7 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2022 | কমনওয়েলথ গেমস 2022

বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ সম্মন্ধীত কারেন্ট অ্যাফেয়ার্স (৭ আগস্ট) | 7 th August 2022 Current Affairs

7th August Current Affairs

বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন কুইজ সাধারণ জ্ঞান এর প্রশ্ন ট্যালেন্ট পরীক্ষা বৃত্তি পরীক্ষা ইত্যাদি যেকোন ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত থাকে। যা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট এফেয়ার্স বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়। বিশেষ করে চাকরির পরীক্ষার্থীদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই ভালোভাবে পড়া উচিত।

তার জন্য সেই কারেন্ট অ্যাফেয়ার্স জোগাড় করা খুবই মুশকিল হয়ে যায়। দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বিভিন্ন আপডেটেড খবর, তথ্য, জানা অজানা ফ্যাক্টস ইত্যাদি থাকে যার জন্যে বিভিন্ন ক্ষেত্রেই এর প্রয়োজন পড়ে।

বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ সম্মন্ধীত কারেন্ট অ্যাফেয়ার্স (৭ আগস্ট) | 7 th August 2022 Current Affairs

1. কমনওয়েলথ গেমস 2022 এ প্যারা টেবিল টেনিসে মহিলাদের মধ্যে সোনা কে জিতল?

– ভাবিনা প্যাটেল (Bhavina Patel)

2. চলতি কমনওয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হয়েছে?

– বার্মিংহামে (Birmingham)

3. ভাবিনা পাটেল দেশকে কত নম্বর সোনার পদক এনে দিল?

– ১৩ নম্বর সোনার পদক এনে দিল।

4. বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ এ ভারতকে ১৩ নম্বর সোনার পদক কে এনে দিলেন?

– ভাবিনা প্যাটেল (Bhavina Patel)

5. বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ এ ভারতকে প্রথম সোনার পদক কে এনে দিলেন?

– সুধীর লাঠ (Sudhir Lath)

6. বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ এ সুধীর লাঠ কোন খেলায় ভারতকে প্রথম সোনা দিলেন?

– প্যারা পাওয়ারলিফটিংয়ে

7. বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ থেকে ভারতকে তৃতীয় সোনার পদক কে এনেদিলেন?

– ভাবিনা প্যাটেল (Bhavina Patel)

অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স → ৬ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 6th August 2022 Current Affairs | Banglasuggestion

→ ২ আগস্ট ২০২২ এর কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali | Banglasuggestion

→ ১২ ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 12th August 2022 Current Affairs | Banglasuggestion

8. প্যারা অ্যাথলেট হিসেবে ভারতকে দ্বিতীয় সোনা কে দিলেন?

– ভাবিনা প্যাটেল (Bhavina Patel)

9. বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ এ ব্রোঞ্জের পদক কে পেলেন?

– সোনাল প্যাটেল

10. সোনাল পাটেল কোন খেলা থেকে ভারতকে ব্রোঞ্জের পদক পাইয়ে দিলেন?

– বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ এর প্যারা টেবিল টেনিসে মহিলাদের ম্যাচ থেকে

[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এইরকম আরো অনেক নিত্যনতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]

Back to top button