্বল।

11. প্রথমবার মেট্রো ট্রেন কোথায় চলেছিল?

A. দিলি
B. কলকাতা
C. মুম্বাই
D. থানে

উ: কলকাতা।

12. কোন গ্রহে হীরের বৃষ্টি হয় ?

A. মঙ্গল
B. বধ
C. শনি
D. শুক্র

উ: শনি।

13. বিশ্বের কোন নদীর জল গরম হয়?

A. গঙ্গা
B. যমুনা
C. আমাজন
D. নীল

উ: নীল নদ।

14. স্বচ্ছ ভারত মিশন কবে শুরু হয়েছিল?

A. 12 আগস্ট 2014
B. 16 এপ্রিল 2015
C. 2 অক্টোবর 2014
D. 28 আগস্ট 2018

উ: 2 অক্টোবর 2014 সালে।

15. চুনে জল মিশলে কোন গ্যাস নির্গত হয়?

A. হিলিয়াম
B. অক্সিজেন
C. হাইড্রোজেন
D. কার্বন ডাই অক্সাইড

উ: কার্বন ডাই অক্সাইড।

16. ফলের রানী কাকে বলা হয়?

A. লিচু
B. আম
C. আঙ্গুর
D. বেদানা

উ: লিচু।

17. ভগৎ সিং কবে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভিতরে বোমা নিক্ষেপ করেছিলেন?

A. 1925
B. 1929
C. 1935
D. 1940

উ: 1929 সালে।

18. ভারতের কোন রাজ্যে কেবল দুটি জেলা আছে?

A. অসম
B. উত্তরাখণ্ড
C. বিহার
D. গোয়া

উ: গোয়া।

19. কর্কটক্রান্তি রেখা কয়টি দেশের উপর দিয়ে গেছে?

A. 18
B. 20
C. 22
D. 25

উ: 18 টি।

20. ভারতের জাতীয় খাদ্য কি?

A. রুটি
B. ভাত
C. খিচুড়ি
D. ডাল

উ: খিচুড়ি।

21. ভারতীয় মুদ্রার নাম রুপি কে রেখেছিলেন?

A. আকবর
B. বীরবল
C. শেরশাহ সুরী
D. জাহাঙ্গীর

উ: শেরশাহ সুরী।

বন্ধুরা তোমাদের যদি আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে এবং কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। যাতে আমরা তোমাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তরটা ঠিক করার চেষ্টা করতে পারি।

[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এরকম আরো নতুন নতুন প্রশ্ন পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]

Back to top button