উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন
সবাইকে আমাদের এই বাংলা সাজেশন ব্লগে স্বাগতম। আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো 12 (উচ্চমাধ্যমিক) এর পরে কোন কোন সরকারি চাকরির জন্য আবেদন করা যায়। সেটা কেন্দ্রীয় সরকারের হোক বা রাজ্য সরকারের হোক। এমন অনেক সরকারি ভ্যাকেন্সি বের হয় যেখানে উচ্চ মাধ্যমিক পাশের পরে তোমরা আবেদন জানাতে পারো। আজকে আমি সেই সকল ধরনের সরকারি চাকরির সম্বন্ধে বলব যেগুলো তোমরা উচ্চমাধ্যমিক ক্লিয়ার করার পরে আবেদন জানাতে পারবে।
অনেকের মনেই এই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে 12 ক্লাসের পরে কি কি সরকারি চাকরি থাকে, কেন্দ্রীয় সরকারের কি কি ভ্যাকেন্সি বের হয়, রাজ্য সরকারের কি কি ভ্যাকেন্সি বের হয় এই ধরনের বিভিন্ন রকমের প্রশ্ন থেকে থাকে। আজকে এই তথ্যই আমি এই আর্টিকেলটিতে আলোচনা করব সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই পড়বে কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য।
সবার প্রথমে বলে রাখি রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন পদগুলিতে 2 বছর 3 বছর অন্তর অন্তর ফর্ম বের হচ্ছে, 5 বছর পরে ভ্যাকেন্সি বের হয়, কোন কোন জায়গায় আবার 10 বছর পরেও ভ্যাকেন্সি বের হয় সুতরাং রাজ্য সরকারের ক্ষেত্রে কত বছর পর পর ভ্যাকেন্সি বের হবে তার কোন ঠিক থাকেনা। অনেক জায়গায় আবার দেখা যায় পাঁচ বছর হয়ে গেছে এখনো কোনো প্যানেল বের হয়নি কোনো নোটিফিকেশন বের হয়নি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে দেখা যায়।
অন্যান্য:- 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কিন্তু এমন বিভিন্ন পদ রয়েছে যেখানে দেখা যায় যে বছরে দুবার করেও কিন্তু নিয়োগ হয়। তাছাড়া বিভিন্ন পদে কিন্তু প্রত্যেক বছর তোমরা নোটিফিকেশন অর্থাৎ ভ্যাকেন্সি দেখতে পাবে। তাহলে চলুন এবার আমাদের প্রধান বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক।
কেন্দ্রীয় সরকারের পোস্ট
1) SSC CHSL (Combined Higher Secondary Level Exam)
SSC CHSL অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এর আন্ডারের এই পোস্ট। এরই মধ্যে আরো প্রায় 14টি রকমের পদ রয়েছে। শুধু 14 টি নয় এর মধ্যে কিন্তু 14 এরও বেশি পোস্ট রয়েছে যেখানে তোমরা আবেদন জানাতে পারো।
a) CBI (Central Bureau of Investigation)
উচ্চ মাধ্যমিক পাশের পরে তোমরা কিন্তু সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এ এপ্লাই করতে পারো। এই পোস্টগুলো কিন্তু SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (CHSL) এর আন্ডারে পড়ছে। প্রতিবছর কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এরা নোটিফিকেশন বের করে এবং সেখানে প্রচুর ভ্যাকেন্সি থাকে।
নতুন আপডেট:- বিনামূল্যে মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, বেতন রয়েছে ১৯৯০০ টাকা
b) IB (Intelligent Bureau)
এর পরে কিন্তু রয়েছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট বিউরো। এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে তোমরা এপ্লাই করতে পারো। এখানেও কিন্তু প্রতিবছর রিক্রুটমেন্ট জারি করে।
এছাড়াও কিন্তু আরো বিভিন্ন রকমের পোস্ট রয়েছে যেগুলি হল- National Investigation Agency (NIB), Ministry of External Affairs, Ministry of Civil Aviation, Ministry of Power, Ministry of Textile ইত্যাদি। আমি তোমাদের এই কয়েকটাই বললাম। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন পোস্ট রয়েছে এই SSC CHSL এর আন্ডারে।
এবার তোমাদের এই পোষ্টের বিষয় গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দিই। এখানে তোমাদের বয়স সীমা অবশ্যই হতে হবে 18 থেকে 27 বছর যেটা জেনারেলদের জন্য রাখা হয়েছে। ওবিসি এসসি এসটি যেরকম বয়সের ছাড় পায় সেরকমই কিন্তু বয়সের ছাড় এখানেও পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই তোমাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সেটা যে কোন স্ট্রিম নিয়েই হোক না কেন। এবং বলেদি এখানে কিন্তু পার্সেন্টেজের কোনো ভ্যারিয়েশন নেই অর্থাৎ পার্সেন্টেজ এর কোন কথাও কিন্তু এখানে উল্লেখ করা নেই।
যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এবং এসসি-এসটি যারা রয়েছে তারা কিন্তু বিনামূল্যে এখানে আবেদন জানাতে পারবে। এছাড়া যারা ওবিসি এবং জেনারেল রয়েছে তাদের কিন্তু 100 টাকা দিয়ে এর জন্য এপ্লাই করতে হবে।
পরীক্ষার ধাপ রয়েছে 3টে। একটি হচ্ছে TR 1, TR 2 এবং TR 3 । TR1 এ তোমাদের চারটি বিষয়ের মধ্যে বেছে নিয়ে পরীক্ষা হবে। যার মধ্যে থাকবে Quantitative, General Science, General Knowledge ইত্যাদি বিষয়গুলি। এরপর TR 2 তে কিন্তু Described মূলক প্রশ্ন থাকবে।
তো এই ছিল CHSL এ আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি। যেগুলি তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যে পোস্টগুলির কথা আমি উপরে তোমাদের জানিয়েছি সেগুলি ছাড়াও কিন্তু এর আন্ডারে আরো বিভিন্ন পোস্ট রয়েছে যেগুলি তোমরা এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে পারবে।
2) Airforce Group X & Y
এরপরের যে পোস্টটি রয়েছে সেটি হল এয়ারফোর্স গ্রুপ X ও Y । এয়ারফোর্স গ্রুপ এক্স এর জন্য যারা এপ্লাই করে তাদের কিন্তু পুরো সাইন্স গ্রুপ থেকেই হতে হয় অর্থাৎ তাদের সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। আর যারা এয়ারফোর্স গ্রুপ ওয়াই এর জন্য এপ্লাই করতে চাও তাদের কিন্তু সাইন্স গ্রুপ না হলেও তারা এপ্লাই করতে পারবে।
এই পোস্টের জন্য আবেদন জানাতে গেলে বয়স সীমা 17 থেকে 19 এর মধ্যে হতে হয়। তারাই কিন্তু এখানে আবেদন জানাতে পারে। এবং আলাদা আলাদা কাস্ট এর জন্য যে বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু এখানেও থাকছে। প্রতিবছর কিন্তু এই পোষ্টের জন্য ভ্যাকেন্সি বের হয়। শুধু তোমরা এখানে বয়সটা অবশ্যই মাথায় রাখবে। এই পোস্টের বেতন কাঠামো কিন্তু খুবই ভালো অর্থাৎ 45000 থেকে শুরু হয় এই পোষ্টের বেতন।
অবশ্য তোমাদের বলে রাখি এই সমস্ত পোস্ট এর ক্ষেত্রে পরীক্ষার জন্য কি কি বিষয় গুলো মনোযোগ সহকারে পড়লে তোমাদের ভালো হবে সে বিষয়ে কিন্তু আমি এই পোষ্টের শেষে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু এই পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বে।
3) SSC Stenographer (C & D)
এরপরে রয়েছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই পোস্টের রিকুটমেন্ট কিন্তু বছরে প্রত্যেকবারই বেরোয়। এই স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করতে হলে তোমাদের কিন্তু বয়স সীমা থাকতে হবে 18 থেকে 27 এর মধ্যে এবং আলাদা আলাদা কাস্টের ক্ষেত্রে যেমন ছাড় পাওয়া যায় সেই ছাড় কিন্তু এখানেও থাকছে। এখানে কিন্তু স্যালারির পরিমাণটাও খুবই ভাল রয়েছে। 35000 থেকে স্যালারী শুরু হয়। আর এই পোষ্টের জন্য কিন্তু প্রতিবছর ভ্যাকেন্সি বের হয়।
বলে রাখি এগুলো কিন্তু সমস্ত কিছুই কেন্দ্রীয় সরকারের আন্ডারে চাকরি।
4) NDA (National Defence Agency)
ইন্ডিয়া অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স এজেন্সি যার জন্য কিন্তু বছরে দুবার করে ফর্ম বের হয়। অর্থাৎ দুবার করে রিক্রুটমেন্ট প্রসেস হয়। এই পোষ্টের জন্য কিন্তু তোমাদের বয়স হতে হবে সাড়ে 16 থেকে 19 বছর অর্থাৎ এই বয়সের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারবে। হাজার 900 এর ওপরে হয়ে গেলে কিন্তু তোমরা এখানে পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ আবেদন জানাতে পারবে না এবং বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে যে ছাড় থাকে সেই ছাড় কিন্তু এখানেও থাকছে।
5) Railway NTPC
এরপরে রয়েছে রেলওয়ে এনটিপিসি। রেলওয়ে এনটিপিসি কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশের পর ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারে। এই পোষ্টের জন্য কিন্তু প্রতিবছর ভ্যাকেন্সি বের হয় এবং সেখানে আবেদনের জন্য বয়সসীমা 18 থেকে 27 বছর।
তো এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুবই ফেমাস বলতে পারো অর্থাৎ যেই পোস্টগুলির জন্য প্রতিবছর প্রচুর ছাত্র-ছাত্রী অপেক্ষা করে থাকে সেই সমস্ত পোষ্টের তথ্য কিন্তু আমি উপরে দিয়েছি। শুধুমাত্র এই পোস্টগুলি নয় এছাড়াও কিন্তু কেন্দ্রীয় সরকারের আরো বিভিন্ন পোস্ট রয়েছে যেখানে তারা প্রতিবছর ভ্যাকেন্সি বের করে তো সেগুলি আমি পরের নিবন্ধে আলোচনা করব।
জেনে নিন:- WBCS কী এবং WBCS সমন্ধে বিস্তারিত তথ্য
রাজ্য সরকারের পোস্ট
রাজ্য সরকারের কোন কোন পোস্টে তোমরা HS এর পরেই আবেদন জানাতে পারবে এবার সেই বিষয় নিয়ে আলোচনা করব।
1) PSC Clerk
2) PSC Food Sub inspector
3) PSC Fire Operator
4) WB Police/SI
5) WBHRB (i. Lower Division Clerk, ii. Data Entry Operator, iii. Drivers)
পিএসসি ক্লার্ক, পিএসসি ফুড সাব-ইন্সপেক্টর, পিএসসি ফায়ার অপারেটর ইত্যাদির ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে 5-6 বছরের মধ্যেও কোনো রকমের ভ্যাকান্সি নোটিফিকেশন বের হয় না। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ/এসআই পদের জন্য কিন্তু এক বছর দুবছর পরপরই ভ্যাকেন্সি বের হয়।
রাজ্য সরকারের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের পোস্ট রয়েছে যে বিষয়ে আমি এখানে আলোচনা করছি না। আমি এখানে শুধুমাত্র জনপ্রিয় কয়েকটি পোষ্টের বিষয় কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম।
এবার আলোচনা করব সিলেবাস নিয়ে অর্থাৎ উপরে যে সমস্ত পোস্ট সম্বন্ধে আলোচনা করেছি কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের সেই সমস্ত পোস্টে চাকরি পেতে গেলে তোমাদের কোন কোন সিলেবাস এর ওপরে বা কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে সেই সব নিয়ে এখন আলোচনা করব।
সিলেবাস কেমন হবে অথবা কোন কোন বিষয়গুলি ভালোভাবে পড়তে হবে?
সিলেবাসের কথা যদি বলি তাহলে প্রথমেই আসে জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, রিজনিং, ম্যাথ ইত্যাদি থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে। এছাড়াও তোমাকে কিন্তু ইংরেজি বিষয়ের ওপর মনোযোগ দিতে হবে। উপরে দেওয়া বিভিন্ন পোস্ট এর মধ্যে এমন অনেক পোষ্ট রয়েছে যার পরীক্ষাতে কিন্তু তুমি পশ্চিমবাংলা থেকেও প্রশ্ন পেয়ে যাবে অর্থাৎ তোমার বাংলা ভাষার ওপর থেকেও কিন্তু প্রশ্ন থাকবে। এছাড়াও আমি তোমাদের বলব যে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বইগুলি রয়েছে সেগুলি অধ্যায় ভিত্তিক ভাবে যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখে পড়তে পারো তাহলে খুবই ভালো হবে। এটা শুধু এই চাকরির পরীক্ষার জন্যেই নয় যেকোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে দরকারি।
রাজ্য সরকারের বিভিন্ন পোষ্টের চাকরিতে কিন্তু বয়সসীমা থাকে 18 বছর বয়স থেকে ফর্ম ফিল আপ করা শুরু করতে পারবে 40 বছর বয়স পর্যন্ত। আর কাস্ট ভিত্তিক যে যে ছাড় গুলি পাওয়া যায় সেগুলি কিন্তু প্রত্যেকটি পোস্টেই থাকবে।
এগুলি বাদ দিয়ে যদি তোমরা পড়াশোনা করতে চাও তাহলে উচ্চমাধ্যমিকের পরে কি নিয়ে পড়লে ভালো হয় এ বিষয়ে কিন্তু আমি একটি আলাদা পোস্ট লিখেছি সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে।
[su_note note_color=”#e2e2e0″ text_color=”#0e0e0d” radius=”0″]আজকের জন্যে এই পর্যন্তই। যদি আজকের এই পোস্টটি ভাল লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং নিজেদের বন্ধুদের শেয়ার করবে।[/su_note]