৭টি আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স 2022 (#1) | Current Affairs in Bangla 2022 | For WBP, WBCS, Railway Group D, Group C, WB Constable

সবাই কে আমাদের বাংলা সাজেশন ব্লগে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একদম নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স 2022 তোমাদের যেকোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

Current affairs in bengali #1

WBP, WBCS, Railway Group Exams, PSC, SSC, Group D, WBP Constable ইত্যাদি যেকোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই Current Affairs in Bangla 2022 খুবই দরকারি। সুতরাং তোমরা যদি রেগুলার আমাদের সাইটটিকে Follow করতে থাকো তাহলে তাহলে তোমাদের আমি অনেক সাহায্য করতে পারব আশা করছি।

অন্যান্য:- মিশ্রধাতু সম্মন্ধিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Science GK About Alloy | WBP Main, Railway Group D, SSC, PSC

কারেন্ট অ্যাফেয়ার্স 2022 (#1) – Current Affairs in Bengali 2022

1. T-20 ক্রিকেটের সব থেকে বেশি হাফ সেঞ্চুরি করার প্লেয়ার কে?

উত্তর : ডেবিট ওয়ার্নার৷

২. ভারতীয় বায়ু সেনার ডাইরেক্টর জেনারেল (inspection and security) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর : এয়ার মার্শাল সঞ্জীব কাপুর৷

৩. আন্তর্জাতিক ডায়েট ডে (Diet Day) কবে পালন করা হয়?

উত্তর : 6th মে৷

📌 ডায়েটের পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে৷ 1992 সালে, UK তে প্রথম আন্তর্জাতিক নো ডায়েট দিবস পালিত হয়। এটি শুরু করেছিলেন মেরি ইভান্স।

৪. ওয়ার্ল্ড অ্যাথলেটিক দে প্রত্যেক বৎসর কবে পালন করা হয়?

উত্তর : 7th মে৷

📌 ফিটনেসের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর 07 মে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালিত হয়।

🔺বিশ্ব অ্যাথলেটিক্স দিবস প্রথম পালিত হয়েছিল 1996 সালে। এটি প্রিমো নেবিওলো দ্বারা চালু হয়েছিল।

🔺বিশ্ব অ্যাথলেটিক্স দিবসে আয়োজন করে আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশন (IAAF) এবং বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন।

৫. বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প কে চালু করেন?

উত্তর : কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর৷

🔺 এটি ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন (NFHM) এর অধীনে চালু করা হয়েছিল।

🔺 NFHM-এর অধীনে, প্রায় 2200 ফিল্ম সংস্কার করা হবে।

৬. কে প্রথম ভারতীয় মহিলা যিনি 8000 মিটার উঁচু পাঁচটি শৃঙ্গ অতিক্রম করেছিলেন?

উত্তর : প্রিয়াঙ্কা মোহিতে৷

৭. সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইনডেক্স অনুসারে ভারতের স্থান কত?

উত্তর : 21

বন্ধুরা আশা করছি আমি যে সাতটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আজকে দিয়েছি সেগুলো তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাহায্য করবে।

এরকম ধরনের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের ব্লগ থেকে ফলো করবে এবং আমাদের ব্লগ থেকে নিজেদের বুকমার্কে সেভ করে নেবে এবং নোটিফিকেশনটি অবশ্যই ‘Allow’ করে দেবেন।

Back to top button