স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ । SBI Job Recruitment 2023
স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫,০০৮ জন কর্মী নেবে। ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ হবে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে। ৬ মাসের প্রবেশন। পশ্চিমবঙ্গের মধ্যেই একাধিক পরীক্ষাকেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: CRPD/CR/2022-23/15.
যে যেই রাজ্যের বাসিন্দা তারা সেই সেই রাজ্যের শূন্যপদে দরখাস্ত করবেন। যে-রাজ্যের শূন্যপদে আবেদন করবেন, প্রার্থীকে সে-রাজ্যের সরকারি ভাষা লিখতে, পড়তে, বলতে এবং বুঝতে জানতে হবে। তাই এখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য বাংলা, হিন্দি ও ইংরেজিভাষী রাজ্যগুলির নির্ধারিত ২,৪৭০ টি শূন্যপদের বিষয়ে বিস্তারিত জানানো হল।
-:রাজ্য অনুসারে শূন্যপদের বিন্যাস:-
পশ্চিমবঙ্গ (বাংলা ও নেপালি): ৩৪০ টি (সাধারণ ১৩৬,তফসিলি জাতি ৭৮, তফসিলি উপজাতি ১৭, ও বি সি ৭৫, আর্থিক ভাবে অনগ্রসর ৩৪)। এর মধ্যে ১৪ টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী, ৩৪ টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মী এবং ১৫ টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী-প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (হিন্দি ও ইংলিশ): ১০ টি (সাধারণ ৫, জুনিয়র অ্যাসোসিয়েট তফসিলি উপজাতি ১, ওবিসি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ১)। এর মধ্যে ১ টি করে শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।
সিকিম (নেপালি ও ইংলিশ): ২৬ টি (সাধারণ ১২, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ৫, ওবিসি ৬, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে প্রাক্তন ২ টি করে সমরকর্মী শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং এবং ১ টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী-প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত।
মধ্যপ্রদেশ (হিন্দি): ৪৬৫ টি (সাধারণ ১৫৭, তফসিলি জাতি ৫৮, অ্যাসোসিয়েট তফসিলি উপজাতি ১৫৪,ও বি সি ৫৮, আর্থিক ভাবে অনগ্রসর ৩৮)। এর মধ্যে ১৬ টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী, ৩৮ টি শূন্যপদ শূন্যপদ প্রাক্তন দৈহিক সমরকর্মী এবং ১৭ টি সমরকর্মীদের প্রতিবন্ধী-প্রাক্তন জন্য সংরক্ষিত।
ছত্তিশগড় (হিন্দি): ১০৫ টি (সাধারণ ৩৭, তফসিলি জাতি ১১, তফসিলি উপজাতি ৪২, ওবিসি ৬, আর্থিক ভাবে অনগ্রসর ৯)। এর মধ্যে ৪ টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী, ৯ টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মী এবং ৪ টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী-প্রাক্তন সমরকর্মীদের জন্যে সংরক্ষিত।
ইত্যাদি আরো বিভিন্ন রাজ্য অনুসারে শূন্যপদ আলাদা আলাদাভাবে সংরক্ষিত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনো শাখায় স্নাতক। ফাইনাল ইয়ারের প্রার্থীদের ক্ষেত্রে ৩০-১১-২০২২ তারিখের আগে পাশ করে ও সার্টফিকেট পেয়ে থাকতে হবে।
বয়স
১.০৮.২০২২ তারিখে ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫, ওবিসিরা ৩, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছর, বিধবা, বিবাহবিচ্ছিন্ন প্রার্থীরা পুনরায় বিবাহ না করে থাকলে ৭ বছরের এবং প্রাক্তন সমর কর্মীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
বেতন
১৭,৯০০ থেকে ৪৭,৯২০ টাকা সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।
সিলেকশন প্রসেস
প্রার্থী বাছাই করা হবে দুটি পর্যায়ের মাধ্যমে একটি হল প্রিলিমিনারি ও আরেকটি হল মেন অনলাইন পরীক্ষা। এবং আরেকটি হলো ভাষাগত দক্ষতা যাচাইয়ের মাধ্যমে। পশ্চিমবঙ্গের (স্টেট কোড ৪৪) পরীক্ষা কেন্দ্র গুলি হল বৃহত্তর কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলী, হাওড়া, কল্যাণী ও শিলিগুড়ি। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে নভেম্বরে এবং মেন পরীক্ষা ডিসেম্বর-জানুয়ারি নাগাদ।
পরীক্ষার সিলেবাস
প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ ধরনের প্রশ্ন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০ নম্বর), নিউ মেরিকাল এবিলিটি (৩৫ নম্বর) রিজনিং এবিলিটি (৩৫ নম্বর)। বিষয় প্রতি সময়সীমা কুড়ি মিনিট। মেন পরীক্ষায় অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে জেনারেল ইংলিশ (৪০ নম্বর), জেনারেল/ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস (৫০ নম্বর), রিজনিং এবিলিটি এন্ড কম্পিউটার এ্যাটিটিউড (৬০ নম্বর), কুয়ান্টিটেটিভ এ্যাটিটিউড (৫০ নম্বর)। মোট সময়সীমা ২ ঘন্টা ৪০ মিনিট।
উভয় পদের ক্ষেত্রেই তপশিলি, প্রাক্তন সমরকর্মী এবং সংখ্যালঘু প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হতে পারে দেশ জুড়ে ব্যাংকের বিভিন্ন কেন্দ্রে তবে প্রশিক্ষণের খরচ দিতে হবে প্রার্থীকেই।
অনলাইন দরখাস্ত করতে হবে নিচে দেওয়া দুটি ওয়েবসাইটে যেকোনো একটির মাধ্যমে।
অনলাইন আবেদনের ওয়েবসাইট:-
১) https://www.sbi.co.in/careers
২) https://bank.sbi/careers
প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ
অনলাইন দরখাস্তের শেষ তারিখ হল ২৭ সেপ্টেম্বর।
কি কি দরকারি ডকুমেন্টস প্রয়োজন
প্রথমে উপরোক্ত ওয়েবসাইটে গিয়ে দরখাস্তের ফর্ম অনলাইনে পূরণ করে সাবমিট করুন। সাবমিট করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে।
মনে রাখবেন অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর JPG বা JPEG ফরম্যাটে স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো, কালো কালিতে করা সই, কালো কালিতে ইংরেজিতে নির্দিষ্ট বয়ানে প্রার্থীর নিজের হাতে লেখা একটি ডিক্লারেশন, বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপ আপলোড করতে হবে।
আবেদনের ফিস
আবেদন ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। তফসিলি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমর কর্মী এবং দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের কোন ফি লাগবে না। অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পরে ই-রিসিট এবং আবেদন করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটর প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবেন পরে প্রয়োজন হবে।
এছাড়াও অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটগুলি, প্রয়োজনে যে কোন কাজের দিন সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটার মধ্যে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া ফোন নাম্বারে।
দরকারি নম্বর:- (০২২) ২২৮২-০৪২৭
[su_note note_color=”#d2faf7″ text_color=”#112cf9″ radius=”0″]এই ধরনের আরও বিভিন্ন চাকরির খবর পেতে যুক্ত থাকুন বাংলা সাজেশন সাইটের সাথে।[/su_note]