৯ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 9th August 2022 Current Affairs | Banglasuggestion
9th August 2022 Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs
আমরা প্রায় সবাই জানি যে চাকরির পরীক্ষায় ও বিভিন্ন ইন্টার্ভিউ তে কারেন্ট অ্যাফেয়ার্স ধরা হয়। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির প্রার্থীদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমরা বাংলা সাজেশন সাইটের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম।
9th August 2022 Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs
1. কমনওয়েলথ গেমস ২০২২-এ মহিলাদের রেস্টলিংয়ে ফ্রিস্টাইল ৫৩ কেজি ইভেন্টে সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছে?
(A) ভিনেশ ফোগাট
(B) জয়ন্তী বেহেরা
(C) ইনডারমিট গিল
(D) নলিন নেগি
উ: ভিনেশ ফোগাট।
ব্যাখ্যা:- • ভিনেশ ফোগাট কমনওয়েলথ গেমস ২০২২-এ মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন৷
• তিনি শ্রীলঙ্কার চামোদ্যা কেশানি মাদুরাভালেজ ডনকে পরাজিত করেছেন৷
• তিনি CWG-রেসলিংয়ে ভারতের দ্বিতীয় এই সোনাটি জিততে দুই মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়েছিলেন৷
2. ওয়ানডেতে (ODI) ৮০০০ রান করা প্রথম বাংলাদেশের ক্রিকেটার কে হলেন?
(A) সাকিব আল হাসান
(B) মাহমুদউল্লাহ
(C) তামিম ইকবাল
(D) মুশফিকুর রহিম
উ: তামিম ইকবাল।
ব্যাখ্যা:- • হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৮০০০ রান করলেন।
• ক্যারিয়ারে গড় ৩৭.২০ রানের সহিত তিনি ২৩৯ ম্যাচ খেলেছেন৷
• তিনি ১৪টি ওয়ানডে সেঞ্চুরিও করেছেন।
3. কোন দেশ সম্প্রতি SAFF U-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে?
(A) ভারত
(B) মালদ্বীপ
(C) নেপাল
(D) বাংলাদেশ
উ: ভারত।
ব্যাখ্যা:- • ভারত ৫ই আগস্ট ২০২২-এ ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে ৫-২ গোলে পরাজিত করে SAFF U-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে৷
• ভারত টানা দ্বিতীয়বারের মতো এই চ্যাম্পিয়নশিপে জিতেছে৷
• SAFF- South Asian Football Federation
4. কোন দেশ সম্প্রতি তার প্রথম ‘লুনার অরবিটার’ লঞ্চ করেছে?
(A) দক্ষিণ কোরিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) উত্তর কোরিয়া
(D) মালদ্বীপ
উ: দক্ষিণ কোরিয়া।
ব্যাখ্যা:- • দক্ষিণ কোরিয়া তার প্রথম lunar orbiter লঞ্চ করেছে।
• মিশনটিতে প্রায় ১৮০ মিলিয়ন ডলার খরচ করেছে দক্ষিণ কোরিয়া।
• সফল হলে, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মহাকাশযানের সাথে যোগ দেবে যা ইতিমধ্যেই চাঁদের চারপাশে অরবিট করছে।
অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স→ ৬ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 6th August 2022 Current Affairs | Banglasuggestion
→ ২ আগস্ট ২০২২ এর কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali | Banglasuggestion
→ ১২ ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 12th August 2022 Current Affairs | Banglasuggestion
5. BharatPe-এর CFO হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) আশীষকুমার চৌহান
(B) নকুল জৈন
(C) নলিন নেগি
(D) ইনডারমিট গিল
উ: নলিন নেগি।
ব্যাখ্যা:- BharatPe:
• প্রতিষ্ঠাতা : আশনির গ্রোভার, শাশ্বত নাকরানি
• CEO : সুহেল সমীর
• সদরদপ্তর : নয়াদিল্লি
6. কোন রাজ্য প্রতিটি জেলায় একটি করে সংস্কৃতভাষী গ্রাম তৈরির সিদ্ধান্ত নিয়েছে?
(A) উত্তরাখণ্ড
(B) পশ্চিমবঙ্গ
(C) ওডিশা
(D) অসম
উ: উত্তরাখণ্ড।
ব্যাখ্যা:- • উত্তরাখণ্ড সরকার রাজ্যের ১৩টি জেলার প্রতিটিতে একটি করে সংস্কৃতভাষী গ্রাম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে৷
• এই গ্রামের নাগরিকদের দৈনন্দিন যোগাযোগের মাধ্যম হিসেবে প্রাচীন ভারতীয় ভাষা ব্যবহার করার জন্য বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে৷
• এখনো অবধি কর্ণাটক রাজ্যে ভারতের একটি মাত্র সংস্কৃতভাষী গ্রাম রয়েছে।
7. সম্প্রতি কে কমনওয়েলথ গেমসে মহিলাদের ১০,০০০ মিটারের দৌড়ে রৌপ্য পদক জিতলেন?
(A) হিমা দাস
(B) জয়ন্তী ব্রেহেরা
(C) প্রিয়াঙ্কা গোস্বামী
(D) অস্বীনি আক্কুনজি
উ: প্রিয়াঙ্কা গোস্বামী।
ব্যাখ্যা:- • প্রিয়াঙ্কা গোস্বামী কমনওয়েলথ গেমস ২০২২-এ ১০,০০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছেন।
• প্রিয়াঙ্কা ৪৩:৩৮:৮২ এর সময় রেকর্ড করেছেন, যা ১০,০০০ মিটার দৌড়ে একটি নতুন ভারতীয় জাতীয় রেকর্ড।
• অস্ট্রেলিয়ার জেমিমা মন্টাগ এই ইভেন্টে ৪২:৩৪:০০ রেকর্ডের সাথে স্বর্ণপদক জিতেছেন৷
• তিনি এর আগে ২০১৮ সালে গোল্ড কোস্টে ২০ কিলোমিটার রেস ওয়াক জিতেছিলেন৷
8. কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের রেসলিংয়ের ফ্রিস্টাইল ৫৭ কেজির ইভেন্টে দেশের হয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন কে?
(A) সুশীল কুমার
(B) জিন্দের মহল
(C) রিঙ্কু সিং
(D) রবি কুমার দাহিয়া
উ: রবি কুমার দাহিয়া।
ব্যাখ্যা:- • রবি কুমার দাহিয়া কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি কুস্তিতে দেশের হয়ে সোনা
জিতে ইতিহাস তৈরি করেছেন৷
• তিনি ফাইনালে নাইজেরিয়ার ইবাইকেওয়েনিমো ওয়েলসনকে ১০-০ পয়েন্টে পরাজিত করেছেন।
সকল চাকরির প্রার্থীদের বাংলা সাজেশন সাইটের তরফ থেকে থাকল অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই কামনা করি যে সকলেই যেন ভালো পরীক্ষা দিতে পারে।
[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এইরকম আরো অনেক নিত্যনতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]