6432টি শূন্যপদে বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগ শুরু | IBPS New Bank Jobs 2022

IBPS Recruitment

IBPS এর মাধ্যমে প্রবেশনারি অফিসার পদে চাকরির খোঁজ করা প্রার্থীদের জন্যে বড়ো সুখবর চলে এসেছে। IBPS অর্থাৎ Institute of Banking Personal Selection এর মাধ্যমে যেকোনো একটি ব্যাংকে চাকরির পাওয়ার এটি একটি দারুন সুযোগ। একটু আগেই ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন 6432 টি শূন্যপদে PO অর্থাৎ Probationary Officer পদে কর্মী নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি জারি করল।

এখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার যে কোন চাকরি প্রার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। IBPS PO Recruitment 2022 এর জন্যে যে সকল ছেলে ও মেয়েরা যোগ্য এবং ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক রয়েছে তারা সরাসরি অনলাইনের মাধ্যমে এপ্লাই করতে পারবে। 22 শে আগস্ট 2022 তারিখের মধ্যে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই পোস্টে আবেদনের জন্যে বয়সসীমা, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদন প্রক্রিয়া, লাস্ট ডেট, পরীক্ষার সিলেবাস ইত্যাদির জন্যে নিচে স্ক্রোল করুন। এছাড়াও বিভিন্ন বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

IBPS PO নিয়োগ 2022 বিশদ

নিয়োগ শ্রেণী ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন
পরীক্ষার নাম IBPS PO পরীক্ষা
পদের নাম Probationary Officer
মোট শূন্যপদ 6432 টি
বেতন ৭ম স্কেল অনুযায়ী বেতন
আবেদন প্রক্রিয়া অনলাইন
বিভাগ ব্যাংকিং
পরীক্ষার স্তর National
অফিসিয়াল সাইট IBPS.in
ভাষা হিন্দি (জাতীয়)

IBPS PO Job Vacancy 2022 – আইবিপিএস পিও কর্মী নিয়োগ ২০২২

এই পোষ্টের জন্যে যোগ্য প্রার্থীরা অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিয়ে তারপর এখানে আবেদন জানতে পারবে। এখানে বিভিন্ন বিভিন্ন ব্যাংকে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই IBPS এর মাধ্যমে। এর জন্যে নিচের টেবিলটি লক্ষ্য করুন

ব্যাংকের নাম শূন্যপদের সংখ্যা
ব্যাংক অফ ইন্ডিয়া 535টি
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 2500টি
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক 253টি
উকো ব্যাংক 550টি
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া 2094টি
পাঞ্জাব নেশনাল ব্যাংক 500টি
মোট 6432টি

IBPS PO Job 2022 এর জন্যে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন দ্বারা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা নিচের তালিকাটিতে দেখুন। IBPS PO Job Age Limit এর বিস্তারিত জানার জন্যে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে দেখে নেবেন।

শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট পাশ
বয়সসীমা 20 থেকে 30
বয়সের ছাড় SC,ST,OBC ইত্যাদির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ এবং তিন বছরের ছাড়।

আইবিপিএস প্রফেশনারী অফিসার বেতন

আইবিপিএস চাকরি ২০২২ এর পিও রিক্রুটমেন্ট এ আবেদন করার পরে সিলেক্ট হওয়া প্রার্থীদের বেতনকাঠামোর স্কেল 7 অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।

চাকরির খবর:- Job Update: রেলওয়ের তরফ থেকে ২৭০০০ টাকা প্রতি মাস বেতনের চাকরির খবর

• রাজ্যে মিলিটারি সার্ভিসে 6600+ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | MES JOB Update

IBPS PO পরীক্ষার আবেদন ফি

ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার চাকরি সন্ধানীরা এই IBPS PO Recruitment 2022 এ আবেদন জানাতে পারবে। এখানে আবেদন জানতে গেলে আবেদন ফিস দিতে হবে IBPS এর আবেদন ফিস স্ট্রাকচার অনুযায়ী।

জেনারেল :- 850 টাকা

ওবিসি :- 850 টাকা

এসসি/এসটি :- 175 টাকা

চাকরির খবর:- Job Update: ১৭০০০ টাকা প্রতি মাসে বেতনের নতুন চাকরির সুযোগ SAIL সংস্থায়

IBPS PO Job গুরুত্বপূর্ণ তারিখ

অফিসিয়াল নোটিশ প্রকাশ :- 1 আগস্ট 2022

আবেদন প্রক্রিয়া শুরু :- 2 আগস্ট 2022

আবেদন প্রক্রিয়া শেষ :- 22 আগস্ট 2022

কিভাবে আবেদন করবেন

আইবিপিএস পিও চাকরিতে আবেদন করার জন্য প্রথমে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তারপরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

• সবার প্রথমে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়বেন
• তারপরে অনলাইন আবেদন লিংকে ক্লিক করবেন
• প্রথম পেজেই দেখতে পাবেন IBPS PO Exam Online Form, ক্লিক করবেন
• এরপরে একটি নতুন উইন্ডো খুলে যাবে যেখানে ফর্মটা ফিল আপ করবেন
• তারপর আবেদনের ফিস জমা করবেন
• তারপরে সাবমিট করে IBPS PO Application Form 2022 এর একটি পিডিএফ কপির প্রিন্ট বের করুন

>> আগস্ট মাসের সেরা চাকরির ফর্ম গুলি সম্মন্ধে জানুন <<

IBPS PO সিলেকশন প্রসেস

এই ব্যাংকিং ক্ষেত্রে PO পদে চাকরির পাওয়ার জন্যে IBPS এর দ্বারা কয়েকটি পদ্ধতি রাখা হয়েছে যেগুলো একদম সঠিকভাবে পাশ করলেই তবেই চাকরি কনফার্ম।

• লিখিত পরীক্ষা
• মেডিক্যাল টেস্ট
• ডকুমেন্টস ভেরিফিকেশ

জরুরী লিঙ্ক

IBPS PO Job Notice এর ব্যাপারে বিস্তারিত জানতে নিচের নোটিফিকেশন অবশ্যই সম্পূর্ণ পড়বেন।

>>>>>> অফিসিয়াল নোটিশ

>>>>>> আবেদন করুন

>>>>>> অফিসিয়াল সাইট

জরুরী তথ্য

আমরা চাকরির অফার বা চাকরির সহায়তার জন্য কোনো প্রার্থীর সাথে সরাসরি যোগাযোগ করি না। আমাদের এই পোর্টাল কখনই চাকরির জন্য কোনো প্রার্থীর থেকে টাকা চার্জ করে না। চাকরির জন্যে জাল কল বা ইমেল থেকে সতর্ক থাকুন। যেকোনো সহায়তার জন্য, অবশ্যই আমাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ।

Back to top button