কবে দেওয়া হবে ট্যাব কেনার টাকা – এ বিষয়ে কি জানাল বিকাশভবন
এবারের ক্লাস আর অনলাইনে নয় অফলাইনে শুরু হয়ে গিয়েছে। কিন্তু এমত অবস্থায়তেও কিন্তু তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
২০২০ সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে 10 হাজার টাকা করে দেওয়ার প্রকল্প চালু করেছিল। আমাদের রাজ্যে ছাত্রছাত্রীরা যাতে করোনা মুহূর্তে লকডাউনে বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারে তার জন্যই এই ১০০০০ টাকা ট্যাব কেনার জন্য দেওয়া হয়েছিল।
ট্যাবের টাকা কবে দেওয়া হবে – ট্যাবের ১০ হাজার টাকা
ছাত্র-ছাত্রীদের করণাম মুহূর্তে লকডাউনে বাড়িতে বসে পড়াশোনা করার জন্য যে দশ হাজার টাকা ট্যাব কেনার জন্য দেওয়া হয়েছিল সেই প্রকল্পের নাম রাখা হয়েছিল তরুণের স্বপ্ন প্রকল্প। তরুণের স্বপ্ন প্রকল্পের মূল লক্ষ্য ছিল ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা ট্যাব কেনার জন্য দেওয়া যা দিয়ে তারা লকডাউন মুহূর্তে বাড়িতে বসে অনলাইন ক্লাস এটেন্ড করতে পারে এবং তাদের শিক্ষার ক্ষেত্রে যাতে কোন রকম বাধা-বিপত্তি না আসে।
কিন্তু বর্তমানে লকডাউন আর নেই সুতরাং সবার স্কুল কলেজ কিন্তু আবার খুলে গেছে এই অবস্থায় অনেক ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা হয়তো এটা ভেবে থাকবে যে তোমাদের যে তরুণের প্রকল্প স্কিমে ১০ হাজার টাকা ট্যাবের জন্য দেওয়া হয়েছিল সেটা এ বছর দেওয়া হবে না কিন্তু যদি এই ভাবনা তোমাদের থেকে থাকে এটা ভুল।
এবারের ক্লাস আর অনলাইনে নয় অফলাইনে শুরু হয়ে গিয়েছে। কিন্তু এমত অবস্থায়তেও কিন্তু তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে কিন্তু তোমাদের একটি নোটিশ ঋতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে।
সেই নোটিসে কি বলা হয়েছে এবং কি জরুরী তথ্য রয়েছে যা তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। 31 জুলাই একটি তারিখও দেওয়া হয়েছে যেই তারিখের মধ্যে তোমাদের দরকারি কিছু কাজ কিন্তু করতে হবে।
অন্যান্য:- জুলাই মাসে প্রকাশিত সেরা চাকরির খবর – July Month New Job Updates 2022
তাই অবশ্যই এই তথ্যটি শেষ পর্যন্ত পড়বে নাহলে ট্যাবের টাকার বিষয়ে জরুরী তথ্য কিন্তু তোমরা জানতে পারবে না।
এ বছরেও কি দেওয়া হবে ট্যাবের টাকা?
২০২০ সালের শুরু হয় তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য 10000 টাকা সরাসরি ব্যাংকে দিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে এই তরুণের স্বপ্ন প্রকল্প এবার থেকে প্রতিবছরের জন্য কার্যকর করা হয়েছে।
সুতরাং একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীকেই কিন্তু এই ট্যাব কেনার দশ হাজার টাকা দেওয়া হবে।
নতুন খবর:- ট্যাবের টাকা কবে দেওয়া হবে জানিয়ে দিল ফাইনাল!
কি কি প্রয়োজন এই টাকা পাওয়ার জন্য?
এ বিষয়ে বিকাশ ভবন থেকে যে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে সকল স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের যেন ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টের ডিটেইলস এবং ভর্তির রশিদ থেকে শুরু করে যাবতীয় তথ্য জমা করে নেওয়ার জন্য।
ছাত্র-ছাত্রীদের অবশ্যই কিন্তু নিজেদের ব্যাংক একাউন্ট ব্যাংক নম্বর এবং একাউন্টের সাথে জড়িত যাবতীয় তথ্য যেমন আইএফসি কোড, নিজেদের নাম ইত্যাদি সমস্ত ভালোভাবে দেখে শুনে জমা দিতে হবে এবং তোমাদের ব্যাংক একাউন্টের ফ্রন্ট পেজের জেরক্স দিতে কিন্তু কেউ ভুলবে না।
অন্যান্য:- কিভাবে অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখবে | 300 নম্বর পেলেই পেয়ে যাবে 54000 টাকার স্কলারশিপ
→প্রকাশ হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের PPR, PPS এর রেজাল্ট | জেনে নিন কিভাবে দেখবেন
আরেকটি জিনিস যেটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে অর্থাৎ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু চালু থাকতে হবে।
সমস্যা দেখা দিয়েছে যে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট চালু না থাকায় এই তরুণের স্বপ্ন প্রকল্পের ১০ হাজার টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি।
ট্যাবের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে?
দুই হাজার কুড়ি সাল এবং তার পরবর্তী ২০২১ সালে তোমাদের ট্যাবের টাকার জন্য ব্যাংক একাউন্টের ফ্রন্ট পেজের জেরক্স জমা নেওয়ার ৩-৪ মাসের মধ্যেই কিন্তু তোমাদের ট্যাবের টাকা অ্যাটাক করে ব্যাংক একাউন্টে ঢুকতে শুরু করেছিল। তাই প্রতিবারের মতো এবারও কিন্তু তোমাদের এই ট্যাবের টাকা তোমরা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এক এক করে পেয়ে যাবে।
আগের বছরের মত এ বছরেও কিন্তু তোমাদের জন্য একই শর্ত রাখা হয়েছে তোমাদের যে ১০ হাজার টাকা ট্যাপ কেনার জন্য দেওয়া হবে সেই টাকা দিয়ে কিন্তু তোমাদের মোবাইল ফোন অথবা ট্যাব কিনতে হবে, মোবাইল ফোন অথবা ট্যাব ছাড়া তোমরা সেই টাকা অন্য কোথাও খরচ করতে পারবে না। কেননা এ বছর তোমাদের টাকা ঢোকার পরেই কিন্তু তোমাদের মোবাইল অথবা ট্যাব কেনার রশিদ স্কুলে জমা নেওয়া শুরু করে দেবে।
১০ হাজার টাকা দেওয়ার পরে মোবাইল অথবা ট্যাব কেনার যে রশিদ তোমাদের জমা দিতে বলা হচ্ছে সেই রশিদের তারিখটি কিন্তু অবশ্যই তোমাদের আপডেট হতে হবে সেটা পুরনো হলে কিন্তু হবে না।
তো তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য তোমাদের এ বছরেও কিন্তু ট্যাবের টাকা দেওয়া হবে সুতরাং এই নিয়ে তোমাদের ভাবনার আর কোন কারণ নেই এবং বিকাশ ভবন থেকে প্রকাশিত নোটিসে কি বলা হয়েছে সে বিষয়েই সংক্ষিপ্ত ধারণা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি।
[su_note note_color=”#dddddf” text_color=”#0e0e0d” radius=”0″]এই ধরনের আপডেটেড তথ্য পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লগের নোটিফিকেশন Allow করে নেবে। যাতে আমাদের পাবলিশ করা নতুন নতুন তথ্য সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়।[/su_note]