চাকরির পরীক্ষার্থীদের জন্য সমস্ত বিশ্ব দিবস এবং অন্তরাষ্টীয় দিবস নিয়ে আলোচনা

All International Day Date :

আমরা সবাই জানি চাকরি পরীক্ষা আছে বিশ্ব দিবস এবং অন্তরা রাষ্ট্রীয় দিবস থেকে প্রশ্ন আসে। এই দিবস গুলি মনে রাখা খুবই কঠোর হয়ে যায় কারণ এক একটি দিবস আমরা এক এক জায়গায় পড়ে থাকি। চাকরির পরীক্ষার্থী তে যেন কোন চাকরি পরীক্ষার্থীর এই দিবস আর ভুল না হয় সেই কারণে এই সমস্ত দিবস গুলিকে একটি আর্টিকেলের মধ্যে নিয়ে আসা হলো। আমরা আশাবাদী যে আপনাদের বিশ্ব দিবসে অন্তত দিবসের এই আর্টিকেলটি ভালো লাগবে এবং এটি অনেক কাজে আসবে।

International Day

বিশ্ব দিবস ও অন্তরাষ্টীয় দিবস

1) ১০ জানুয়ারি বিশ্ব হাস্য দিবস

২) ১৫ জানুয়ারি বিশ্ব আর্মি দিবস।

৩) ২৬ শে জানুয়ারি রিপাবলিক ডে

৪) ৩০ জানুয়ারি শহীদ দিবস।

৫)২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

৬) ৪ মার্চ আন্তরাষ্ট্রীয় মহিলা দিবস।

৭) ২২ মার্চ বিশ্ব জল সংরক্ষণ দিবস।

৮) ২৪ মার্চ বিশ্ব টিভি দিবস।

৯) ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস।

১০) ২২ এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস।

১১) ৮ মে বিশ্ব রেডক্রস দিবস

১২) ২১ জুন বিশ্ব ইয়োগ দিবস।

অন্যান্য → কোন কোন রোগের জন্যে কোন কোন টেস্ট , গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন (Science GK)

১৩) ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস।

১৪) ১১ জুলাই বিশ্ব পপুলেশন দিবস।

১৫)২৯ জুলাই আন্তরাষ্ট্রিক টাইগার দিবস।

১৬) ১২ আগস্ট বিশ্ব যুবক দিবস।

১৭) আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয়।

১৮) ৪ ই সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষরতা দিবস।

২০) ১৬ সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস।

২১) ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস।

২২) ২ অক্টোবর বিশ্ব অহিংসা দিবস।

২৩) ১১ অক্টোবর বিশ্ব বালিকা দিবস।

২৪) ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।

২৫) ১৪ নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস।/ শিশু দিবস।

২৬) ১৯ নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস।

২৭) ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস।

২৮) তেশরা ডিসেম্বর আন্তঃ বিকলাঙ্গ দিবস।

২৯) ১০ ই ডিসেম্বর বিশ্ব মানব অধিকার দিবস।

৩০) ৪ ডিসেম্বর নেভি ডে।

অন্যান্য → প্রাইমারি টেট বাংলা পেডাগগী | Primary TET 2022 math Pedagogy Question

Back to top button