আসাম রাইফেলে নিয়োগের বিজ্ঞপ্তি– Assam Rifles New Vacancy 2022
নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আসাম রাইফেল সম্পর্কে (Assam Rifles New Vacancy 2022)। তোমরা অনেকেই হয়তো আসাম রাইফেল অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করেছ বা ভাবছো যে করবে। তো বন্ধুরা আসাম রাইফেল এর ফিজিক্যাল, মেডিকেল , রিটেন টেস্ট, ট্রেড টেস্ট কোথায় হবে অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে হবে, আসামে হবে না ত্রিপুরায় হবে। এই সবকিছুই আমরা আজকে তোমাদের জানিয়ে দেবো।
Assam Rifles New Vacancy 2022 – Assam Rifles Tradesmen Recruitment 2022
বন্ধুরা আমরা আমাদের আজকের এই পোস্টে তোমাদের জানাবো যে এই আসাম রাইফেল এর পরীক্ষা কত নম্বরের হবে, পরীক্ষার সিলেবাস কি থাকবে, কত পার্সেন্ট নাম্বার পেলে তুমি পাস করবে এসসি, এসটি, এডাবলুএস ক্যান্ডিডেট। তাছাড়াও বন্ধুরা তোমাদের আমরা জানিয়ে দেবো যে এই পরীক্ষাতে কোন নেগেটিভ মার্কিং আছে কিনা। এই সবকিছুই আজ আমরা এই ব্লগ পোস্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো।
আসাম রাইফেল অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে?
তো তুমি যদি আসাম রাইফেল অ্যাপ্লিকেশন করতে চাচ্ছো কিংবা আসাম রাইফেল এর জন্য প্রস্তুতি নিচ্ছো অ্যাপ্লিকেশন করেছ, অন্তরা এখানে তোমাদের আমি জানিয়ে রাখি যে 6 জুন থেকে আসাম রাইফেলের অ্যাপ্লিকেশন চালু হয়েছে। তোমরা যদি চাও তো অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন কিন্তু এখনো এভেলেবেল রয়েছে কুড়ি জুলাই পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশন করতে পারবে।
তো তোমাদের জানিয়ে দিই প্রথমে যে এই পোস্টটির নাম কি। এই পোস্টটির নাম হলো Assam Rifles Tradesmen Recruitment 2022।
বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে রাখি গ্রুপ বি এবং রুপসি সবকিছু মিলিয়ে এখানে টোটাল 1380 টি পোস্ট রয়েছে। যার রেলি ডেট দিয়েছে। এই রেলি ডেটটি হলো 1 সেপ্টেম্বর। অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে তোমাদের রেলি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আসাম রাইফেলের রিকোয়ারমেন্ট প্রসেস অনেকটা ফাস্ট চলে। তাই তুমি যদি এই আসাম রাইফেল এ অ্যাপ্লিকেশন করো তাহলে তোমার রিকোয়ারমেন্ট কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমাকে তাড়াতাড়ি নিয়োগ করিয়ে নেওয়া হবে।
অন্যান্য→ IDBI ব্যাংকের তরফ থেকে প্রকাশিত হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি – IDBI Bank Recruitment 2022
→ উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন
আসাম রাইফেল এর জন্য তোমাদের কি কি টেস্ট হবে?
আসাম রাইফেল এর চাকরির জন্য সবার প্রথমে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET এবং PST হবে। এবং তারপর তোমাদের ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট হবে তারপরে রিটেন টেস্ট তারপরে তোমাদের ডকুমেন্ট অর্থাৎ মেডিক্যাল এক্সামিনেশন হবে। তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং তারপর তোমাদের ট্রেনিংয়ের জন্য ডাকা হবে। পুরা এভাবেই তোমাদের আসাম রাইফেল এ চাকরি পুরো প্রসেসটি কমপ্লিট হবে। তারপর থেকে তোমাদের পে স্কিল অর্থাৎ প্রতি মাসে মাইনে দেওয়া হবে।
বন্ধুরা প্রথমে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি হবে। অর্থাৎ প্রথমে তোমাদের হাইট মেজারমেন্ট হবে। তুমি যদি সফল হয়ে যাও তাহলে তারপর তোমার ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট হবে। এখানে সফল হলে তোমাকে রানিং করানো হবে এবং সেখানে তুমি যদি সফল হয়ে যাও তারপর তোমার হবে ট্রেড টেস্ট এবং রিটেন টেস্ট। এই দুটো টেস্টে সফল হয়ে গেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিক্যাল টেস্ট নেওয়া হবে।
আসাম রাইফেল এর সমস্ত প্রকারের টেস্ট কোথায় হবে?
বন্ধুরা তোমাদের ফিজিক্যাল টেস্ট কোথায় কোথায় হবে ট্রেড টেস্ট কোথায় হবে রিটেন টেস্ট কোথায় হবে মেডিকেল টেস্ট কোথায় হবে এই সমস্ত জায়গা গুলি আমি তোমাদের দেখিয়ে দিলাম। Diphu (আসাম), Sukhovi (নাগাল্যান্ড), Silchar (আসাম), Huflong (আসাম), Karbinglong (আসাম), Dimapur (নাগাল্যান্ড), Masimpur (আসাম) এই সমস্ত সেন্টারে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট PST, PET এবং সমস্ত রিটেন টেস্ট সমস্ত কিছু টেষ্ট এই সমস্ত সেন্টারে নেওয়া হবে। অর্থাৎ তোমাদের এই সাতটি সেন্টারের মধ্যে পুরো প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে।
বন্ধুরা আমি যেই জায়গা গুলো বললাম সেই সমস্ত সেন্টারেই কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষার স্টেপগুলো সম্পূর্ণ হবে।
রিটেন টেস্টে অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমাকে কত নম্বর পেতে হবে?
তারপরে বলব তোমাদের রিটেন টেস্টের কথা। বন্ধুরা তো তোমাদের রিটেন টেস্টে কি কি থাকবে এই সমস্ত কিছুই তোমরা জানতে পারবে। তোমাদের এখানে জানিয়ে রাখি তোমাদের রিটেন টেস্ট 100 নাম্বারের হবে। জেনারেল হলে তুমি 35% নাম্বার তুলে এখানে উত্তীর্ণ হতে পারবে। এবং তুমি যদি SC, ST, OBC হয়ে থাকো তাহলে 33% নাম্বার তুলে তুমি এখানে উত্তীর্ণ হতে পারবে। তোমাদের এখানে জানিয়ে রাখি যে তোমাদের লিখিত টেস্ট এবং ট্রেড টেস্ট এর নাম্বার মিলিয়ে শর্ট লিস্ট তৈরি করা হবে।
পরীক্ষার সিলেবাস কি রয়েছে?
বন্ধুরা এক্ষেত্রে তোমাদের আমি জানিয়ে দেবো পরীক্ষার সময় কত এবং পরীক্ষার সিলেবাসে কি কি থাকবে। বন্ধুরা তোমাদের পরীক্ষার সিলেবাস এর জিকে জিআই ম্যাথ এবং হিন্দি নিয়ে তোমাদের পরীক্ষা হবে। বন্ধুরা তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এবং এখানে তোমাদের কোন নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ বন্ধুরা তুমি যদি কোন প্রশ্নের উত্তর ভুল করে আসো এবার এবং সেটি কেটে পরিষ্কার করে সঠিক উত্তরটি লেখ তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো অতিরিক্ত নাম্বার কাটা হবে না অর্থাৎ প্রাপ্ত নাম্বারটি তুমি পাবে। বন্ধুরা আজকের এই আসাম রাইফেল আপডেট টি এই পর্যন্ত ।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]Note:- এছাড়াও আরও অনেক তথ্য কিন্তু নোটিফিকেশনটি তে দেওয়া রয়েছে আপনারা যদি সেই তথ্য গুলি পড়তে চান তাহলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন টি ডাউনলোড করে মনোযোগ সহকারে পড়ে নেবেন।[/su_note]
Website:- https://www.assamrifles.gov.in/
Online Application:- https://bit.ly/3H3BCrt
তোমাদের যদি আমাদের আজকের এই আপডেটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারে এপ্লাই করতে পারে।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]বন্ধুরা এরকম আরো নতুন নতুন চাকরির আপডেট পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটটি।[/su_note]