৬ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 6th August 2022 Current Affairs | Banglasuggestion

6th August 2022 Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs

Current Affairs

আমরা প্রায় সবাই জানি যে চাকরির পরীক্ষায় ও বিভিন্ন ইন্টার্ভিউ তে কারেন্ট অ্যাফেয়ার্স ধরা হয়। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির প্রার্থীদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমরা বাংলা সাজেশন সাইটের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম।

6th August 2022 Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs

1. কোন IIT সাম্প্রতি প্রতিরক্ষা প্রযুক্তি বিকাশের জন্য DRDO-এর সাথে যুক্ত হয়েছে?

(A) IIT মাদ্রাজ
(B) IIT মুম্বাই
(C) IIT রুরকি
(D) IIT ধানবাদ

উ: IIT রুরকি।

ব্যাখ্যা:- • প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশ এবং দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করার লক্ষ্যে, DRDO, IIT রুরকির সাথে যুক্ত হয়েছে৷

• IIT রুরকি DRDO-র ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন ল্যাবরেটরি (DEL) এর সহযোগিতায় প্রোগ্রামেবল রেডিওর ভবিষ্যত প্রয়োজনীয়তা মেটাতে দেশীয় রেডিও ফ্রিকোয়েন্সি পাওয়ার এম্প্লিফায়ার তৈরি করেছে।

2. ভারত কোন দেশের সাথে নতুন দিল্লিতে ১-৩রা আগস্ট পর্যন্ত HighPowered Joint Trade Committee-র প্রথম অধিবেশনের আয়োজন করেছে?

(A) মায়ানমার
(B) বাংলাদেশ
(C) ঘানা
(D) মরিশাস

উ: মরিশাস।

ব্যাখ্যা:- মরিশাস :

প্রধান মন্ত্রী : প্রভিন্দ যুগনাউথ
রাজধানী : পোর্ট লুইস
মুদ্রা : মরিশাস রুপি
অবস্থান : আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে ভারত মহাসাগরের একটি দ্বীপ৷

3. মধ্যপ্রদেশের কোন শহরে একটি ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে?

(A) উজ্জয়িন
(B) খান্ডোয়া
(C) ইন্দোর
(D) জবলপুর

উ: খান্ডোয়া।

ব্যাখ্যা:- • মধ্যপ্রদেশের খান্ডোয়ায় একটি ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে৷

• এটি বিশ্বের বৃহত্তম ভাসমান সৌর প্ল্যান্ট।

• এটি ২০২২-২৩ সালের মধ্যে ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করবে৷

• প্রকল্পটির মূল্য ৩০০০ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হয়েছে৷

• সম্প্রতি, তেলেঙ্গানায় ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে।

একদম নতুন:- 7 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2022 | কমনওয়েলথ গেমস 2022

→ ৯ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 9th August 2022 Current Affairs | Banglasuggestion

4. ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী দেশ হয়ে উঠলো কোনটি?

(A) ইন্দোনেশিয়া
(B) আমেরিকা
(C) রাশিয়া
(D) দক্ষিন আফ্রিকা

উ: রাশিয়া।

ব্যাখ্যা:- • রাশিয়া ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী হয়ে উঠেছে।

• জুনের তুলনায় রাশিয়া থেকে কয়লা আমদানি ২.০৬ মিলিয়ন টন বৃদ্ধি পেয়েছে।

• রাশিয়া ঐতিহাসিকভাবে ভারতে ষষ্ঠ বৃহত্তম কয়লা সরবরাহকারী।

5. ভারত সম্প্রতি কতগুলি নতুন রামসার সাইটের ঘোষণা করেছে?

(A) ১০
(B) ১৬
(C) ১৪
(D) ১২

উ: ১০ টি।

ব্যাখ্যা:- • এই নিয়ে দেশের মোট রামসার সাইটের সংখ্যা ৬৪টি।

• ১০টি নতুন সাইটের মধ্যে রয়েছে: তামিলনাড়ুতে ছয়টি সাইট এবং গোয়া, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং ওড়িশার একটি করে সাইট৷

• সম্প্রতি জুলাই মাসে, ৫টি রামসার সাইট যুক্ত হয়েছিল ভারতে।

6. কোন রাজ্যসরকার সম্প্রতি ‘অপারেশন মুক্তি অভিযান’ চালু করেছে?

(A) উত্তরাখণ্ড
(B) রাজস্থান
(C) মধ্যে প্রদেশ
(D) গুজরাট

উ: উত্তরাখণ্ড।

অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স → ২ আগস্ট ২০২২ এর কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali | Banglasuggestion

→ Current Affairs in Bengali | 1St August 2022 Current Affairs | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

ব্যাখ্যা:- • ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত শিশুদের শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে উত্তরাখন্ড সরকার এই প্রাককল্প চালু করেছে।

উত্তরাখণ্ড :

মুখ্যমন্ত্রী : পুষ্কর সিং ধামি
রাজ্যপাল : গুরমিত সিং
রাজধানী : দেরাদুন (শীতকালীন)

7. সম্প্রতি কে পাকিস্তান পুলিশের প্রথম মহিলা হিন্দু সুপারিনটেনডেন্ট (DSP) হলেন?

(A) রুচি মিশ্র
(B) প্রিয়া চৌধুরী
(C) রাজ কল্পনা সিং
(D) মনীষা রপেতা

উ: মনীষা রপেতা।

ব্যাখ্যা:- • মনীষা রোপেতা পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) হিসেবে ইতিহাস তৈরী করলেন।

• তিনি গত বছর ‘সিন্ধু পাবলিক সার্ভিস কমিশন’ (SPSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং ১৫২ জন সফল প্রার্থীর মেধা তালিকায় ১৬ তম স্থান অধিকার করেছিলেন৷

8. সম্প্রতি অগ্ন্যুৎপাত হওয়া গেল্ডিংডালির আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত?

(A) ইন্দোনেশিয়া
(B) জাপান
(C) আইসল্যান্ড
(D) মালয়েশিয়া

উ: আইসল্যান্ড।

ব্যাখ্যা:- • ৩রা আগস্ট, ২০২২ এ ক্রমাগত ভূমিকম্পের পর আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকের কাছে একটি জনবসতিহীন উপত্যকায় গেল্ডিংডালির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে৷

• আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ক্রমাগত ভূমিকম্পের পর এই গেল্ডিংডালির জনবসতিহীন উপত্যকায় একটি ফাটল থেকে লাল গরম লাভা এবং ধোঁয়ার বরফ বেরোতে দেখা গেছে৷

সকল চাকরির প্রার্থীদের বাংলা সাজেশন সাইটের তরফ থেকে থাকল অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই কামনা করি যে সকলেই যেন ভালো পরীক্ষা দিতে পারে।

[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এইরকম আরো অনেক নিত্যনতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]

Back to top button