পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions

Bangla GK Questions:

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

Bangla GK Questions

1. পশ্চিমবঙ্গ রাজ্যটির প্রতিষ্ঠা হয়েছিল কত সালে?

A. 26 জানুয়ারি 1950
B. 12 মাৰ্চ 1950
C. 26 জানুয়ারি 1958
D. 26 জানুয়ারি 1955

উ: A. 26 জানুয়ারি 1950।

2. পশ্চিমবঙ্গের আয়তন কত?

A. 88,220 বর্গকিমি
B. 80,236 বর্গকিমি
C. 88,752 বর্গকিমি
D. 62,580 বর্গকিমি

উ: C. 88,752 বর্গকিমি।

3. পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটি?

A. হুগলি
B. বাঁকুড়া
C. কলকাতা
D. জলপাইগুড়ি

উ: C. কলকাতা।

4. পশ্চিমবঙ্গ রাজ্যটি কোন জলবায়ুর অন্তর্গত?

A. উষ্ণ জলবায়ু
B. চরমভাবাপন্ন জলবায়ু
C. নাতিশীতোষ্ণ জলবায়ু
D. মৌসুমী জলবায়ু

উ: D. মৌসুমী জলবায়ু।

5. প্রশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?

A. সুন্দরবন
B. পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
C. হাওড়া ও হুগলি
D. দার্জিলিং ও জলপাইগুড়ি

উ: D. দার্জিলিং ও জলপাইগুড়ি।

6. পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?

A. বাঁকুড়া ও পুরুলিয়া
B. দার্জিলিং ও জলপাইগুড়ি
C. হাওড়া ও হুগলি
D. সুন্দরবন ও কলকাতা

উ: A. বাঁকুড়া ও পুরুলিয়া।

7. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

A. মাউন্ট এভারেস্ট
B. সান্দাকফু
C. দোদাবেতা
D. কাঞ্চনজঙ্ঘা

উ: B. সান্দাকফু।

8. পশ্চিমবঙ্গের আইনসভা কি নামে পরিচিত?

A. বিধানসভা
B. লোকসভা
C. রাজ্যসভা
D. পঞ্চায়েতিরাজ

উ: A. বিধানসভা।

9. পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি?

A. 4টি
B. 5টি
C. 6টি
D. 3টি

উ: B. 5টি।

10. পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সাথে সীমানার দৈর্ঘ্য বেশি রয়েছে?

A. ওড়িশা
B. বিহার
C. ঝাড়খন্ড
D. অসম

উ: C. ঝাড়খন্ড।

11. পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সাথে সীমানার দৈর্ঘ্য কম রয়েছে?

A. ওড়িশা
B. বিহার
C. ঝাড়খন্ড
D. অসম

উ: D. অসম।

12. পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কয়টি?

A. 2টি
B. 3টি
C. 4টি
D. 5টি

উ: B. 3টি।

13. পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা কবে গঠিত হয়েছে?

A. 14 ফেব্রুয়ারি 2017
B. 13 ফেব্রুয়ারি 2017
C. 15 ফেব্রুয়ারি 2017
D. 16 ফেব্রুয়ারি 2017

উ: A. 14 ফেব্রুয়ারি 2017।

14. ২০১৭ সালে পশ্চিমবঙ্গে কয়টি জেলা নতুন গঠিত হয়?

A. দুটি
B. চারটি
C. তিনটি
D. দুইটি

উ: C. তিনটি।

15. জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম?

A. প্রথম
B. দ্বিতীয়
C. তৃতীয়
D. চতুর্থ

উ: D. চতুর্থ।

16. পশ্চিমবঙ্গ উত্তর দক্ষিণে বিস্তার কত?

A. 623km
B. 320km
C. 523km
D. 565km

উ: A. 623km.

17. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত?

A. ডুয়ার্স
B. তরাই
C. রাঢ়
D. বারিন্দ্র

উ: B. তরাই।

18. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ কি নামে পরিচিত?

A. বারেন্দ্রভূমি
B. দিয়ারা
C. তরাই ও ডুয়ার্স
D. বাগরী

উ: C. তরাই ও ডুয়ার্স।

19. ভারতের জনসংখ্যা হিসাবে কত শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা?

A. 7.55 শতাংশ
B. 6.24 শতাংশ
C. 8.24 শতাংশ
D. 9.12 শতাংশ

উ: A. 7.55 শতাংশ।

20. পশ্চিমবঙ্গের কতগুলি প্রশাসনিক বিভাগ রয়েছে?

A. 3টি
B. 4টি
C. 5টি
D. 6টি

উ: C. 5টি।

অন্যান্য → গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | Important Bangla GK Questions

21. বীরভূম জেলার সদর দপ্তর কোথায়?

A. সিউড়ি
B. ইংলিশ বাজার
C. বালুরঘাট
D. হুগলি

উ: A. সিউড়ি।

22. হাওড়া কোন বিভাগের অন্তর্গত?

A. মেদিনীপুর বিভাগ
B. প্রেসিডেন্সি বিভাগ
C. বর্ধমান বিভাগ
D. মালদা বিভাগ

উ: B. প্রেসিডেন্সি বিভাগ।

23. পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি?

A. উত্তর 24 পরগনা
B. দক্ষিণ 24 পরগনা
C. কলকাতা
D. পুরুলিয়া

উ: B. দক্ষিণ 24 পরগনা।

24. পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি?

A. বাঁকুড়া
B. কলকাতা
C. নদিয়া
D. মালদা

উ: B. কলকাতা।

25. পশ্চিমবঙ্গের পুরুষের সাক্ষরতার হার কত শতাংশ? (2011)

A. 88.56
B. 78.67
C. 82.67
D. 67.88

উ: C. 82.67

বন্ধুরা তোমাদের যদি আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে এবং কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। যাতে আমরা তোমাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তরটা ঠিক করার চেষ্টা করতে পারি।

সমস্ত চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেতে এবং সরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েব সাইটে প্রতিদিন ভিজিট করুন www.drmonojog.in

Back to top button